পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়, [QE][QS2]আমার দৃষ্টি উদ্ধত নয়; [QE][QS]নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না [QE][QS2]আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না। [QE]
2. [QS]কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি, [QE][QS2]স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না, [QE][QS2]স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত। [QE][PBR]
3. [QS]হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো [QE][QS2]এখন এবং চিরকালের জন্য রাখো। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 131 / 150
1 হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়; নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না। 2 কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি, স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না, স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত। 3 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো এখন এবং চিরকালের জন্য রাখো।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 131 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References