1. {#1নিয়ম-সিন্দুকটির সামনে করা পরিচর্যা } [PS]ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি রাখার জন্য দাউদ যে তাঁবুটি খাটিয়েছিলেন, তারা সেটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, এবং তারা ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।
2. দাউদ হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করার পর সদাপ্রভুর নামে প্রজাদের আশীর্বাদ করলেন।
3. পরে তিনি প্রত্যেক ইস্রায়েলী পুরুষ ও মহিলাকে একটি করে রুটি, একটি করে খেজুরের ও কিশমিশের পিঠে দিলেন। [PE]
4. [PS]লেবীয়দের মধ্যে কয়েকজনকে তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে পরিচর্যা করার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গুণকীর্তন করার,[* অথবা, সদাপ্রভুর কাছে আবেদন জানাবার, বা মিনতি করার ] তাঁকে ধন্যবাদ জানানোর, ও তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন:
5. তাদের মধ্যে প্রধান ছিলেন আসফ, পদমর্যাদায় তাঁর অধঃস্তন ছিলেন সখরিয়, পরে ছিলেন যাশীয়েল,[† খুব সম্ভবত যাঁর আর এক নাম যিয়ীয়েল (15:18, 20 পদও দেখুন) ] শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। তাদের খঞ্জনি ও বীণা বাজাতে হত, আসফকে সুরবাহারে ঝংকার তুলতে হত,
6. এবং যাজক বনায় ও যহসীয়েলকে পর্যায়ক্রমে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সামনে শিঙা বাজাতে হত। [PE]
7.
8. [PS]সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন: [PE][QS]সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো; [QE][QS2]জাতিদের জানাও তিনি কী করেছেন। [QE]
9. [QS]তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও; [QE][QS2]তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো। [QE]
10. [QS]তাঁর পবিত্র নামের মহিমা করো; [QE][QS2]যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক। [QE]
11. [QS]সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো; [QE][QS2]সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো। [QE][PBR]
12. [QS]মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, [QE][QS2]তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি, [QE]
13. [QS]তোমরা তাঁর দাস, হে ইস্রায়েলের বংশধরেরা, [QE][QS2]তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা। [QE]
14. [QS]তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; [QE][QS2]তাঁর বিচার সমগ্র পৃথিবীতে বিরাজমান। [QE][PBR]
15. [QS]তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন[‡ অথবা, তোমরা চিরকাল তাঁর নিয়ম মনে রেখ (গীত 105:8 পদও দেখুন) ], [QE][QS2]যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার বংশ পর্যন্ত, [QE]
16. [QS]যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন, [QE][QS2]যে শপথ তিনি ইস্হাকের কাছে করলেন। [QE]
17. [QS]তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন, [QE][QS2]ইস্রায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়মরূপে: [QE]
18. [QS]“তোমাকেই আমি সেই কনান দেশ দেব [QE][QS2]সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।” [QE][PBR]
19. [QS]তারা যখন সংখ্যায় ছিল অতি নগণ্য, [QE][QS2]সত্যিই নগণ্য, ও সেখানে ছিল তারা বিদেশি, [QE]
20. [QS]তারা[§ অধিকাংশ হিব্রু অনুলিপি অনুসারে 18-20 পদের গঠন এইরকম: অংশ, তোমরা যদিও সংখ্যায় ছিলে অতি নগণ্য, সত্যিই অতি নগণ্য, ও সেখানে ছিলে বিদেশি হয়ে। তারা (গীত 105:12 পদও দেখুন) ] এক জাতি থেকে অন্য জাতির মধ্যে, [QE][QS2]এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়ালো। [QE]
21. [QS]তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দেননি; [QE][QS2]তাদের সুবিধার্থে তিনি রাজাদের তিরস্কার করলেন: [QE]
22. [QS]“আমার অভিষিক্ত জনেদের স্পর্শ কোরো না; [QE][QS2]আমার ভাববাদীদের কোনও ক্ষতি কোরো না।” [QE][PBR]
23. [QS]হে সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গান গাও; [QE][QS2]দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো। [QE]
24. [QS]সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে [QE][QS2]তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো। [QE][PBR]
25. [QS]সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য; [QE][QS2]সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য। [QE]
26. [QS]কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র, [QE][QS2]কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন। [QE]
27. [QS]তাঁর সামনে রয়েছে সমারোহ ও প্রতাপ; [QE][QS2]শক্তি ও আনন্দ রয়েছে তাঁর বাসস্থানে। [QE][PBR]
28. [QS]জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো, [QE][QS2]স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী। [QE]
29. [QS]সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো! [QE][QS2]নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো। [QE][QS]তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো। [QE]
2. [QS2]সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও! [QE][QS2]পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না। [QE][PBR]
31. [QS]আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; [QE][QS2]জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!” [QE]
32. [QS]সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক; [QE][QS2]ক্ষেতখামার ও সেখানকার সবকিছু আনন্দ করুক! [QE]
33. [QS]জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক, [QE][QS2]সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক, [QE][QS2]কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন। [QE][PBR]
34. [QS]সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; [QE][QS2]তাঁর দয়া অনন্তকালস্থায়ী। [QE]
35. [QS]চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো; [QE][QS2]আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো, [QE][QS]যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, [QE][QS2]ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।” [QE]
36. [QS]ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক, [QE][QS2]অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। [QE][MS]তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।” [ME][PBR]
37. [PS]প্রতিদিনের চাহিদানুসারে পর্যায়ক্রমে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির সামনে পরিচর্যা করার জন্য দাউদ সেখানে আসফ ও তাঁর সহকর্মীদের ছেড়ে গেলেন।
38. এছাড়াও তাদের সাথে পরিচর্যা করার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর 68 জন সহকর্মীকেও ছেড়ে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম, ও হোষাও দ্বাররক্ষী ছিলেন। [ME]
39. [PS]গিবিয়োনে আরাধনার উঁচু স্থানটিতে সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে দাউদ যাজক সাদোক ও তাঁর সহকর্মী যাজকদের ছেড়ে গেলেন
40. যেন তারা পর্যায়ক্রমে, সকাল-সন্ধ্যায় সদাপ্রভু ইস্রায়েলকে যে বিধানপুস্তক দিলেন তাতে লেখা যাবতীয় নিয়মানুসারে হোমবলির বেদিতে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উপস্থিত করতে পারেন।
41. হেমন ও যিদূথূন এবং “তাঁর প্রেম নিত্যস্থায়ী,” এই বলে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর জন্য নাম ধরে ধরে যাদের মনোনীত করা হল ও দায়িত্ব দেওয়া হল, অবশিষ্ট সেই লোকজনও তাদের সাথে ছিলেন।
42. হেমন ও যিদূথূনকে দায়িত্ব দেওয়া হল যেন তারা শিঙা ও সুরবাহার বাজান এবং পবিত্র গানের সাথে সাথে অন্যান্য বাজনাও বাজান। যিদূথূনের ছেলেরা সদাপ্রভুর মন্দিরের দরজায় মোতায়েন ছিল। [ME]
43. [PS]পরে লোকেরা সবাই নিজের নিজের ঘরে ফিরে গেল, এবং দাউদও তাঁর পরিবার-পরিজনদের আশীর্বাদ করার জন্য ঘরে ফিরে গেলেন। [ME]