পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
আমোস
1. {#1ইস্রায়েল ধ্বংস হবে } [PS]আমি দেখলাম, সদাপ্রভু বেদির পাশে দাঁড়িয়ে আছেন আর তিনি বললেন: [PE][QS]“তুমি স্তম্ভগুলির মাথায় আঘাত করো, [QE][QS2]যেন দুয়ারের চৌকাঠগুলি কেঁপে ওঠে। [QE][QS]সেগুলি সব লোকের মাথায় ভেঙে ফেলো; [QE][QS2]যারা অবশিষ্ট থাকবে, তাদের আমি তরোয়ালের আঘাতে মেরে ফেলব। [QE][QS]তাদের কেউই নিষ্কৃতি পাবে না, [QE][QS2]একজনও পালাতে পারবে না। [QE]
2. [QS]তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও, [QE][QS2]সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে। [QE][QS]তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও, [QE][QS2]সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব। [QE]
3. [QS]তারা যদি নিজেদের কর্মিল পর্বতের শিখরেও লুকিয়ে ফেলে, [QE][QS2]সেখানেও আমি তাদের ধরে নিয়ে বন্দি করব। [QE][QS]তারা যদি সমুদ্রের গভীরে গিয়ে আমার কাছ থেকে লুকায়, [QE][QS2]সেখানে তাদের দংশন করার জন্য আমি সাপকে আদেশ দেব। [QE]
4. [QS]যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে, [QE][QS2]সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব, যেন তাদের হত্যা করে। [QE][PBR] [QS]“আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব, [QE][QS2]তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।” [QE][PBR]
5. [QS]প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, [QE][QS2]তিনি পৃথিবীকে স্পর্শ করলে তা দ্রবীভূত হয়, [QE][QS2]এবং তার মধ্যে বসবাসকারী সকলে শোক করে; [QE][QS]সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়, [QE][QS2]পরে মিশরের নদীর মতো নেমে যায়; [QE]
6. [QS]তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন, [QE][QS2]ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন,[* হিব্রু এই বাক্যাংশটির প্রকৃত অর্থ অনিশ্চিত। ] [QE][QS]তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন [QE][QS2]স্থলের উপরে ঢেলে দেন— [QE][QS2]সদাপ্রভু তাঁর নাম। [QE][PBR]
7. [QS]সদাপ্রভু বলেন, “ওহে ইস্রায়েলীরা, [QE][QS2]আমার কাছে কি তোমরা কূশীয়দের মতো নও?” [QE][QS2]সদাপ্রভু ঘোষণা করেন। [QE][QS]আমিই কি মিশর থেকে ইস্রায়েলীদের, [QE][QS2]কপ্তোর[† অর্থাৎ, ক্রীট দ্বীপ। ] থেকে ফিলিস্তিনীদের [QE][QS2]ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি? [QE][PBR]
8. [QS]“নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি [QE][QS2]এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। [QE][QS]আমি ভূপৃষ্ঠ থেকে [QE][QS2]একে ধ্বংস করব। [QE][QS]তবুও আমি যাকোবের কুলকে [QE][QS2]সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” [QE][QS2]সদাপ্রভু ঘোষণা করেন। [QE]
9. [QS]“কারণ আমি আদেশ দেব [QE][QS2]ও সমস্ত জাতির মধ্যে [QE][QS2]আমি ইস্রায়েলের কুলকে নাড়া দেব, [QE][QS]যেমন শস্যদানা চালুনিতে চালা হয়, [QE][QS2]তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না। [QE]
10. [QS]আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ [QE][QS2]তরোয়ালের আঘাতে মারা যাবে, [QE][QS]যারা সবাই বলে, [QE][QS2]‘বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না।’ [QE]
11. {#1ইস্রায়েলের পুনঃপ্রতিষ্ঠিতকরণ } [PS]“সেদিন [QE][QS]“আমি দাউদের পতিত তাঁবু পুনঃপ্রতিষ্ঠিত করব— [QE][QS2]আমি তার ভাঙা দেয়ালগুলি মেরামত করব, [QE][QS2]আর তার বিধ্বস্ত স্থানগুলি পুনরায় দাঁড় করাব— [QE][QS2]পূর্বে যেমন ছিল, তেমনই তা পুনর্নির্মাণ করব, [QE]
12. [QS]যেন তারা ইদোমের অবশিষ্টাংশকে অধিকার করে [QE][QS2]ও যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে,” [QE][QS2]একথা সেই সদাপ্রভু বলেন, যিনি এই সমস্ত কাজ করবেন। [QE]
13. [PS]“এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন, [QE][QS]“যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে [QE][QS2]ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে। [QE][QS]পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে [QE][QS2]ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে। [QE]
2. [QS2]আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব। [QE][PBR] [QS]“তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে। [QE][QS2]তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে; [QE][QS2]তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে। [QE]
15. [QS]আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব, [QE][QS2]আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে [QE][QS2]তারা আর কখনও উৎপাটিত হবে না,” [QE][MS]তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন। [ME]
Total 9 অধ্যায়গুলির, Selected অধ্যায় 9 / 9
1 2 3 4 5 6 7 8 9
ইস্রায়েল ধ্বংস হবে 1 আমি দেখলাম, সদাপ্রভু বেদির পাশে দাঁড়িয়ে আছেন আর তিনি বললেন: “তুমি স্তম্ভগুলির মাথায় আঘাত করো, যেন দুয়ারের চৌকাঠগুলি কেঁপে ওঠে। সেগুলি সব লোকের মাথায় ভেঙে ফেলো; যারা অবশিষ্ট থাকবে, তাদের আমি তরোয়ালের আঘাতে মেরে ফেলব। তাদের কেউই নিষ্কৃতি পাবে না, একজনও পালাতে পারবে না। 2 তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও, সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে। তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও, সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব। 3 তারা যদি নিজেদের কর্মিল পর্বতের শিখরেও লুকিয়ে ফেলে, সেখানেও আমি তাদের ধরে নিয়ে বন্দি করব। তারা যদি সমুদ্রের গভীরে গিয়ে আমার কাছ থেকে লুকায়, সেখানে তাদের দংশন করার জন্য আমি সাপকে আদেশ দেব। 4 যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে, সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব, যেন তাদের হত্যা করে। “আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব, তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।” 5 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, তিনি পৃথিবীকে স্পর্শ করলে তা দ্রবীভূত হয়, এবং তার মধ্যে বসবাসকারী সকলে শোক করে; সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়, পরে মিশরের নদীর মতো নেমে যায়; 6 তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন, ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন,[* হিব্রু এই বাক্যাংশটির প্রকৃত অর্থ অনিশ্চিত। ] তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন স্থলের উপরে ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম। 7 সদাপ্রভু বলেন, “ওহে ইস্রায়েলীরা, আমার কাছে কি তোমরা কূশীয়দের মতো নও?” সদাপ্রভু ঘোষণা করেন। আমিই কি মিশর থেকে ইস্রায়েলীদের, কপ্তোর[† অর্থাৎ, ক্রীট দ্বীপ। ] থেকে ফিলিস্তিনীদের ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি? 8 “নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব। তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” সদাপ্রভু ঘোষণা করেন। 9 “কারণ আমি আদেশ দেব ও সমস্ত জাতির মধ্যে আমি ইস্রায়েলের কুলকে নাড়া দেব, যেমন শস্যদানা চালুনিতে চালা হয়, তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না। 10 আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ তরোয়ালের আঘাতে মারা যাবে, যারা সবাই বলে, ‘বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না।’ ইস্রায়েলের পুনঃপ্রতিষ্ঠিতকরণ 11 “সেদিন “আমি দাউদের পতিত তাঁবু পুনঃপ্রতিষ্ঠিত করব— আমি তার ভাঙা দেয়ালগুলি মেরামত করব, আর তার বিধ্বস্ত স্থানগুলি পুনরায় দাঁড় করাব— পূর্বে যেমন ছিল, তেমনই তা পুনর্নির্মাণ করব, 12 যেন তারা ইদোমের অবশিষ্টাংশকে অধিকার করে ও যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে,” একথা সেই সদাপ্রভু বলেন, যিনি এই সমস্ত কাজ করবেন। 13 “এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে। পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে। 2 আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব। “তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে। তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে; তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে। 15 আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব, আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা আর কখনও উৎপাটিত হবে না,” তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।
Total 9 অধ্যায়গুলির, Selected অধ্যায় 9 / 9
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Bengali Letters Keypad References