পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য; [QE][QS2]আমার আর্তনাদ শোনো। [QE][QS]আমার প্রার্থনা শোনো, [QE][QS2]যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না। [QE]
2. [QS]তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো; [QE][QS2]যা সঠিক সেদিকে তোমার দৃষ্টি পড়ুক। [QE][PBR]
3. [QS]যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ, [QE][QS2]রাত্রে আমায় পরখ করেছ ও পরীক্ষা করেছ, [QE][QS]তুমি খুঁজে পাবে না যে আমি কোনও মন্দ সংকল্প করেছি; [QE][QS2]আমার মুখ অপরাধ করেনি। [QE]
4. [QS]যদিও লোকেরা আমাকে ঘুস দিতে চেয়েছিল, [QE][QS2]তোমার মুখের বাক্য দিয়ে [QE][QS2]আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি। [QE]
5. [QS]আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি, [QE][QS2]এবং আমি হোঁচট খাইনি। [QE][PBR]
6. [QS]আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে; [QE][QS2]আমার দিকে কর্ণপাত করো ও আমার প্রার্থনা শোনো। [QE]
7. [QS]তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও, [QE][QS2]যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয় [QE][QS2]তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো। [QE]
8. [QS]আমাকে তোমার চোখের মণি করে রাখো; [QE][QS2]তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো। [QE]
9. [QS]দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও [QE][QS2]হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে, [QE][QS2]তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। [QE][PBR]
10. [QS]তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে, [QE][QS2]এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে। [QE]
11. [QS]তারা আমার পথ অনুসরণ করেছে ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে; [QE][QS2]আমাকে ধরাশায়ী করার জন্য তাদের দৃষ্টি স্থির রেখেছে। [QE]
12. [QS]ওরা শিকারের জন্য ক্ষুধার্ত সিংহের মতো, [QE][QS2]হিংস্র সিংহের মতো যারা আড়ালে ওৎ পেতে থাকে। [QE][PBR]
13. [QS]জেগে ওঠো, হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো; [QE][QS2]তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো। [QE]
14. [QS]হে সদাপ্রভু, তোমার হাতের শক্তি দিয়ে ওইসব লোক থেকে আমাকে বাঁচাও, [QE][QS2]জাগতিক মানুষদের থেকে, যাদের পুরস্কার এই জগতেই। [QE][QS]কিন্তু তোমার প্রিয়জনদের ক্ষুধা তুমি মেটাও। [QE][QS2]তাদের সন্তানদের যেন প্রচুর থাকে, [QE][QS2]তাদের বংশধরদের জন্য যেন অধিকারের অংশ থাকে। [QE][PBR]
15. [QS]কিন্তু আমি ধার্মিকতায় তোমার মুখদর্শন করব; [QE][QS2]যখন আমি জেগে উঠব, আমি তোমার মুখদর্শন করব আর সন্তুষ্ট হব। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 17 / 150
1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য; আমার আর্তনাদ শোনো। আমার প্রার্থনা শোনো, যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না। 2 তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো; যা সঠিক সেদিকে তোমার দৃষ্টি পড়ুক। 3 যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ, রাত্রে আমায় পরখ করেছ ও পরীক্ষা করেছ, তুমি খুঁজে পাবে না যে আমি কোনও মন্দ সংকল্প করেছি; আমার মুখ অপরাধ করেনি। 4 যদিও লোকেরা আমাকে ঘুস দিতে চেয়েছিল, তোমার মুখের বাক্য দিয়ে আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি। 5 আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি, এবং আমি হোঁচট খাইনি। 6 আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে; আমার দিকে কর্ণপাত করো ও আমার প্রার্থনা শোনো। 7 তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও, যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয় তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো। 8 আমাকে তোমার চোখের মণি করে রাখো; তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো। 9 দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। 10 তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে, এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে। 11 তারা আমার পথ অনুসরণ করেছে ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে; আমাকে ধরাশায়ী করার জন্য তাদের দৃষ্টি স্থির রেখেছে। 12 ওরা শিকারের জন্য ক্ষুধার্ত সিংহের মতো, হিংস্র সিংহের মতো যারা আড়ালে ওৎ পেতে থাকে। 13 জেগে ওঠো, হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো; তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো। 14 হে সদাপ্রভু, তোমার হাতের শক্তি দিয়ে ওইসব লোক থেকে আমাকে বাঁচাও, জাগতিক মানুষদের থেকে, যাদের পুরস্কার এই জগতেই। কিন্তু তোমার প্রিয়জনদের ক্ষুধা তুমি মেটাও। তাদের সন্তানদের যেন প্রচুর থাকে, তাদের বংশধরদের জন্য যেন অধিকারের অংশ থাকে। 15 কিন্তু আমি ধার্মিকতায় তোমার মুখদর্শন করব; যখন আমি জেগে উঠব, আমি তোমার মুখদর্শন করব আর সন্তুষ্ট হব।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 17 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References