পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
যোব
1. {#1ইলীহূ } [PS]অতএব এই তিনজন ইয়োবকে আর কোনও উত্তর দিলেন না, যেহেতু তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক বলে মনে করেছিলেন।
2. কিন্তু রামের পরিবারভুক্ত বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপরে খুব ক্রুদ্ধ হলেন, যেহেতু ইয়োব ঈশ্বরের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন।
3. তিনি ইয়োবের তিন বন্ধুর উপরেও ক্রুদ্ধ হলেন, যেহেতু তারা কোনোভাবেই ইয়োবকে মিথ্যা প্রমাণিত করতে পারেননি, তবুও তাঁর[* অথবা, ঈশ্বরের ] উপরে দোষারোপ করেছিলেন।
4. এদিকে ইলীহূ ইয়োবের সাথে কথা বলার আগে অপেক্ষা করছিলেন, যেহেতু তারা সবাই বয়সে তাঁর চেয়ে বড়ো ছিলেন।
5. কিন্তু তিনি যখন দেখলেন যে সেই তিনজনের বলার আর কিছুই নেই, তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন। [PE]
6. [PS]অতএব বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বললেন: [PE][QS]“আমি বয়সে তরুণ, [QE][QS2]ও আপনারা প্রবীণ; [QE][QS]তাই আমার ভয় হয়েছিল, [QE][QS2]আমি যা জানি তা আপনাদের বলার সাহস পাইনি। [QE]
7. [QS]আমি ভেবেছিলাম, ‘বয়সই কথা বলুক; [QE][QS2]পরিণত বছরগুলিই প্রজ্ঞা শিক্ষা দিক।’ [QE]
8. [QS]কিন্তু একজন ব্যক্তির মধ্যে উপস্থিত আত্মা[† অথবা, ঈশ্বররূপী আত্মা ], [QE][QS2]সর্বশক্তিমানের শ্বাসই তাদের বুদ্ধি-বিবেচনা দান করে। [QE]
9. [QS]যারা বয়সে প্রাচীন[‡ অথবা, সংখ্যায় বেশি; বা, বিশিষ্টজন ] তারাই যে শুধু জ্ঞানবান, তা নয়, [QE][QS2]বয়স্করাই যে শুধু যা সমুচিত তা বোঝেন, এরকম নয়। [QE][PBR]
10. [QS]“তাই আমি বলছি: আমার কথা শুনুন; [QE][QS2]আমি যা জানি তা আমিও আপনাদের বলব। [QE]
11. [QS]আপনারা যখন কথা বলছিলেন, আমি তখন অপেক্ষা করেছিলাম, [QE][QS2]আমি আপনাদের যুক্তি শুনছিলাম; [QE][QS]আপনারা যখন শব্দ খুঁজছিলেন, [QE]
2. [QS2]আমি তখন গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলাম। [QE][QS]কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবকে ভ্রান্ত প্রমাণ করতে পারেননি; [QE][QS2]আপনাদের মধ্যে কেউই তাঁর যুক্তির উত্তর দিতে পারেননি। [QE]
13. [QS]বলবেন না, ‘আমরা প্রজ্ঞা খুঁজে পেয়েছি; [QE][QS2]মানুষ নয়, ঈশ্বরই তাঁকে মিথ্যা প্রমাণিত করুন।’ [QE]
14. [QS]কিন্তু ইয়োব আমার বিরুদ্ধে তাঁর শব্দগুলি বিন্যাস সহকারে সাজাননি, [QE][QS2]ও আপনাদের যুক্তি দিয়ে আমিও তাঁকে উত্তর দেব না। [QE][PBR]
15. [QS]“তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন ও তাদের আর কিছুই বলার ছিল না; [QE][QS2]তাদের শব্দ হারিয়ে গিয়েছিল। [QE]
16. [QS]আমি কি অপেক্ষা করব, এখন তারা যখন নীরব হয়ে আছেন, [QE][QS2]এখন তারা যখন সেখানে নিরুত্তর অবস্থায় দাঁড়িয়ে আছেন? [QE]
17. [QS]আমারও কিছু বলার আছে; [QE][QS2]আমি যা জানি তা আমিও বলব। [QE]
18. [QS]যেহেতু আমি কথায় পরিপূর্ণ, [QE][QS2]ও আমার অন্তরাত্মা আমাকে বাধ্য করছে; [QE]
19. [QS]ভিতর থেকে আমি বোতলে ভরা দ্রাক্ষারস, [QE][QS2]দ্রাক্ষারসে ভরা নতুন মশকের মতো, যা ফেটে পড়তে চলেছে। [QE]
20. [QS]আমাকে কথা বলতে ও উপশম পেতে হবে; [QE][QS2]ঠোঁট খুলে আমাকে উত্তর দিতে হবে। [QE]
21. [QS]আমি কোনও পক্ষপাতিত্ব দেখাব না, [QE][QS2]কাউকে তোষামোদও করব না; [QE]
22. [QS]যেহেতু আমি যদি তোষামোদিতে পারদর্শী হতাম, [QE][QS2]তবে আমার নির্মাতা অচিরেই আমাকে নিয়ে চলে যেতেন। [QE][PBR]

রেকর্ড

Total 42 অধ্যায়গুলির, Selected অধ্যায় 32 / 42
ইলীহূ 1 অতএব এই তিনজন ইয়োবকে আর কোনও উত্তর দিলেন না, যেহেতু তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক বলে মনে করেছিলেন। 2 কিন্তু রামের পরিবারভুক্ত বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপরে খুব ক্রুদ্ধ হলেন, যেহেতু ইয়োব ঈশ্বরের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন। 3 তিনি ইয়োবের তিন বন্ধুর উপরেও ক্রুদ্ধ হলেন, যেহেতু তারা কোনোভাবেই ইয়োবকে মিথ্যা প্রমাণিত করতে পারেননি, তবুও তাঁর* অথবা, ঈশ্বরের উপরে দোষারোপ করেছিলেন। 4 এদিকে ইলীহূ ইয়োবের সাথে কথা বলার আগে অপেক্ষা করছিলেন, যেহেতু তারা সবাই বয়সে তাঁর চেয়ে বড়ো ছিলেন। 5 কিন্তু তিনি যখন দেখলেন যে সেই তিনজনের বলার আর কিছুই নেই, তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন। 6 অতএব বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বললেন: “আমি বয়সে তরুণ, ও আপনারা প্রবীণ; তাই আমার ভয় হয়েছিল, আমি যা জানি তা আপনাদের বলার সাহস পাইনি। 7 আমি ভেবেছিলাম, ‘বয়সই কথা বলুক; পরিণত বছরগুলিই প্রজ্ঞা শিক্ষা দিক।’ 8 কিন্তু একজন ব্যক্তির মধ্যে উপস্থিত আত্মা অথবা, ঈশ্বররূপী আত্মা , সর্বশক্তিমানের শ্বাসই তাদের বুদ্ধি-বিবেচনা দান করে। 9 যারা বয়সে প্রাচীন অথবা, সংখ্যায় বেশি; বা, বিশিষ্টজন তারাই যে শুধু জ্ঞানবান, তা নয়, বয়স্করাই যে শুধু যা সমুচিত তা বোঝেন, এরকম নয়। 10 “তাই আমি বলছি: আমার কথা শুনুন; আমি যা জানি তা আমিও আপনাদের বলব। 11 আপনারা যখন কথা বলছিলেন, আমি তখন অপেক্ষা করেছিলাম, আমি আপনাদের যুক্তি শুনছিলাম; আপনারা যখন শব্দ খুঁজছিলেন, 2 আমি তখন গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলাম। কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবকে ভ্রান্ত প্রমাণ করতে পারেননি; আপনাদের মধ্যে কেউই তাঁর যুক্তির উত্তর দিতে পারেননি। 13 বলবেন না, ‘আমরা প্রজ্ঞা খুঁজে পেয়েছি; মানুষ নয়, ঈশ্বরই তাঁকে মিথ্যা প্রমাণিত করুন।’ 14 কিন্তু ইয়োব আমার বিরুদ্ধে তাঁর শব্দগুলি বিন্যাস সহকারে সাজাননি, ও আপনাদের যুক্তি দিয়ে আমিও তাঁকে উত্তর দেব না। 15 “তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন ও তাদের আর কিছুই বলার ছিল না; তাদের শব্দ হারিয়ে গিয়েছিল। 16 আমি কি অপেক্ষা করব, এখন তারা যখন নীরব হয়ে আছেন, এখন তারা যখন সেখানে নিরুত্তর অবস্থায় দাঁড়িয়ে আছেন? 17 আমারও কিছু বলার আছে; আমি যা জানি তা আমিও বলব। 18 যেহেতু আমি কথায় পরিপূর্ণ, ও আমার অন্তরাত্মা আমাকে বাধ্য করছে; 19 ভিতর থেকে আমি বোতলে ভরা দ্রাক্ষারস, দ্রাক্ষারসে ভরা নতুন মশকের মতো, যা ফেটে পড়তে চলেছে। 20 আমাকে কথা বলতে ও উপশম পেতে হবে; ঠোঁট খুলে আমাকে উত্তর দিতে হবে। 21 আমি কোনও পক্ষপাতিত্ব দেখাব না, কাউকে তোষামোদও করব না; 22 যেহেতু আমি যদি তোষামোদিতে পারদর্শী হতাম, তবে আমার নির্মাতা অচিরেই আমাকে নিয়ে চলে যেতেন।
Total 42 অধ্যায়গুলির, Selected অধ্যায় 32 / 42
×

Alert

×

Bengali Letters Keypad References