পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
যোব
1. [QS]আমার আত্মা ভেঙে খানখান হয়ে গিয়েছে, [QE][QS2]আমার আয়ুর দিনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে, [QE][QS2]কবর আমার জন্য অপেক্ষা করে আছে। [QE]
2. [QS]বিদ্রুপকারীরা নিশ্চয় আমাকে ঘিরে ধরেছে; [QE][QS2]তাদের বিরোধিতা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি। [QE][PBR]
3. [QS]“হে ঈশ্বর, আমার কাছে অঙ্গীকার করো। [QE][QS2]আর কে-ই বা আমার জন্য জামিনদার হবে? [QE]
4. [QS]তুমি তাদের বুদ্ধি-বিবেচনা লোপ পেতে দিয়েছ; [QE][QS2]তাই তুমি তাদের জয়লাভ করতে দেবে না। [QE]
5. [QS]যদি কেউ পুরস্কার লাভের আশায় তাদের বন্ধুদের নিন্দা করে, [QE][QS2]তবে তাদের সন্তানদের চোখ নিষ্প্রভ হয়ে যাবে। [QE][PBR]
6. [QS]“ঈশ্বর সকলের কাছে আমাকে নিন্দার এক পাত্রে পরিণত করেছেন, [QE][QS2]আমি এমন এক মানুষ যার মুখে সবাই থুতু দেয়। [QE]
7. [QS]বিষাদে আমার চোখ অস্পষ্ট হয়ে গিয়েছে; [QE][QS2]আমার সমগ্র শরীর নিছক এক ছায়ামাত্র। [QE]
8. [QS]ন্যায়পরায়ণ লোকেরা তা দেখে হতভম্ব হয়ে যায়; [QE][QS2]নিরীহ লোকেরা অধার্মিকদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। [QE]
9. [QS]তা সত্ত্বেও, ধার্মিকেরা নিজেদের পথ ধরে এগিয়ে যাবে, [QE][QS2]ও যাদের হাত শুচিশুদ্ধ, তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে। [QE][PBR]
10. [QS]“কিন্তু তোমরা সবাই এসো, আবার চেষ্টা করো! [QE][QS2]আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানবান দেখছি না। [QE]
11. [QS]আমার দিন শেষ হয়েছে, আমার পরিকল্পনাগুলি ভেঙে খানখান হয়ে গিয়েছে। [QE][QS2]তবুও আমার হৃদয়ের বাসনাগুলি [QE]
12. [QS]রাতকে দিনে পরিণত করে; [QE][QS2]অন্ধকার সরাসরি আলোর কাছে চলে আসে। [QE]
13. [QS]যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই, [QE][QS2]যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি, [QE]
14. [QS]যদি দুর্নীতিকে আমি বলি, ‘তুমি আমার বাবা,’ [QE][QS2]ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’ [QE]
15. [QS]তবে কোথায় আমার আশা— [QE][QS2]আমার আশা কে দেখতে পাবে? [QE]
16. [QS]তা কি মৃত্যুদুয়ারে নেমে যাবে? [QE][QS2]আমরা সবাই কি একসাথে ধুলোয় মিশে যাব?” [QE]

রেকর্ড

Total 42 অধ্যায়গুলির, Selected অধ্যায় 17 / 42
1 আমার আত্মা ভেঙে খানখান হয়ে গিয়েছে, আমার আয়ুর দিনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে, কবর আমার জন্য অপেক্ষা করে আছে। 2 বিদ্রুপকারীরা নিশ্চয় আমাকে ঘিরে ধরেছে; তাদের বিরোধিতা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি। 3 “হে ঈশ্বর, আমার কাছে অঙ্গীকার করো। আর কে-ই বা আমার জন্য জামিনদার হবে? 4 তুমি তাদের বুদ্ধি-বিবেচনা লোপ পেতে দিয়েছ; তাই তুমি তাদের জয়লাভ করতে দেবে না। 5 যদি কেউ পুরস্কার লাভের আশায় তাদের বন্ধুদের নিন্দা করে, তবে তাদের সন্তানদের চোখ নিষ্প্রভ হয়ে যাবে। 6 “ঈশ্বর সকলের কাছে আমাকে নিন্দার এক পাত্রে পরিণত করেছেন, আমি এমন এক মানুষ যার মুখে সবাই থুতু দেয়। 7 বিষাদে আমার চোখ অস্পষ্ট হয়ে গিয়েছে; আমার সমগ্র শরীর নিছক এক ছায়ামাত্র। 8 ন্যায়পরায়ণ লোকেরা তা দেখে হতভম্ব হয়ে যায়; নিরীহ লোকেরা অধার্মিকদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। 9 তা সত্ত্বেও, ধার্মিকেরা নিজেদের পথ ধরে এগিয়ে যাবে, ও যাদের হাত শুচিশুদ্ধ, তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে। 10 “কিন্তু তোমরা সবাই এসো, আবার চেষ্টা করো! আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানবান দেখছি না। 11 আমার দিন শেষ হয়েছে, আমার পরিকল্পনাগুলি ভেঙে খানখান হয়ে গিয়েছে। তবুও আমার হৃদয়ের বাসনাগুলি 12 রাতকে দিনে পরিণত করে; অন্ধকার সরাসরি আলোর কাছে চলে আসে। 13 যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই, যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি, 14 যদি দুর্নীতিকে আমি বলি, ‘তুমি আমার বাবা,’ ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’ 15 তবে কোথায় আমার আশা— আমার আশা কে দেখতে পাবে? 16 তা কি মৃত্যুদুয়ারে নেমে যাবে? আমরা সবাই কি একসাথে ধুলোয় মিশে যাব?”
Total 42 অধ্যায়গুলির, Selected অধ্যায় 17 / 42
×

Alert

×

Bengali Letters Keypad References