পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; [QE][QS2]তুমি আমার শৈল, [QE][QS2]তুমি আমার প্রতি বধির হোয়ো না। [QE][QS]কারণ তুমি যদি নীরব থাকো, [QE][QS2]আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে। [QE]
2. [QS]যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি, [QE][QS2]যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে [QE][QS]আমি হাত তুলি [QE][QS2]তুমি আমার বিনতি শ্রবণ করো। [QE][PBR]
3. [QS]দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, [QE][QS2]আমাকে টেনে নিয়ো না, [QE][QS]ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে [QE][QS2]অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে। [QE]
4. [QS]তুমি তাদের কাজের ফল দান করো [QE][QS2]তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও; [QE][QS]তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও [QE][QS2]এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো। [QE][PBR]
5. [QS]সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে [QE][QS2]সেইসব তারা সমাদর করে না, [QE][QS]তাই তিনি তাদের ধ্বংস করবেন [QE][QS2]এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না। [QE][PBR]
6. [QS]সদাপ্রভুর প্রশংসা হোক, [QE][QS2]কারণ তিনি আমার বিনতি শুনেছেন। [QE]
7. [QS]সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; [QE][QS2]আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। [QE][QS]আমার হৃদয় আনন্দে উল্লসিত [QE][QS2]এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব। [QE][PBR]
8. [QS]সদাপ্রভু তাঁর লোকদের শক্তি, [QE][QS2]তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ। [QE]
9. [QS]তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো; [QE][QS2]তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 28 / 150
1 তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; তুমি আমার শৈল, তুমি আমার প্রতি বধির হোয়ো না। কারণ তুমি যদি নীরব থাকো, আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে। 2 যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি, যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে আমি হাত তুলি তুমি আমার বিনতি শ্রবণ করো। 3 দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, আমাকে টেনে নিয়ো না, ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে। 4 তুমি তাদের কাজের ফল দান করো তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও; তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো। 5 সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে সেইসব তারা সমাদর করে না, তাই তিনি তাদের ধ্বংস করবেন এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না। 6 সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি আমার বিনতি শুনেছেন। 7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উল্লসিত এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব। 8 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি, তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ। 9 তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো; তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 28 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References