পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]যখন আমি রাজার কাছে শ্লোক পাঠ করি [QE][QS2]সুন্দর বাক্য আমার হৃদয়কে আলোড়িত করে; [QE][QS2]আমার জিভ সুদক্ষ লেখকের কলমের মতো। [QE][PBR]
2. [QS]তুমি পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন, [QE][QS2]মঙ্গলময় বাক্য তোমার মুখ থেকে নির্গত হয়, [QE][QS2]কেননা ঈশ্বর নিজেই তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন। [QE][PBR]
3. [QS]হে বলশালী যোদ্ধা, তোমার তরোয়াল বেঁধে নাও; [QE][QS2]প্রভা ও মহিমায় নিজেকে সজ্জিত করো। [QE]
4. [QS]সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে [QE][QS2]নিজস্ব মহিমায় জয়লাভের দিকে অগ্রসর হও; [QE][QS2]তোমার ডান হাত ভয়াবহ ক্রিয়াকলাপ করুক। [QE]
5. [QS]তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক; [QE][QS2]আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক। [QE]
6. [QS]হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী; [QE][QS2]ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড। [QE]
7. [QS]তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে ঘৃণা করে আসছ; [QE][QS2]সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, [QE][QS2]তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন। [QE]
8. [QS]গন্ধরস, অগুরু আর দারুচিনি তোমার সমস্ত রাজবস্ত্রকে গন্ধময় করে; [QE][QS2]আর হাতির দাঁতের রাজপ্রাসাদে [QE][QS2]তারের সুরযন্ত্র তোমাকে আনন্দিত করে। [QE]
9. [QS]তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে; [QE][QS2]তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত। [QE][PBR]
10. [QS]হে কন্যা, শোনো, আমার কথায় কর্ণপাত করো: [QE][QS2]তোমার স্বজাতি ও তোমার বাবার বংশ ভুলে যাও। [QE]
11. [QS]তোমার সৌন্দর্যতায় রাজা মুগ্ধ হোক; [QE][QS2]তাঁর সমাদর করো, কেননা তিনি তোমার প্রভু। [QE]
12. [QS]সোরের নগরী এক উপহার নিয়ে আসবে, [QE][QS2]ধনী লোকেরা তোমার অনুগ্রহ প্রার্থনা করবে। [QE]
13. [QS]রাজকন্যা, তার কক্ষে সম্পূর্ণরূপে অপূর্ব [QE][QS2]তার পোশাক সোনায় খচিত। [QE]
14. [QS]অলংকৃত পোশাকে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; [QE][QS2]তার কুমারী সঙ্গিনীরা, যাদের তার সঙ্গে থাকার জন্য আনা হয়েছে, [QE][QS2]রাজকন্যাকে অনুসরণ করবে। [QE]
15. [QS]আনন্দ ও উল্লাসে অগ্রসর হয়ে, [QE][QS2]তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে। [QE][PBR]
16. [QS]তোমার সন্তানেরা তোমার বাবাদের স্থান নেবে; [QE][QS2]তুমি তাদের সমস্ত দেশের অধিপতি করবে। [QE][PBR]
17. [QS]আমি তোমার স্মৃতি বংশপরম্পরায় চিরস্থায়ী করব; [QE][QS2]সেইজন্য জাতিরা যুগে যুগে তোমার প্রশংসা করবে। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 45 / 150
1 যখন আমি রাজার কাছে শ্লোক পাঠ করি সুন্দর বাক্য আমার হৃদয়কে আলোড়িত করে; আমার জিভ সুদক্ষ লেখকের কলমের মতো। 2 তুমি পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন, মঙ্গলময় বাক্য তোমার মুখ থেকে নির্গত হয়, কেননা ঈশ্বর নিজেই তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন। 3 হে বলশালী যোদ্ধা, তোমার তরোয়াল বেঁধে নাও; প্রভা ও মহিমায় নিজেকে সজ্জিত করো। 4 সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে নিজস্ব মহিমায় জয়লাভের দিকে অগ্রসর হও; তোমার ডান হাত ভয়াবহ ক্রিয়াকলাপ করুক। 5 তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক; আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক। 6 হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড। 7 তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে ঘৃণা করে আসছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন। 8 গন্ধরস, অগুরু আর দারুচিনি তোমার সমস্ত রাজবস্ত্রকে গন্ধময় করে; আর হাতির দাঁতের রাজপ্রাসাদে তারের সুরযন্ত্র তোমাকে আনন্দিত করে। 9 তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে; তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত। 10 হে কন্যা, শোনো, আমার কথায় কর্ণপাত করো: তোমার স্বজাতি ও তোমার বাবার বংশ ভুলে যাও। 11 তোমার সৌন্দর্যতায় রাজা মুগ্ধ হোক; তাঁর সমাদর করো, কেননা তিনি তোমার প্রভু। 12 সোরের নগরী এক উপহার নিয়ে আসবে, ধনী লোকেরা তোমার অনুগ্রহ প্রার্থনা করবে। 13 রাজকন্যা, তার কক্ষে সম্পূর্ণরূপে অপূর্ব তার পোশাক সোনায় খচিত। 14 অলংকৃত পোশাকে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তার কুমারী সঙ্গিনীরা, যাদের তার সঙ্গে থাকার জন্য আনা হয়েছে, রাজকন্যাকে অনুসরণ করবে। 15 আনন্দ ও উল্লাসে অগ্রসর হয়ে, তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে। 16 তোমার সন্তানেরা তোমার বাবাদের স্থান নেবে; তুমি তাদের সমস্ত দেশের অধিপতি করবে। 17 আমি তোমার স্মৃতি বংশপরম্পরায় চিরস্থায়ী করব; সেইজন্য জাতিরা যুগে যুগে তোমার প্রশংসা করবে।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 45 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References