পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ, [QE][QS2]তাই আমি কেন ভীত হব? [QE][QS]সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ, [QE][QS2]তাই আমি কেন কম্পিত হব? [QE][PBR]
2. [QS]আমায় গ্রাস করতে [QE][QS2]যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে, [QE][QS]আমার শত্রুরা ও আমার বিপক্ষরা [QE][QS2]হোঁচট খাবে ও পতিত হবে। [QE]
3. [QS]যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে, [QE][QS2]আমার হৃদয় ভয় করবে না; [QE][QS]আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও, [QE][QS2]আমি আত্মবিশ্বাসী রইব। [QE][PBR]
4. [QS]সদাপ্রভুর কাছে আমার একটিই নিবেদন, [QE][QS2]যা আমি একান্তভাবে চাই, [QE][QS]সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য [QE][QS2]তাঁর মন্দিরে তাঁকে অন্বেষণের উদ্দেশে, [QE][QS]যেন আমি জীবনের সবকটি দিন [QE][QS2]সদাপ্রভুর গৃহে বসবাস করি। [QE]
5. [QS]কারণ সংকটের দিনে [QE][QS2]তিনি নিজের আবাসে আমায় সুরক্ষিত রাখবেন; [QE][QS]তাঁর পবিত্র তাঁবুর আশ্রয়ে আমাকে লুকিয়ে রাখবেন, [QE][QS2]ও উঁচু পাথরের উপরে আমাকে স্থাপন করবেন। [QE][PBR]
6. [QS]তখন যেসব শত্রু আমাকে ঘিরে রয়েছে [QE][QS2]আমার মাথা তাদের উপরে উন্নত হবে; [QE][QS]তাঁর পবিত্র তাঁবুতে আমি জয়ধ্বনির সাথে বলি উৎসর্গ করব; [QE][QS2]সদাপ্রভুর উদ্দেশে আমি গান করব ও সংগীত রচনা করব। [QE][PBR]
7. [QS]আমার কণ্ঠস্বর শ্রবণ করো, হে সদাপ্রভু, যখন আমি প্রার্থনা করি; [QE][QS2]আমার প্রতি করুণা করো ও আমায় উত্তর দাও। [QE]
8. [QS]তোমাকে নিয়ে আমার অন্তর বলে “তাঁর মুখ অন্বেষণ করো!” [QE][QS2]তোমার মুখ, হে সদাপ্রভু, আমি অন্বেষণ করি। [QE]
9. [QS]আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না, [QE][QS2]ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না; [QE][QS2]তুমিই আমার সহায়। [QE][QS]আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না, [QE][QS2]ঈশ্বর আমার পরিত্রাতা। [QE]
10. [QS]যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে, [QE][QS2]সদাপ্রভু আমায় গ্রহণ করবেন। [QE]
11. [QS]হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও; [QE][QS2]আমার শত্রুদের কারণে, [QE][QS2]আমাকে সোজা পথে চালাও। [QE]
12. [QS]আমার শত্রুদের ইচ্ছায় আমাকে সমর্পণ কোরো না, [QE][QS2]দেখো, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীরা মাথা তুলছে, [QE][QS2]নিশ্বাসে তারা আমাকে হিংসার ভয় দেখাচ্ছে। [QE][PBR]
13. [QS]আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী, [QE][QS2]আমি জীবিতদের দেশে [QE][QS2]সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব। [QE]
14. [QS]সদাপ্রভুর অপেক্ষায় থাকো; [QE][QS2]শক্ত হও ও সাহস করো [QE][QS2]এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 27 / 150
1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ, তাই আমি কেন ভীত হব? সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ, তাই আমি কেন কম্পিত হব? 2 আমায় গ্রাস করতে যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে, আমার শত্রুরা ও আমার বিপক্ষরা হোঁচট খাবে ও পতিত হবে। 3 যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে, আমার হৃদয় ভয় করবে না; আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও, আমি আত্মবিশ্বাসী রইব। 4 সদাপ্রভুর কাছে আমার একটিই নিবেদন, যা আমি একান্তভাবে চাই, সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য তাঁর মন্দিরে তাঁকে অন্বেষণের উদ্দেশে, যেন আমি জীবনের সবকটি দিন সদাপ্রভুর গৃহে বসবাস করি। 5 কারণ সংকটের দিনে তিনি নিজের আবাসে আমায় সুরক্ষিত রাখবেন; তাঁর পবিত্র তাঁবুর আশ্রয়ে আমাকে লুকিয়ে রাখবেন, ও উঁচু পাথরের উপরে আমাকে স্থাপন করবেন। 6 তখন যেসব শত্রু আমাকে ঘিরে রয়েছে আমার মাথা তাদের উপরে উন্নত হবে; তাঁর পবিত্র তাঁবুতে আমি জয়ধ্বনির সাথে বলি উৎসর্গ করব; সদাপ্রভুর উদ্দেশে আমি গান করব ও সংগীত রচনা করব। 7 আমার কণ্ঠস্বর শ্রবণ করো, হে সদাপ্রভু, যখন আমি প্রার্থনা করি; আমার প্রতি করুণা করো ও আমায় উত্তর দাও। 8 তোমাকে নিয়ে আমার অন্তর বলে “তাঁর মুখ অন্বেষণ করো!” তোমার মুখ, হে সদাপ্রভু, আমি অন্বেষণ করি। 9 আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না, ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না; তুমিই আমার সহায়। আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না, ঈশ্বর আমার পরিত্রাতা। 10 যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে, সদাপ্রভু আমায় গ্রহণ করবেন। 11 হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও; আমার শত্রুদের কারণে, আমাকে সোজা পথে চালাও। 12 আমার শত্রুদের ইচ্ছায় আমাকে সমর্পণ কোরো না, দেখো, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীরা মাথা তুলছে, নিশ্বাসে তারা আমাকে হিংসার ভয় দেখাচ্ছে। 13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব। 14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো; শক্ত হও ও সাহস করো এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 27 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References