পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে? [QE][QS2]আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে? [QE]
2. [QS]আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব [QE][QS2]এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে? [QE][QS2]আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে? [QE][PBR]
3. [QS]আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর। [QE][QS2]আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব, [QE]
4. [QS]এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,” [QE][QS2]এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে। [QE][PBR]
5. [QS]কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি, [QE][QS2]আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে। [QE]
6. [QS]আমি সদাপ্রভুর প্রশংসা করব, [QE][QS2]কারণ তিনি আমার মঙ্গল করেছেন। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 13 / 150
1 আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে? আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে? 2 আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে? আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে? 3 আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর। আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব, 4 এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,” এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে। 5 কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি, আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে। 6 আমি সদাপ্রভুর প্রশংসা করব, কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 13 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References