পবিত্র বাইবেল

ইজি টু রিড ভার্সন (ESV)
ERVBN
BNV
1. পরে অব্রাম ও তাঁহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিসর হইতে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন।

IRVBN
1. পরে অব্রাম ও তাঁর স্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লোটের সঙ্গে মিশর থেকে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন।

OCVBN
1. {#1অব্রাম এবং লোট পৃথক হলেন } অতএব অব্রাম তাঁর স্ত্রী ও নিজের সবকিছু নিয়ে মিশর থেকে নেগেভের দিকে চলে গেলেন, এবং লোটও তাঁর সাথে গেলেন।





রেকর্ড

No History Found

  • BNV

    পরে অব্রাম ও তাঁহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিসর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন।
  • IRVBN

    পরে অব্রাম ও তাঁর স্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লোটের সঙ্গে মিশর থেকে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন।
  • OCVBN

    {#1অব্রাম এবং লোট পৃথক হলেন } অতএব অব্রাম তাঁর স্ত্রী ও নিজের সবকিছু নিয়ে মিশর থেকে নেগেভের দিকে চলে গেলেন, এবং লোটও তাঁর সাথে গেলেন।
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

Bengali Letters Keypad References