পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
যোশুয়া
1. {#1পরাজিত রাজাদের তালিকা } [LS4] এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল: [LE][PBR]
2. ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন। [LE][LS2]অর্ণোন গিরিখাতের প্রান্তে অরোয়ের থেকে—গিরিখাতের মাঝামাঝি থেকে—অম্মোনীয়দের সীমানারূপে চিহ্নিত যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তাঁর শাসনাধীন ছিল। গিলিয়দের অর্ধেক অংশও এর অন্তর্ভুক্ত। [LE]
3. [LS2] এছাড়াও গালীল সাগর[* হিব্রু ভাষায়, কিন্নেরত ] থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল। [LE]
4. আর বাশনের রাজা সেই ওগের এলাকা, যিনি রফায়ীয়দের শেষদিকের একজন রাজা, ও যিনি অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। [LE]
5. [LS2] হর্মোণ পর্বত, সল্‌খা, গশূর ও মাখার লোকদের সীমানা পর্যন্ত সমস্ত বাশন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত গিলিয়দের অর্ধেক অংশ তাঁর শাসনাধীন ছিল। [LE][PBR]
6. [LS2] সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন। [LE][PBR]
7. [PS]জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন।
8. এই দেশগুলিতে পার্বত্য প্রদেশ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ, অরাবা, পর্বতের ঢাল, মরুপ্রান্তর ও নেগেভ যুক্ত ছিল। এগুলি হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ। [LE][PBR] [LS4]এঁরাই সেইসব রাজা: [LE][PBR]
9. যিরীহোর রাজা একজন (বেথেলের নিকটবর্তী) অয়ের রাজা একজন
10. জেরুশালেমের রাজা একজন হিব্রোণের রাজা একজন
11. যর্মূতের রাজা একজন লাখীশের রাজা একজন
12. ইগ্লোনের রাজা একজন গেষরের রাজা একজন
13. দবীরের রাজা একজন গেদরের রাজা একজন
14. হর্মার রাজা একজন অরাদের রাজা একজন
15. লিব্‌নার রাজা একজন অদুল্লমের রাজা একজন
16. মক্কেদার রাজা একজন বেথেলের রাজা একজন
17. তপূহের রাজা একজন হেফরের রাজা একজন
18. অফেকের রাজা একজন লশারোণের রাজা একজন
19. মাদোনের রাজা একজন হাৎসোরের রাজা একজন
20. শিম্রোণ-মেরোণের রাজা একজন অক্‌ষফের রাজা একজন
21. তানকের রাজা একজন মগিদ্দোর রাজা একজন
22. কেদশের রাজা একজন কর্মিলে যক্নিয়ামের রাজা একজন
23. (নাফোৎ-দোরে) দোরের রাজা একজন গিল্‌গলে গয়িমের রাজা একজন
24. তির্সার রাজা একজন [PBR] মোট একত্রিশ জন রাজা।
Total 24 অধ্যায়গুলির, Selected অধ্যায় 12 / 24
পরাজিত রাজাদের তালিকা 1 এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল: 2 ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন। অর্ণোন গিরিখাতের প্রান্তে অরোয়ের থেকে—গিরিখাতের মাঝামাঝি থেকে—অম্মোনীয়দের সীমানারূপে চিহ্নিত যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তাঁর শাসনাধীন ছিল। গিলিয়দের অর্ধেক অংশও এর অন্তর্ভুক্ত। 3 এছাড়াও গালীল সাগর* হিব্রু ভাষায়, কিন্নেরত থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল। 4 আর বাশনের রাজা সেই ওগের এলাকা, যিনি রফায়ীয়দের শেষদিকের একজন রাজা, ও যিনি অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। 5 হর্মোণ পর্বত, সল্‌খা, গশূর ও মাখার লোকদের সীমানা পর্যন্ত সমস্ত বাশন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত গিলিয়দের অর্ধেক অংশ তাঁর শাসনাধীন ছিল। 6 সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন। 7 জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন। 8 এই দেশগুলিতে পার্বত্য প্রদেশ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ, অরাবা, পর্বতের ঢাল, মরুপ্রান্তর ও নেগেভ যুক্ত ছিল। এগুলি হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ। এঁরাই সেইসব রাজা: 9 যিরীহোর রাজা একজন (বেথেলের নিকটবর্তী) অয়ের রাজা একজন 10 জেরুশালেমের রাজা একজন হিব্রোণের রাজা একজন 11 যর্মূতের রাজা একজন লাখীশের রাজা একজন 12 ইগ্লোনের রাজা একজন গেষরের রাজা একজন 13 দবীরের রাজা একজন গেদরের রাজা একজন 14 হর্মার রাজা একজন অরাদের রাজা একজন 15 লিব্‌নার রাজা একজন অদুল্লমের রাজা একজন 16 মক্কেদার রাজা একজন বেথেলের রাজা একজন 17 তপূহের রাজা একজন হেফরের রাজা একজন 18 অফেকের রাজা একজন লশারোণের রাজা একজন 19 মাদোনের রাজা একজন হাৎসোরের রাজা একজন 20 শিম্রোণ-মেরোণের রাজা একজন অক্‌ষফের রাজা একজন 21 তানকের রাজা একজন মগিদ্দোর রাজা একজন 22 কেদশের রাজা একজন কর্মিলে যক্নিয়ামের রাজা একজন 23 (নাফোৎ-দোরে) দোরের রাজা একজন গিল্‌গলে গয়িমের রাজা একজন 24 তির্সার রাজা একজন মোট একত্রিশ জন রাজা।
Total 24 অধ্যায়গুলির, Selected অধ্যায় 12 / 24
×

Alert

×

Bengali Letters Keypad References