পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো! [QE][QS2]হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো। [QE][PBR]
2. [QS]যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, [QE][QS2]তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; [QE][QS]যারা আমার ধ্বংস কামনা করে [QE][QS2]তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়। [QE]
3. [QS]যারা আমাকে বলে, “হা! হা!” [QE][QS2]তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়। [QE]
4. [QS]কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা [QE][QS2]তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; [QE][QS]যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, [QE][QS2]“সদাপ্রভু মহান!” [QE][PBR]
5. [QS]কিন্তু আমি দরিদ্র ও অভাবী; [QE][QS2]হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, [QE][QS]তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, [QE][QS2]হে সদাপ্রভু, দেরি কোরো না। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 70 / 150
1 হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো! হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো। 2 যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়। 3 যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়। 4 কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!” 5 কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 70 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References