পবিত্র বাইবেল

গডস গ্রেইস গিফট
সামসঙ্গীত
1. কেন জাতিরা বিদ্রোহ করে? কেন লোকেরা বৃথা চক্রান্ত করে?
2. পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুু বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে,
3. “এস আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলি এবং তাদের শিকল খুলে ফেলি।”
4. যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের উপর হাঁসবেন এবং প্রভু তাদের উপহাস করবেন।
5. তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন,
6. “আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি সিয়োনের [* সিয়োন নামটি পর্বতের ক্ষেত্রে প্রয়োগ করা হয় (মোরিয়া পর্বত) যার ওপরে শলোমন মন্দির নির্মাণ করেন বিস্তার রূপে মন্দির, ইস্রায়েল শহর এবং কখনও কখনও সমগ্র ইস্রায়েল দেশকে বোঝাত, পর্বতটিকে পবিত্র বলা হতো কারণ এটা সম্পূর্ণরূপে সদাপ্রভুর নে থাকত, যেহেতু সিয়োন এবং যিরুশালেম উভয় কে গীতসংহিতার মধ্যে যিরুশালেম শহর সম্পর্কে ব্যবহার করা হতো, তাই উভয় পরিভাষা রূপে যিরুশালেমকে অনুবাদ করার সুবিধা হয়, বিশেষ করে আজকের বেশির ভাগ পাঠক ওই নাম শহরের অস্তিত্বকে জানে যাইহোক, সিয়োন এবং যিরুশালেম ভিন্ন ভিন্ন প্রসঙ্গে পরিলক্ষিত হয় ] উপর, আমার পবিত্র পর্বতে।”
7. আমি সদাপ্রভুুর একটি আদেশ ঘোষণা করব; তিনি আমাকে বললেন, “তুমি আমার পুত্র! আজ আমি তোমার জন্ম দিয়েছি।
8. আমার কাছে চাও এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে এবং তোমাদের অধিকারের জন্য এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব।
9. তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে, তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।”
10. তাই এখন, তোমরা রাজারা, সতর্ক হও, সংশোধন হও, তোমরা পৃথিবীর শাসকেরা।
11. ভয়ে সদাপ্রভুুর আরাধনা কর এবং কম্প [† আমার পুত্র কম্পনের সাথে আনন্দ কর ] নের সঙ্গে আনন্দ কর।
12. তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও, যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হন এবং যাতে তুমি মারা না যাও, যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়। ধন্য তারা, যারা তাঁর আশ্রয় গ্রহণ করে। [PE]

Notes

No Verse Added

Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 2 / 150
সামসঙ্গীত 2:23
1 কেন জাতিরা বিদ্রোহ করে? কেন লোকেরা বৃথা চক্রান্ত করে? 2 পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুু বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে, 3 “এস আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলি এবং তাদের শিকল খুলে ফেলি।” 4 যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের উপর হাঁসবেন এবং প্রভু তাদের উপহাস করবেন। 5 তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন, 6 “আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি সিয়োনের * সিয়োন নামটি পর্বতের ক্ষেত্রে প্রয়োগ করা হয় (মোরিয়া পর্বত) যার ওপরে শলোমন মন্দির নির্মাণ করেন বিস্তার রূপে মন্দির, ইস্রায়েল শহর এবং কখনও কখনও সমগ্র ইস্রায়েল দেশকে বোঝাত, পর্বতটিকে পবিত্র বলা হতো কারণ এটা সম্পূর্ণরূপে সদাপ্রভুর নে থাকত, যেহেতু সিয়োন এবং যিরুশালেম উভয় কে গীতসংহিতার মধ্যে যিরুশালেম শহর সম্পর্কে ব্যবহার করা হতো, তাই উভয় পরিভাষা রূপে যিরুশালেমকে অনুবাদ করার সুবিধা হয়, বিশেষ করে আজকের বেশির ভাগ পাঠক ওই নাম শহরের অস্তিত্বকে জানে যাইহোক, সিয়োন এবং যিরুশালেম ভিন্ন ভিন্ন প্রসঙ্গে পরিলক্ষিত হয় উপর, আমার পবিত্র পর্বতে।” 7 আমি সদাপ্রভুুর একটি আদেশ ঘোষণা করব; তিনি আমাকে বললেন, “তুমি আমার পুত্র! আজ আমি তোমার জন্ম দিয়েছি। 8 আমার কাছে চাও এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে এবং তোমাদের অধিকারের জন্য এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব। 9 তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে, তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।” 10 তাই এখন, তোমরা রাজারা, সতর্ক হও, সংশোধন হও, তোমরা পৃথিবীর শাসকেরা। 11 ভয়ে সদাপ্রভুুর আরাধনা কর এবং কম্প আমার পুত্র কম্পনের সাথে আনন্দ কর নের সঙ্গে আনন্দ কর। 12 তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও, যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হন এবং যাতে তুমি মারা না যাও, যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়। ধন্য তারা, যারা তাঁর আশ্রয় গ্রহণ করে।
Total 150 অধ্যায়গুলির, Selected অধ্যায় 2 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

bengali Letters Keypad References