পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়, [QE][QS2]কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, [QE][QS2]তোমার প্রেম ও বিশ্বস্ততার কারণে। [QE][PBR]
2. [QS]জাতিরা কেন বলে, [QE][QS2]“তাদের ঈশ্বর কোথায়?” [QE]
3. [QS]আমাদের ঈশ্বর স্বর্গে আছেন; [QE][QS2]তিনি তাঁর ইচ্ছামতোই কাজ করেন। [QE]
4. [QS]কিন্তু তাদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি, [QE][QS2]মানুষের হাতে গড়া। [QE]
5. [QS]তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, [QE][QS2]চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না। [QE]
6. [QS]তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না, [QE][QS2]নাক আছে, কিন্তু তারা গন্ধ পায় না। [QE]
7. [QS]হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না, [QE][QS2]পা আছে, কিন্তু তারা চলতে পারে না, [QE][QS2]এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না। [QE]
8. [QS]যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, [QE][QS2]আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে। [QE][PBR]
9. [QS]হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— [QE][QS2]তিনি তাদের সহায় ও ঢাল। [QE]
10. [QS]হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— [QE][QS2]তিনি তাদের সহায় ও ঢাল। [QE]
11. [QS]তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো— [QE][QS2]তিনি তাদের সহায় ও ঢাল। [QE][PBR]
12. [QS]সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন: [QE][QS2]তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, [QE][QS2]তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন, [QE]
13. [QS]তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে— [QE][QS2]ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন। [QE][PBR]
14. [QS]সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, [QE][QS2]তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি। [QE]
15. [QS]তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত, [QE][QS2]তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। [QE][PBR]
16. [QS]সর্বোচ্চ আকাশমণ্ডল সদাপ্রভুর, [QE][QS2]কিন্তু তিনি এই পৃথিবী মানুষের হাতে তুলে দিয়েছেন। [QE]
17. [QS]যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে [QE][QS2]তারা সদাপ্রভুর প্রশংসা করে না। [QE]
18. [QS]কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব, [QE][QS2]এখন ও অনন্তকাল পর্যন্ত। [QE][PBR] [QS]সদাপ্রভুর প্রশংসা করো। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 115 / 150
1 আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার প্রেম ও বিশ্বস্ততার কারণে। 2 জাতিরা কেন বলে, “তাদের ঈশ্বর কোথায়?” 3 আমাদের ঈশ্বর স্বর্গে আছেন; তিনি তাঁর ইচ্ছামতোই কাজ করেন। 4 কিন্তু তাদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি, মানুষের হাতে গড়া। 5 তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না। 6 তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না, নাক আছে, কিন্তু তারা গন্ধ পায় না। 7 হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না, পা আছে, কিন্তু তারা চলতে পারে না, এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না। 8 যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে। 9 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল। 10 হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল। 11 তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল। 12 সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন: তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন, 13 তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে— ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন। 14 সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি। 15 তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত, তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। 16 সর্বোচ্চ আকাশমণ্ডল সদাপ্রভুর, কিন্তু তিনি এই পৃথিবী মানুষের হাতে তুলে দিয়েছেন। 17 যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে তারা সদাপ্রভুর প্রশংসা করে না। 18 কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব, এখন ও অনন্তকাল পর্যন্ত। সদাপ্রভুর প্রশংসা করো।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 115 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References