পবিত্র বাইবেল

গডস গ্রেইস গিফট
সামসঙ্গীত
1. [PS]এস, আমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের পরিত্রানের শৈলর জন্য জয়ধ্বনি করি।
2. আমরা ধন্যবাদ দিতে দিতে তার উপস্থিতিতে প্রবেশ করি, গান গেয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি।
3. কারণ সদাপ্রভুু, মহান ঈশ্বর, তিনি সমস্ত দেবতাদের উপরে মহান রাজা,
4. পৃথিবীর গভীরতম স্থানগুলো তার হাতের মধ্যে, পর্বতের চূড়াগুলো তারই।
5. সমুদ্র তার, তিনিই তা নির্মাণ করেছেন, তার হাত শুকনো জমি গঠন করেছে।
6. এস, আমরা আরাধনা করি ও নত হই, আমাদের সৃষ্টিকর্ত্তা সদাপ্রভুুর সামনে হাঁটু পাতি।
7. কারণ তিনিই আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তার নিজের মেষ। আহা আজই, তোমরা তার স্বর শুনবে।
8. তোমরা নিজেদের হৃদয়কে কঠিন করনা, যেমন মরী[* মরীরা মানে বাদ-বিবাদ ম:সা মানে পরীক্ষা ]রায়, যেমন মরুপ্রান্তের মধ্যে মঃসা [† পরীক্ষা ক্রস রেফারেন্স যাত্রা পুস্তক 17:1-7, গণনা পুস্তক 20:1-13, দ্বিতিয়বিবরণ 6:16; 33:8 ]র দিনের, করেছিলে।
9. তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করল, আমার বিচার করল, আমার কাজও দেখল।
10. চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলেছিলাম এদের মন উদ্ভ্রান্ত; তারা আমার আ[‡ এরা আমার পথ জানল না ]জ্ঞা মানলো না।
11. তাই আমি রেগে শপথ করলাম, এরা আমার বিশ্রামের জায়গায় কখনো ঢুকবে না। [PE]
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 95 / 150
1 এস, আমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের পরিত্রানের শৈলর জন্য জয়ধ্বনি করি। 2 আমরা ধন্যবাদ দিতে দিতে তার উপস্থিতিতে প্রবেশ করি, গান গেয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। 3 কারণ সদাপ্রভুু, মহান ঈশ্বর, তিনি সমস্ত দেবতাদের উপরে মহান রাজা, 4 পৃথিবীর গভীরতম স্থানগুলো তার হাতের মধ্যে, পর্বতের চূড়াগুলো তারই। 5 সমুদ্র তার, তিনিই তা নির্মাণ করেছেন, তার হাত শুকনো জমি গঠন করেছে। 6 এস, আমরা আরাধনা করি ও নত হই, আমাদের সৃষ্টিকর্ত্তা সদাপ্রভুুর সামনে হাঁটু পাতি। 7 কারণ তিনিই আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তার নিজের মেষ। আহা আজই, তোমরা তার স্বর শুনবে। 8 তোমরা নিজেদের হৃদয়কে কঠিন করনা, যেমন মরী* মরীরা মানে বাদ-বিবাদ ম:সা মানে পরীক্ষা রায়, যেমন মরুপ্রান্তের মধ্যে মঃসা † পরীক্ষা ক্রস রেফারেন্স যাত্রা পুস্তক 17:1-7, গণনা পুস্তক 20:1-13, দ্বিতিয়বিবরণ 6:16; 33:8 র দিনের, করেছিলে। 9 তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করল, আমার বিচার করল, আমার কাজও দেখল। 10 চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলেছিলাম এদের মন উদ্ভ্রান্ত; তারা আমার আ এরা আমার পথ জানল না জ্ঞা মানলো না। 11 তাই আমি রেগে শপথ করলাম, এরা আমার বিশ্রামের জায়গায় কখনো ঢুকবে না।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 95 / 150
×

Alert

×

Bengali Letters Keypad References