পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
সামসঙ্গীত
1. [QS]সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো। [QE]
2. [QS2]মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো; [QE][QS2]আনন্দগান সহকারে তাঁর সামনে এসো। [QE]
3. [QS]তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর। [QE][QS2]তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই; [QE][QS2]আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ। [QE][PBR]
4. [QS]ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে [QE][QS2]এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; [QE][QS2]তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো। [QE]
5. [QS]কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী; [QE][QS2]তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী। [QE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 100 / 150
1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো। 2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো; আনন্দগান সহকারে তাঁর সামনে এসো। 3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই; আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ। 4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো। 5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী; তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 100 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References