পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, [QE][QS2]কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি। [QE][QS]যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় [QE][QS2]আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো। [QE][PBR]
2. [QS]আমি পরাৎপর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, [QE][QS2]ঈশ্বরের কাছে যিনি আমার প্রতি তাঁর সংকল্প পূর্ণ করেন। [QE]
3. [QS]যারা আমার পশ্চাদ্ধাবন করে তাদের তিরস্কার করে [QE][QS2]তিনি স্বর্গ থেকে সাহায্য পাঠিয়ে আমাকে রক্ষা করেন; [QE][QS2]ঈশ্বর তাঁর অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রেরণ করেন। [QE][PBR]
4. [QS]আমি সিংহদের মধ্যে রয়েছি; [QE][QS2]ক্ষুধার্ত বন্যপশুদের মাঝে বসবাস করতে আমি বাধ্য হয়েছি— [QE][QS]মানুষ যাদের দাঁত বর্শা ও তির, [QE][QS2]যাদের জিভ ধারালো তরোয়াল। [QE][PBR]
5. [QS]হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; [QE][QS2]তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক। [QE][PBR]
6. [QS]আমার শত্রুরা আমার জন্য এক ফাঁদ পেতেছে— [QE][QS2]আমি হতাশায় নত হয়েছিলাম। [QE][QS]আমার চলার পথে তারা এক গর্ত খুঁড়েছিল— [QE][QS2]কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেল। [QE][PBR]
7. [QS]হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল, [QE][QS2]আমার হৃদয় অবিচল; [QE][QS2]আমি গান গাইব ও সংগীত রচনা করব। [QE]
8. [QS]জেগে ওঠো, হে আমার প্রাণ! [QE][QS2]জেগে ওঠো, বীণা ও সুরবাহার! [QE][QS2]আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব। [QE][PBR]
9. [QS]হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; [QE][QS2]লোকেদের মাঝে আমি তোমার স্তব করব। [QE]
10. [QS]কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে; [QE][QS2]তোমার বিশ্বস্ততা গগনচুম্বী। [QE][PBR]
11. [QS]হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; [QE][QS2]তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 57 / 150
1 আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো। 2 আমি পরাৎপর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে যিনি আমার প্রতি তাঁর সংকল্প পূর্ণ করেন। 3 যারা আমার পশ্চাদ্ধাবন করে তাদের তিরস্কার করে তিনি স্বর্গ থেকে সাহায্য পাঠিয়ে আমাকে রক্ষা করেন; ঈশ্বর তাঁর অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রেরণ করেন। 4 আমি সিংহদের মধ্যে রয়েছি; ক্ষুধার্ত বন্যপশুদের মাঝে বসবাস করতে আমি বাধ্য হয়েছি— মানুষ যাদের দাঁত বর্শা ও তির, যাদের জিভ ধারালো তরোয়াল। 5 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক। 6 আমার শত্রুরা আমার জন্য এক ফাঁদ পেতেছে— আমি হতাশায় নত হয়েছিলাম। আমার চলার পথে তারা এক গর্ত খুঁড়েছিল— কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেল। 7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল, আমার হৃদয় অবিচল; আমি গান গাইব ও সংগীত রচনা করব। 8 জেগে ওঠো, হে আমার প্রাণ! জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব। 9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব। 10 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে; তোমার বিশ্বস্ততা গগনচুম্বী। 11 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 57 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References