1. {#1বিলাপ ও মন পরিবর্তনের জন্য আহ্বান }
2. [PS]ওহে ইস্রায়েল কুল, তোমরা এই বাণী শোনো। এই বিলাপ-গীতি আমি তোমাদের সম্পর্কে করতে চলেছি: [PE][QS]“কুমারী-ইস্রায়েল পতিত হয়েছে, [QE][QS2]সে আর কখনও উঠতে পারবে না; [QE][QS]সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে, [QE][QS2]তাকে তুলে ধরার জন্য কেউই নেই।” [QE]
3. [PS]সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: [QE][QS]“তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে, [QE][QS2]তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে; [QE][QS]তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে, [QE][QS2]তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।” [QE]
4. [PS]সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: [QE][QS]“আমার অন্বেষণ করো ও বাঁচো; [QE]
2. [QS2]বেথেলের অন্বেষণ কোরো না, [QE][QS]তোমরা গিল্গলে যেয়ো না, [QE][QS2]বের-শেবা পর্যন্ত যাত্রা কোরো না। [QE][QS]কারণ গিল্গল অবশ্যই নির্বাসিত হবে, [QE][QS2]বেথেল অসার প্রতিপন্ন হবে।” [QE]
6. [QS]তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো ও বাঁচো, [QE][QS2]নইলে, তিনি আগুনের মতো যোষেফের কুল বিনষ্ট করবেন, [QE][QS]তা তাকে গ্রাস করবে, [QE][QS2]আর তা নির্বাপিত করার জন্য বেথেলে কেউই থাকবে না। [QE][PBR]
7. [QS]তোমরা যারা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করো, [QE][QS2]ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো, [QE][PBR]
8. [QS]যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন, [QE][QS2]যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন [QE][QS2]ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন, [QE][QS]যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন [QE][QS2]ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন— [QE][QS2]সদাপ্রভু তাঁর নাম। [QE]
9. [QS]তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন [QE][QS2]ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন, [QE][PBR]
10. [QS]তোমরা তাকে ঘৃণা করো, যে ন্যায়ালয়ে তিরস্কার করে [QE][QS2]ও যে সত্যিকথা বলে, তাকে অবজ্ঞা করো। [QE][PBR]
11. [QS]তোমরা দরিদ্রদের পদদলিত করো [QE][QS2]ও জোর করে তাদের কাছ থেকে শস্য কেড়ে নাও। [QE][QS]তাই, তোমরা যদিও পাথরের অট্টালিকা নির্মাণ করেছ, [QE][QS2]তোমরা সেগুলির মধ্যে বসবাস করতে পারবে না; [QE][QS]তোমরা যদিও রম্য দ্রাক্ষাকুঞ্জ রোপণ করেছ, [QE][QS2]তা থেকে উৎপন্ন দ্রাক্ষারস তোমরা পান করতে পারবে না। [QE]
12. [QS]কারণ আমি তোমাদের অপরাধের মাত্রা [QE][QS2]ও তোমাদের পাপসকল কত ব্যাপক, তা জানি। [QE][PBR] [QS]তোমরা ধার্মিক ব্যক্তিকে নিপীড়ন করো ও ঘুস নাও, [QE][QS2]তোমরা ন্যায়ালয়ে দরিদ্রদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করো। [QE]
13. [QS]সেই কারণে বিচক্ষণ মানুষ এসব সময়ে চুপ করে থাকে, [QE][QS2]কারণ সময় সব মন্দ। [QE][PBR]
14. [QS]তোমরা মঙ্গলের অন্বেষণ করো, মন্দের নয়, [QE][QS2]যেন তোমরা বাঁচতে পারো। [QE][QS]তখন সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন, [QE][QS2]যেমন তোমরা বলে থাকো যে তিনি থাকেন। [QE]
15. [QS]তোমরা মন্দকে ঘৃণা করো, উত্তমতাকে ভালোবাসো; [QE][QS2]ন্যায়ালয়ে ন্যায়বিচার রক্ষা করো। [QE][QS]হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, [QE][QS2]যোষেফের অবশিষ্টাংশের উপরে করুণা করবেন। [QE]
16. [PS]অতএব প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: [QE][QS]“সমস্ত পথে পথে শোকবিলাপ হবে, [QE][QS2]প্রত্যেক চকে প্রকাশ্যে মনস্তাপের কান্না শোনা যাবে। [QE][QS]কৃষকদের কাঁদবার জন্য তলব করা হবে, [QE][QS2]বিলাপকারীদের বিলাপ করার জন্য ডাকা হবে। [QE]
17. [QS]সমস্ত দ্রাক্ষাকুঞ্জে সেদিন বিলাপ করা হবে, [QE][QS2]কারণ আমি তোমাদের মধ্য দিয়ে অতিক্রম করব,” [QE][QS2]সদাপ্রভু এই কথা বলেন। [QE]
18. {#1সদাপ্রভুর দিন } [QS]ধিক্ তোমাদের, যারা [QE][QS2]সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো! [QE][QS]কেন তোমরা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো? [QE][QS2]সেদিন হবে অন্ধকারের, আলোর নয়। [QE]
19. [QS]তা এইরকম হবে, কেউ যেন সিংহ থেকে পালিয়ে বাঁচল [QE][QS2]তো গিয়ে ভালুকের সামনে পড়ল, [QE][QS]অথবা বাড়িতে প্রবেশ করল [QE][QS2]আর দেওয়ালে হাত রাখল, [QE][QS2]তখন সাপ তাকে দংশন করল। [QE]
20. [QS]সদাপ্রভুর দিন কি আলো, তা অন্ধকার কি হবে না— [QE][QS2]তা হবে গাঢ় অন্ধকার, আলোর রেশও কি কোথাও থাকবে? [QE][PBR]
21. [QS]“আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি; [QE][QS2]তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না। [QE]
22. [QS]তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো, [QE][QS2]আমি সেগুলি গ্রহণ করব না। [QE][QS]তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো, [QE][QS2]আমি সেগুলি চেয়েও দেখব না। [QE]
23. [QS]তোমাদের গানবাজনার শব্দ দূর করো! [QE][QS2]আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না। [QE]
24. [QS]কিন্তু ন্যায়বিচার নদীর মতো প্রবাহিত হোক, [QE][QS2]ধার্মিকতা কখনও শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক! [QE][PBR]
25. [QS]“হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর, [QE][QS2]আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে? [QE]
26. [QS]না, তোমরা বরং তোমাদের রাজা সিক্কুৎ ও কীয়ুন নামের প্রতিমাদের[* পাঠান্তরে, তোমাদের রাজার তাঁবুকে ও তোমাদের প্রতিমাগুলির আধারকে ], [QE][QS2]তোমাদের দেবতাদের তারা— [QE][QS2]যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে, [QE][QS2]তাই তুলে বহন করেছিলে। [QE]
27. [QS]তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,” [QE][QS]বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর। [QE]