1. {#1এক প্রশংসাগীতি } [PS]সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে: [PE][QS]আমাদের আছে এক দৃঢ় নগর; [QE][QS2]আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত[* দুর্গপ্রকার হল আত্মরক্ষার জন্য নির্মিত উপরে প্রশস্ত সমতল পথযুক্ত প্রাচীর। ] আছি। [QE]
2. [QS]এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাও [QE][QS2]যেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে, [QE][QS2]সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে। [QE]
3. [QS]তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে, [QE][QS2]যার মন সুস্থির, [QE][QS2]কারণ সে তোমার উপরে নির্ভর করে। [QE]
4. [QS]তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো, [QE][QS2]কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল। [QE]
5. [QS]যারা উচ্চ স্থানে বসবাস করে, তিনি তাদের অবনত করেন, [QE][QS2]তিনি উঁচুতে থাকা সেই নগরীকে নামিয়ে আনেন; [QE][QS]তিনি তাকে ধরাশায়ী করেন, [QE][QS2]এমনকি, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন। [QE]
6. [QS]অত্যাচারী ব্যক্তিদের পা, [QE][QS2]দরিদ্রদের পদক্ষেপ [QE][QS2]সেই নগরকে পদদলিত করছে। [QE][PBR]
7. [QS]ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ; [QE][QS2]ও ন্যায়বান ব্যক্তি, তুমি ধার্মিকের পথ মসৃণ করো। [QE]
8. [QS]হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্য [QE][QS2]আমরা অপেক্ষা করে আছি; [QE][QS]তোমার নাম ও সুখ্যাতিই [QE][QS2]আমাদের মনের আকাঙ্ক্ষা। [QE]
9. [QS]রাত্রে আমার প্রাণ তোমার জন্য আকুল হয়; [QE][QS2]সকালে আমার আত্মা তোমার অপেক্ষা করে। [QE][QS]তোমার ন্যায়বিচার যখন পৃথিবীর উপরে নেমে আসে, [QE][QS2]জগতের লোকেরা তখন ধার্মিকতা শিক্ষা করে। [QE]
10. [QS]যদিও দুষ্টদের প্রতি অনুগ্রহ প্রদর্শিত হয়, [QE][QS2]তারা ধার্মিকতা শিক্ষা করে না; [QE][QS]এমনকি, সততার দেশেও তারা মন্দ কর্ম করে যায় [QE][QS2]এবং সদাপ্রভুর মাহাত্ম্যকে মর্যাদা দেয় না। [QE]
11. [QS]হে সদাপ্রভু, তোমার হাত উত্তোলিত হয়েছে, [QE][QS2]কিন্তু তারা তা দেখতে পায় না। [QE][QS]তোমার প্রজাদের জন্য তারা তোমার উদ্যম দেখুক ও লজ্জিত হোক; [QE][QS2]তোমার শত্রুদের জন্য সংরক্ষিত আগুন তাদের গ্রাস করুক। [QE][PBR]
12. [QS]হে সদাপ্রভু, তুমি আমাদের জন্য শান্তি প্রতিষ্ঠিত করো; [QE][QS2]আমরা যা কিছু করতে পেরেছি, সবই তুমি আমাদের জন্য করেছ। [QE]
13. [QS]হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের শাসন করেছে, [QE][QS2]কিন্তু আমরা কেবলমাত্র তোমার নামকেই সম্মান করি। [QE]
14. [QS]তারা তো এখন মৃত, তারা আর জীবিত নেই; [QE][QS2]ওই মৃত আত্মাগুলি আর উত্থিত হবে না। [QE][QS]তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করেছ; [QE][QS2]তুমি তাদের সমস্ত স্মৃতি লোপ করেছ। [QE]
15. [QS]হে সদাপ্রভু, তুমি এই জাতিকে বর্ধিত করেছ, [QE][QS2]তুমি এই জাতিকে বর্ধিত করেছ। [QE][QS]তুমি নিজের জন্য গৌরব অর্জন করেছ, [QE][QS2]তুমি দেশের চারদিকের সীমানা বর্ধিত করেছ। [QE][PBR]
16. [QS]হে সদাপ্রভু, তারা তাদের দুর্দশায় তোমার কাছে এসেছিল; [QE][QS2]তুমি যখন তাদের শাস্তি দিয়েছিলে, [QE][QS2]তারা ফিসফিস করে কোনো প্রার্থনাও করতে পারেনি।[† হিব্রু এই বাক্যাংশটির অর্থ অনিশ্চিত। ] [QE]
17. [QS]আসন্নপ্রসবা নারী শিশু জন্ম দেওয়ার সময় [QE][QS2]যেমন ব্যথায় মোচড় খায় ও ক্রন্দন করে, [QE][QS2]তোমার সামনে, হে সদাপ্রভু, আমরাও তেমনই করেছি। [QE]
18. [QS]আমরা গর্ভধারণ করেছি, আমরা ব্যথায় আর্তনাদ করেছি, [QE][QS2]কিন্তু আমরা যেন বাতাস প্রসব করেছি। [QE][QS]আমরা পৃথিবীর কাছে পরিত্রাণ আনয়ন করিনি, [QE][QS2]আমরা জগতের লোকদের কাছে জীবনও আনতে পারিনি। [QE][PBR]
19. [QS]হে সদাপ্রভু, কিন্তু তোমার মৃত লোকেরা জীবন পাবে; [QE][QS2]তাদের শরীর উত্থিত হবে। [QE][QS]তোমরা যারা ধুলিতে বসবাস করো, [QE][QS2]তোমরা জেগে ওঠো ও আনন্দে চিৎকার করো। [QE][QS]তোমাদের শিশির সকালের শিশিরের মতো; [QE][QS2]কিন্তু পৃথিবী তার মৃতদের প্রসব করবে। [QE][PBR]
20. [QS]আমার প্রজারা, তোমরা যাও, তোমাদের কক্ষে প্রবেশ করো [QE][QS2]এবং তোমাদের পিছনে দরজা বন্ধ করো; [QE][QS]যতক্ষণ না তাঁর ক্রোধ অতিক্রান্ত হয়, [QE][QS2]তোমরা একটু সময় নিজেদের লুকিয়ে রাখো। [QE]
21. [QS]দেখো, জগতের লোকদের পাপের জন্য শাস্তি দিতে [QE][QS2]সদাপ্রভু নিজের আবাস থেকে বেরিয়ে আসছেন। [QE][QS]পৃথিবী তার উপরে সংঘটিত রক্তপাতের কথা প্রকাশ করবে, [QE][QS2]তার মধ্যে নিহত লোকেদের সে আর আচ্ছন্ন রাখবে না। [QE]