পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন [QE][QS2]তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন— [QE]
2. [QS]যেন তোমার পথসকল জগতে [QE][QS2]আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়। [QE][PBR]
3. [QS]হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক; [QE][QS2]সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক। [QE]
4. [QS]সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক, [QE][QS2]কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ [QE][QS2]এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ। [QE]
5. [QS]হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক, [QE][QS2]সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক। [QE][PBR]
6. [QS]তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে; [QE][QS2]এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন। [QE]
7. [QS]হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, [QE][QS2]তাতে এই পৃথিবীর সব মানুষ তাঁকে ভয় করবে। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 67 / 150
1 ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন— 2 যেন তোমার পথসকল জগতে আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়। 3 হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক; সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক। 4 সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক, কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ। 5 হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক, সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক। 6 তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে; এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন। 7 হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, তাতে এই পৃথিবীর সব মানুষ তাঁকে ভয় করবে।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 67 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References