পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]হে সদাপ্রভু, আমার কথা শোনো, [QE][QS2]আমার বিলাপে কর্ণপাত করো। [QE]
2. [QS]আমার সাহায্যের আর্তনাদ শোনো, [QE][QS2]হে আমার রাজা আমার ঈশ্বর, [QE][QS2]তোমার কাছেই আমি প্রার্থনা করি। [QE][PBR]
3. [QS]সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; [QE][QS2]সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি [QE][QS2]এবং আগ্রহভরে অপেক্ষা করি। [QE]
4. [QS]কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন; [QE][QS2]কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না। [QE]
5. [QS]দাম্ভিকেরা তোমার সামনে [QE][QS2]দাঁড়াতে পারে না। [QE][QS]যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো; [QE]
2. [QS2]মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো। [QE][QS]যারা রক্তপিপাসু ও ছলনাকারী [QE][QS2]তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো। [QE]
7. [QS]কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে, [QE][QS2]তোমার ভবনে প্রবেশ করতে পারি; [QE][QS]তোমার পবিত্র মন্দিরের সামনে [QE][QS2]শ্রদ্ধায় আমি নত হই। [QE][PBR]
8. [QS]হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো, [QE][QS2]নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে। [QE][QS2]তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি। [QE]
9. [QS]তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়; [QE][QS2]হিংসায় ওদের অন্তর পূর্ণ। [QE][QS]তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো, [QE][QS2]তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে। [QE]
10. [QS]হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো! [QE][QS2]ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক। [QE][QS]ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো, [QE][QS2]কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। [QE]
11. [QS]কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক; [QE][QS2]তারা চিরকাল আনন্দগান করুক। [QE][QS]তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও, [QE][QS2]যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে। [QE][PBR]
12. [QS]নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো; [QE][QS2]সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 5 / 150
1 হে সদাপ্রভু, আমার কথা শোনো, আমার বিলাপে কর্ণপাত করো। 2 আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি। 3 সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহভরে অপেক্ষা করি। 4 কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন; কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না। 5 দাম্ভিকেরা তোমার সামনে দাঁড়াতে পারে না। যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো; 2 মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো। যারা রক্তপিপাসু ও ছলনাকারী তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো। 7 কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে, তোমার ভবনে প্রবেশ করতে পারি; তোমার পবিত্র মন্দিরের সামনে শ্রদ্ধায় আমি নত হই। 8 হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো, নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে। তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি। 9 তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়; হিংসায় ওদের অন্তর পূর্ণ। তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো, তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে। 10 হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো! ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক। ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো, কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। 11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক; তারা চিরকাল আনন্দগান করুক। তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও, যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে। 12 নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো; সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 5 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References