পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, [QE][QS2]এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই; [QE]
2. [QS]কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন [QE][QS2]আর জলধির উপর তা নির্মাণ করেছেন। [QE][PBR]
3. [QS]কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? [QE][QS2]কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে? [QE]
4. [QS]সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, [QE][QS2]যে প্রতিমায় আস্থা রাখে না [QE][QS2]অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না। [QE][PBR]
5. [QS]তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে [QE][QS2]এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে। [QE]
6. [QS]এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, [QE][QS2]তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর। [QE][PBR]
7. [QS]হে দ্বারসকল, মাথা তুলে দেখো; [QE][QS2]হে প্রাচীন দরজা, উত্থিত হও, [QE][QS2]যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন। [QE]
8. [QS]কে এই গৌরবের রাজা? [QE][QS2]সদাপ্রভু শক্তিশালী ও বলবান, [QE][QS2]সদাপ্রভু যুদ্ধে বলবান। [QE]
9. [QS]হে দ্বারসকল, মাথা তুলে দেখো; [QE][QS2]হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, [QE][QS2]যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন। [QE]
10. [QS]কে এই গৌরবের রাজা? [QE][QS2]তিনি সর্বশক্তিমান সদাপ্রভু [QE][QS2]তিনি গৌরবের রাজা। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 24 / 150
1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই; 2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন আর জলধির উপর তা নির্মাণ করেছেন। 3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে? 4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না। 5 তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে। 6 এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর। 7 হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন। 8 কে এই গৌরবের রাজা? সদাপ্রভু শক্তিশালী ও বলবান, সদাপ্রভু যুদ্ধে বলবান। 9 হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন। 10 কে এই গৌরবের রাজা? তিনি সর্বশক্তিমান সদাপ্রভু তিনি গৌরবের রাজা।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 24 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References