পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
ইসাইয়া
1. {ইথিয়োপিয়ার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী } [QS]হায়! ইথিয়োপিয়ার[* হিব্রু: কূশ দেশ (নীলনদের উত্তর অববাহিকার অঞ্চল) ] নদীগুলির ওপারে, [QE][QS2]ঝিঁঝি শব্দকারী ডানার দেশ। [QE]
2. [QS]যে দেশ সমুদ্রপথে নলখাগড়ায় তৈরি নৌকাতে [QE][QS2]তার দূতদের প্রেরণ করে। [QE][PBR] [QS]দ্রুত বার্তাবহনকারীরা, তোমরা যাও, [QE][QS]এক জাতির কাছে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, [QE][QS2]যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, [QE][QS]তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, [QE][QS2]যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত। [QE][PBR]
3. [QS]তোমরা, জগতের সমস্ত জাতি, [QE][QS2]তোমরা, যারা পৃথিবীতে বসবাস করো, [QE][QS]যখন পর্বতসমূহের উপরে পতাকা তোলা হয়, [QE][QS2]তোমরা তা দেখতে পাবে। [QE][QS]আর যখন তূরী বাজানো হয়, [QE][QS2]তোমরা তা শুনতে পাবে। [QE]
4. [PS]সদাপ্রভু আমাকে এই কথা বলেন: [QE][QS]“আমি নীরবে আমার নিবাসস্থান থেকে লক্ষ্য করব, [QE][QS2]যেমন গ্রীষ্মের দিনে উত্তাপ নিশ্চুপ বাড়তে থাকে, [QE][QS2]বা যেমন শস্যচয়নের সময়ে ভোরবেলা শিশির পতন হয়।” [QE]
5. [QS]কারণ শস্যচয়নের পূর্বে, যখন কুঁড়ি ঝরে যায়, [QE][QS2]ফুলগুলি যখন পাকা আঙুরে পরিণত হয়, [QE][QS]তিনি কাস্তে দিয়ে তার ডালপালা ছেঁটে দেবেন, [QE][QS2]তার প্রসারিত ডালপালা কেটে অপসারিত করবেন। [QE]
6. [QS]তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে, [QE][QS2]সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে; [QE][QS]পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে [QE][QS2]ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে। [QE]
7. [PS]সেই সময়, সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে উপহার নিয়ে আসা হবে [QE][QS]এক জাতির কাছ থেকে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, [QE][QS2]যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, [QE][QS]তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, [QE][QS2]যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত, [QE][MS]সেই উপহারগুলি সিয়োন পর্বতে আনীত হবে, যে স্থান সর্বশক্তিমান সদাপ্রভুর নামে আখ্যাত। [ME]
Total 66 অধ্যায়গুলির, Selected অধ্যায় 18 / 66
1 {ইথিয়োপিয়ার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী } হায়! ইথিয়োপিয়ার* হিব্রু: কূশ দেশ (নীলনদের উত্তর অববাহিকার অঞ্চল) নদীগুলির ওপারে, ঝিঁঝি শব্দকারী ডানার দেশ। 2 যে দেশ সমুদ্রপথে নলখাগড়ায় তৈরি নৌকাতে তার দূতদের প্রেরণ করে। দ্রুত বার্তাবহনকারীরা, তোমরা যাও, এক জাতির কাছে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত। 3 তোমরা, জগতের সমস্ত জাতি, তোমরা, যারা পৃথিবীতে বসবাস করো, যখন পর্বতসমূহের উপরে পতাকা তোলা হয়, তোমরা তা দেখতে পাবে। আর যখন তূরী বাজানো হয়, তোমরা তা শুনতে পাবে। 4 সদাপ্রভু আমাকে এই কথা বলেন: “আমি নীরবে আমার নিবাসস্থান থেকে লক্ষ্য করব, যেমন গ্রীষ্মের দিনে উত্তাপ নিশ্চুপ বাড়তে থাকে, বা যেমন শস্যচয়নের সময়ে ভোরবেলা শিশির পতন হয়।” 5 কারণ শস্যচয়নের পূর্বে, যখন কুঁড়ি ঝরে যায়, ফুলগুলি যখন পাকা আঙুরে পরিণত হয়, তিনি কাস্তে দিয়ে তার ডালপালা ছেঁটে দেবেন, তার প্রসারিত ডালপালা কেটে অপসারিত করবেন। 6 তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে, সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে; পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে। 7 সেই সময়, সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে উপহার নিয়ে আসা হবে এক জাতির কাছ থেকে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত, সেই উপহারগুলি সিয়োন পর্বতে আনীত হবে, যে স্থান সর্বশক্তিমান সদাপ্রভুর নামে আখ্যাত।
Total 66 অধ্যায়গুলির, Selected অধ্যায় 18 / 66
×

Alert

×

Bengali Letters Keypad References