পবিত্র বাইবেল

গডস গ্রেইস গিফট
সামসঙ্গীত
1. সদাপ্রভুুর প্রশংসা কর। ধন্য সে লোক যে সদাপ্রভুুকে মান্য করে, যে তাঁর আদেশে অত্যন্ত আনন্দিত হয়।
2. তাঁর বংশ পৃথিবীতে শক্তিশালী হবে; ধার্ম্মিকেরা ধন্য হবে।
3. তার ঘরে সম্পদ এবং ঐশ্বর্য্য থাকে; তার ধার্ম্মিকতা নিত্যস্থায়ী হবে।
4. অন্ধকারে আলোর জ্যোতি হবে ধার্মিক লোকেদের জন্য; সে [* সদাপ্রভু ] করুণাময়, ক্ষমাশীল এবং ধার্মিক।
5. এটা সেই মানুষদের ভালো হবে যে করুণা করে এবং টাকা ধার দেয়, যে সততার সঙ্গে তার ব্যপারে ভালো আচরন করে।
6. কারণ তাকে কখনো সরানো যাবে না; ধার্ম্মিকদের চিরকাল মনে রাখবে।
7. সে খারাপ খবরে ভয় পায় না, সে সুনিশ্চিত, সদাপ্রভুুতে নির্ভর করে।
8. তার হৃদয় শান্ত, ভয় নেই, যতক্ষণ না সে তার বিপক্ষদের ওপর বিজয় দেখে।
9. সে উদারভাবে গরিবদের দেয় তার ধার্ম্মিকতা চিরকালীন; সে [† সে সততা সম্মানের দ্বারা উচ্চকৃত হয় ] বলবান এবং সম্মানে উচ্চ হবে।
10. দুষ্টলোক এটা দেখবে এবং রাগ করবে; সে দাঁতে দাঁত ঘষবে এবং গলে যাবে; দুষ্টলোকের ইচ্ছা বিনষ্ট হবে। [PE]

Notes

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 112 of Total Chapters 150
সামসঙ্গীত 112:53
1. সদাপ্রভুুর প্রশংসা কর। ধন্য সে লোক যে সদাপ্রভুুকে মান্য করে, যে তাঁর আদেশে অত্যন্ত আনন্দিত হয়।
2. তাঁর বংশ পৃথিবীতে শক্তিশালী হবে; ধার্ম্মিকেরা ধন্য হবে।
3. তার ঘরে সম্পদ এবং ঐশ্বর্য্য থাকে; তার ধার্ম্মিকতা নিত্যস্থায়ী হবে।
4. অন্ধকারে আলোর জ্যোতি হবে ধার্মিক লোকেদের জন্য; সে * সদাপ্রভু করুণাময়, ক্ষমাশীল এবং ধার্মিক।
5. এটা সেই মানুষদের ভালো হবে যে করুণা করে এবং টাকা ধার দেয়, যে সততার সঙ্গে তার ব্যপারে ভালো আচরন করে।
6. কারণ তাকে কখনো সরানো যাবে না; ধার্ম্মিকদের চিরকাল মনে রাখবে।
7. সে খারাপ খবরে ভয় পায় না, সে সুনিশ্চিত, সদাপ্রভুুতে নির্ভর করে।
8. তার হৃদয় শান্ত, ভয় নেই, যতক্ষণ না সে তার বিপক্ষদের ওপর বিজয় দেখে।
9. সে উদারভাবে গরিবদের দেয় তার ধার্ম্মিকতা চিরকালীন; সে সে সততা সম্মানের দ্বারা উচ্চকৃত হয় বলবান এবং সম্মানে উচ্চ হবে।
10. দুষ্টলোক এটা দেখবে এবং রাগ করবে; সে দাঁতে দাঁত ঘষবে এবং গলে যাবে; দুষ্টলোকের ইচ্ছা বিনষ্ট হবে। PE
Total 150 Chapters, Current Chapter 112 of Total Chapters 150
×

Alert

×

bengali Letters Keypad References