1. {#1মোয়াব দেশ সম্পর্কে একটি বার্তা } [PS]মোয়াব সম্পর্কে: [PE][PBR] [PS]বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: [PE][QS]“ধিক্ নেবোকে, কারণ তা ধ্বংস হবে। [QE][QS2]কিরিয়াথয়িম অপমানিত ও পরহস্তগত হবে; [QE][QS2]সেই দুর্গ[* হিব্রু: মিস্গব। ] অবনমিত ও ভেঙে ফেলা হবে। [QE]
2. [QS]মোয়াবের আর প্রশংসা করা হবে না; [QE][QS2]হিষ্বোনে লোকেরা তার পতনের ষড়যন্ত্র করবে: [QE][QS2]‘এসো, আমরা ওই জাতিকে শেষ করে দিই।’ [QE][QS]ম্যাদমেন,[† ম্যাদমেন শব্দটি হিব্রু “নীরব” শব্দটির মতো শোনায়। শব্দটি ইংরেজি “ম্যাড্মেন” শব্দের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ] তোমারও মুখ বন্ধ করা হবে; [QE][QS2]তরোয়াল তোমার পশ্চাদ্ধাবন করবে। [QE]
3. [QS]হোরোণয়িম থেকে কান্নার শব্দ শোনো, [QE][QS2]সর্বনাশ ও মহাবিনাশের কান্না। [QE]
4. [QS]মোয়াবকে ভেঙে ফেলা হবে; [QE][QS2]তার ছোটো শিশুরা[‡ গ্রিক সংস্করণে বলা হয়েছে: তার কান্না সুদূর সোয়র পর্যন্ত শোনা যাচ্ছে। ] কেঁদে উঠবে। [QE]
5. [QS]তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, [QE][QS2]ওঠার সময় তারা তীব্র রোদন করে; [QE][QS]হোরোণয়িমের নেমে যাওয়ার পথে [QE][QS2]বিনাশের জন্য মনস্তাপের কান্না শোনা যাচ্ছে। [QE]
6. [QS]তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও; [QE][QS2]তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের[§ বা, অরোয়েরের মতো হও। মূল হিব্রু শব্দটির অর্থ অনিশ্চিত। ] মতো হও। [QE]
7. [QS]তোমাদের নির্ভরতা ছিল তোমাদের কৃতকর্ম ও ঐশ্বর্যের উপর, [QE][QS2]তোমাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হবে, [QE][QS]কমোশ-দেবতা নির্বাসনে যাবে [QE][QS2]তার পুরোহিত ও কর্মকর্তা সমেত। [QE]
8. [QS]বিনাশক সব নগরের বিরুদ্ধে আসবে, [QE][QS2]কোনো নগরই রক্ষা পাবে না, [QE][QS]তলভূমি বিনষ্ট হবে [QE][QS2]এবং সমভূমি উচ্ছিন্ন হবে, [QE][QS2]কারণ সদাপ্রভু এই কথা বলেছেন। [QE]
9. [QS]মোয়াবের ভূমিতে লবণ ছড়িয়ে দাও, [QE][QS2]কারণ সে পরিত্যক্ত পড়ে থাকবে;[* অথবা, “মোয়াবকে দুটি ডানা দাও, কারণ সে উড়ে পালিয়ে যাবে।” ] [QE][QS]তার নগরগুলি হবে জনমানবহীন, [QE][QS2]আর কেউই তার মধ্যে বসবাস করবে না। [QE][PBR]
10. [QS]“অভিশপ্ত হোক সেই মানুষ, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে! [QE][QS2]অভিশপ্ত হোক সেই জন, যে তার তরোয়ালকে রক্তপাত করতে না দেয়! [QE][PBR]
11. [QS]“মোয়াব তার যৌবনকাল থেকে বিশ্রাম ভোগ করেছে, [QE][QS2]যেভাবে দ্রাক্ষারস তার তলানির উপরে স্থির থাকে, [QE][QS]যখন এক পাত্র থেকে অন্য পাত্রে তা ঢালা হয় না, [QE][QS2]সে কখনও নির্বাসনে যায়নি। [QE][QS]তাই তার স্বাদ পূর্বের মতোই থেকে গেছে, [QE][QS2]তার সুগন্ধের পরিবর্তন হয়নি।” [QE]
12. [QS]সদাপ্রভু ঘোষণা করেন, “কিন্তু সেদিন আসন্ন, [QE][QS]আমি তাদের প্রেরণ করব, যারা পাত্র থেকে ঢেলে দেয়, [QE][QS2]আর তারা তাকে ঢেলে দেবে; [QE][QS]তারা তার পাত্রগুলি খালি করবে [QE][QS2]ও ঢালবার জগগুলি চুরমার করবে। [QE]
13. [QS]তখন মোয়াব কমোশ-দেবতার জন্য লজ্জিত হবে, [QE][QS2]যেমন ইস্রায়েলের কুল লজ্জিত হয়েছিল [QE][QS2]যখন তারা বেথেলে স্থাপিত দেবতায় নির্ভর করেছিল। [QE][PBR]
14. [QS]“তোমরা কেমন করে বলতে পারো, ‘আমরা যোদ্ধা, [QE][QS2]যুদ্ধে আমরা বীরত্ব দেখিয়েছি’? [QE]
15. [QS]মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে; [QE][QS2]তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,” [QE][QS2]রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু। [QE]
16. [QS]“মোয়াবের পতন এসে পড়েছে; [QE][QS2]দ্রুত এসে পড়বে তার দুর্যোগ। [QE]
17. [QS]তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, [QE][QS2]তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। [QE][QS]বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, [QE][QS2]সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’ [QE][PBR]
18. [QS]“দীবোন-কন্যার অধিবাসীরা, [QE][QS]তোমরা মহিমার আসন থেকে নেমে এসো [QE][QS2]ও শুকনো মাটির উপরে বসে পড়ো, [QE][QS]কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, [QE][QS2]তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন [QE][QS2]ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন। [QE]
19. [QS]তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, [QE][QS2]তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। [QE][QS]পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, [QE][QS2]তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’ [QE]
20. [QS]মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে ভেঙে পড়েছে। [QE][QS2]তোমরা বিলাপ করো ও কান্নায় ভেঙে পড়ো! [QE][QS]অর্ণোন নদীর তীরে ঘোষণা করো, [QE][QS2]মোয়াব ধ্বংস হয়েছে। [QE]
21. [QS]সমভূমিতে বিচারদণ্ড এসে গেছে— [QE][QS2]হোলন, যহস ও মেফাতে, [QE]
2. [QS2]দীবোন, নেবো ও বেথ-দিব্লাথয়িমে, [QE]
2. [QS2]কিরিয়াথয়িম, বেথ-গামূল ও বেথ-মিয়োনে, [QE]
2. [QS2]করিয়োৎ ও বস্রায়— [QE][QS2]দূরে ও নিকটে, মোয়াবের সব নগরে। [QE]
25. [QS]মোয়াবের শৃঙ্গ[† “শৃঙ্গ” এখানে শক্তির প্রতীক। ] কেটে ফেলা হয়েছে; [QE][QS2]তার হাত ভেঙে গেছে,” [QE][QS2]সদাপ্রভু এই কথা বলেন। [QE][PBR]
26. [QS]“তাকে মত্ত করো, [QE][QS2]কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে। [QE][QS]মোয়াব তার বমিতে গড়াগড়ি দিক, [QE][QS2]সে সকলের বিদ্রুপের পাত্র হোক। [QE]
27. [QS]ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না? [QE][QS2]সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল [QE][QS]যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে, [QE][QS2]যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা? [QE]
28. [QS]তোমরা যারা মোয়াবে বসবাস করো, [QE][QS2]তোমরা নগরগুলি ছেড়ে বড়ো বড়ো পাথরের মধ্যে গিয়ে থাকো। [QE][QS]তোমরা কপোতের মতো হও, [QE][QS2]যে তার বাসা গুহার মুখে তৈরি করে। [QE][PBR]
29. [QS]“আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, [QE][QS2]তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা, [QE][QS]তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য [QE][QS2]এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা। [QE]
30. [QS]আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, [QE][QS2]“তার দর্প কোনো কাজের নয়। [QE]
31. [QS]তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি, [QE][QS2]সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি, [QE][QS2]কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি। [QE]
32. [QS]ওহে সিব্মার দ্রাক্ষালতা সব, [QE][QS2]আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে। [QE][QS]তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত; [QE][QS2]সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। [QE][QS]বিনাশকারীরা হামলে পড়েছে [QE][QS2]তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর। [QE]
33. [QS]মোয়াবের ফলের বাগান ও মাঠ থেকে [QE][QS2]আনন্দ ও আমোদ অন্তর্হিত হয়েছে। [QE][QS]আমি মাড়াই যন্ত্রগুলি থেকে আঙুররসের প্রবাহ বন্ধ করেছি; [QE][QS2]কেউই তা আনন্দরবের সঙ্গে মাড়াই করে না। [QE][QS]যদিও সেখানে চিৎকারের শব্দ শোনা যায়, [QE][QS2]সেগুলি কিন্তু আনন্দের ধ্বনি নয়। [QE][PBR]
34. [QS]“তাদের কান্নার শব্দ বৃদ্ধি পাচ্ছে [QE][QS2]হিষ্বোন থেকে ইলিয়ালী ও যহস পর্যন্ত, [QE][QS]সোয়র থেকে হোরোণয়িম ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত, [QE][QS2]কারণ এমনকি, নিম্রীমের জলও শুকিয়ে গেছে। [QE]
35. [QS]মোয়াবে যারা উঁচু স্থানগুলিতে নৈবেদ্য উৎসর্গ করে, [QE][QS2]যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করে, [QE][QS2]আমি তাদের শেষ করে দেব,” সদাপ্রভু এই কথা বলেন। [QE]
36. [QS]“তাই আমার প্রাণ মোয়াবের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে; [QE][QS2]তা কীর্-হেরসের লোকদের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে। [QE][QS]তাদের আহরিত ঐশ্বর্য শেষ হয়েছে। [QE]
37. [QS]সবার মস্তক মুণ্ডন করা, [QE][QS2]প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে; [QE][QS]প্রত্যেকের হাত অস্ত্রের আঘাতে ফালাফালা করা হয়েছে, [QE][QS2]তাদের সবার কোমরে রয়েছে শোকের কাপড় জড়ানো। [QE]
38. [QS]মোয়াবের সমস্ত গৃহের ছাদে [QE][QS2]এবং প্রকাশ্য স্থানের চকগুলিতে, [QE][QS]কেবলমাত্র শোকের ধ্বনি ছাড়া আর কিছু নেই, [QE][QS]কারণ আমি মোয়াবকে ভেঙে ফেলেছি, [QE][QS2]কোনো পাত্রের মতো, যা আর কেউ চায় না,” [QE][QS2]একথা সদাপ্রভু বলেন। [QE]
39. [QS]“সে কেমন চূর্ণ হয়েছে! তারা কেমন বিলাপ করে! [QE][QS2]মোয়াব কেমন লজ্জায় তার পিঠ ফেরায়! [QE][QS]মোয়াব হয়েছে এক উপহাসের পাত্র, [QE][QS2]তার চারপাশের লোকদের কাছে এক বিভীষিকার মতো।” [QE]
40. [PS]সদাপ্রভু এই কথা বলেন: [QE][QS]“দেখো, মোয়াবের উপরে ডানা বিস্তার করে [QE][QS2]এক ঈগল নিচে নেমে আসছে। [QE]
41. [QS]এর নগরগুলি[‡ হিব্রু: করিয়োৎ ] অধিকৃত হবে, [QE][QS2]এর দুর্গগুলির দখল নেওয়া হবে। [QE][QS]সেদিন মোয়াবের যোদ্ধাদের হৃদয় [QE][QS2]প্রসববেদনাগ্রস্ত নারীর মতো হবে। [QE]
42. [QS]মোয়াব জাতিগতভাবে বিনষ্ট হবে, [QE][QS2]কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে। [QE]
43. [QS]ওহে মোয়াবের জনগণ, [QE][QS2]আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” [QE][QS2]সদাপ্রভু এই কথা বলেন। [QE]
44. [QS]“আতঙ্ক থেকে যে পালায়, [QE][QS2]সে গর্তে পড়ে যাবে, [QE][QS]যে গর্ত থেকে উঠে আসে, [QE][QS2]সে ফাঁদে ধরা পড়বে; [QE][QS]কারণ আমি মোয়াবের উপরে [QE][QS2]তার শাস্তির বছর নিয়ে আসব,” [QE][QS2]সদাপ্রভু এই কথা বলেন। [QE][PBR]
45. [QS]“পলাতকেরা হিষ্বোনের ছায়াতলে [QE][QS2]অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, [QE][QS]কারণ হিষ্বোন থেকে একটি আগুন বের হয়েছে, [QE][QS2]সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; [QE][QS]তা দগ্ধ করবে মোয়াবের কপাল [QE][QS2]ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি। [QE]
46. [QS]হে মোয়াব, ধিক্ তোমাকে! [QE][QS]কমোশ-দেবতার লোকেরা ধ্বংস হয়েছে; [QE][QS]তোমার পুত্রেরা নির্বাসিত হয়েছে [QE][QS2]ও তোমার কন্যারা বন্দি হয়েছে। [QE][PBR]
47. [QS]“তবুও, ভবিষ্যৎকালে [QE][QS2]আমি মোয়াবের অবস্থার পরিবর্তন ঘটাব,” [QE][QS2]সদাপ্রভু এই কথা বলেন। [QE][PS]মোয়াবের বিচারদণ্ডের কথা এই পর্যন্ত। [QE][PBR]