পবিত্র বাইবেল

গডস গ্রেইস গিফট
নেহেমিয়া
1. মুদ্রাঙ্ককারীদের নাম, হখলিয়ের পুত্র নহিমিয় শাসনকর্ত্তা,
2. এবং সিদিকিয়, সরায়,
3. অসরিয়, যিরমিয়, পশহূর, অমরিয়,
4. মল্কিয়, হটূশ, শবনিয়,
5. মল্লূক, হারীম,
6. মরেমোৎ, ওবদিয়, দানিয়েল, গিন্নথোন,
7. বারূক, মশুল্লম, অবিয়, মিয়ামীন, মাসিয়,
8. বিল্‌গয়, শমরিয়, যাজকগণের মধ্যে, এই সকল লোক।
9. আর লেবীয়দের মধ্যে অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদের সন্তান বিন্নুয়ী, কদ্‌মীয়েল;
10. এবং তাহাদের ভ্রাতৃগণ শবনিয়,
11. হোদিয়, কলীট, পলায় হানন,
12. মীখা, রহোব, হশবিয়,
13. সক্কূর, শেরেবিয়, শবনিয়, হোদীয়, বানি, বনীনু।
14. প্রজাদের মধ্যে প্রধান লোকেরা,
15. পরোশ, পহৎ-মোয়াব, এলম,
16. সত্তূ, বানি, বুন্নি, অস্‌গদ, বেবয়,
17. অদোনিয়, বিগ্‌বয়, আদীন, আটের,
18. হিষ্কিয়, অসূর, হোদিয়, হশুম বেৎসয়,
19. হারীফ, অনাথোৎ, নবয়, মগ্‌পীয়শ,
20. মশুল্লম, হেষীর,
21. মশেষবেল, সাদোক,
22. যদ্দুয়, পলটিয়,
23. হানন, অনায়,
24. হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ,
25. পিল্‌হ, শোবেক, রহূম, হশব্‌না, মাসেয়,
26. এবং অহিয়, হানন,
27. অনান, মল্লূক, হারীম, বানা।
28. আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহারা সকলে, তাহাদের স্ত্রী ও পুত্র কন্যাগণ, জ্ঞানবান্‌ ও বুদ্ধিমান্‌ সকলে, আপনাদের ভ্রাতৃগণের,
29. আপনাদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকিল, এবং শপথপূর্ব্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থা-পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্নপূর্ব্বক পালন করিব;
30. এবং দেশীয় লোকদের সহিত আপনাদের কন্যাগণের বিবাহ দিব না, ও আমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিব না;
31. আর দেশীয় লোকেরা বিশ্রামবারে বিক্রেয় দ্রব্য কিম্বা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতে আনিলে আমরা বিশ্রামবারে কিম্বা অন্য পবিত্র দিনে তাহাদের কাছে তাহা ক্রয় করিব না, এবং সপ্তম বৎসর ছাড়িয়া দিব, সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করিব।
32. অধিকন্তু আমরা আপনাদের ঈশ্বরের গৃহের সেবাকার্য্যের জন্য, প্রতিবৎসর এক এক শেকলের তৃতীয়াংশ দানের ভার আপনাদের উপরে লইবার বিধান করিলাম,
33. দর্শন-রুটীর, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব্ব সকলের, পবিত্র বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্ম্মের নিমিত্ত তাহা করিলাম।
34. আর কাষ্ঠদানের বিষয়ে, অর্থাৎ ব্যবস্থার লিখনানুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবীয় ও প্রজাগণ গুলিবাঁট করিলাম;
35. আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ ও সমস্ত বৃক্ষোৎপন্ন ফলের অগ্রিমাংশ বৎসর বৎসর সদাপ্রভুর গৃহে আনিবার;
36. এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদিগকে, আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথমজাতদিগকে ঈশ্বরের গৃহে আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্য্যাকারী যাজকদের কাছে আনিবার;
37. এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস ও তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সমূহে যাজকদের নিকটে আনিবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশমাংশ আদায় করে।
38. আর লেবীয়দের দশমাংশ আদায় কালে হারোণের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে; পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে, কুঠরী-সমূহে, ভাণ্ডারগৃহে আনিবে।
39. কারণ পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্য্যাকারী যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যে স্থানে থাকে, সেই সকল কুঠরীতে ইস্রায়েল-সন্তানগণ ও লেবি-সন্তানগণ শস্য, দ্রাক্ষারস ও তৈলের উত্তোলনীয় উপহার আনিবে; এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না।

Notes

No Verse Added

Total 13 Chapters, Current Chapter 10 of Total Chapters 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
নেহেমিয়া 10:18
1. মুদ্রাঙ্ককারীদের নাম, হখলিয়ের পুত্র নহিমিয় শাসনকর্ত্তা,
2. এবং সিদিকিয়, সরায়,
3. অসরিয়, যিরমিয়, পশহূর, অমরিয়,
4. মল্কিয়, হটূশ, শবনিয়,
5. মল্লূক, হারীম,
6. মরেমোৎ, ওবদিয়, দানিয়েল, গিন্নথোন,
7. বারূক, মশুল্লম, অবিয়, মিয়ামীন, মাসিয়,
8. বিল্‌গয়, শমরিয়, যাজকগণের মধ্যে, এই সকল লোক।
9. আর লেবীয়দের মধ্যে অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদের সন্তান বিন্নুয়ী, কদ্‌মীয়েল;
10. এবং তাহাদের ভ্রাতৃগণ শবনিয়,
11. হোদিয়, কলীট, পলায় হানন,
12. মীখা, রহোব, হশবিয়,
13. সক্কূর, শেরেবিয়, শবনিয়, হোদীয়, বানি, বনীনু।
14. প্রজাদের মধ্যে প্রধান লোকেরা,
15. পরোশ, পহৎ-মোয়াব, এলম,
16. সত্তূ, বানি, বুন্নি, অস্‌গদ, বেবয়,
17. অদোনিয়, বিগ্‌বয়, আদীন, আটের,
18. হিষ্কিয়, অসূর, হোদিয়, হশুম বেৎসয়,
19. হারীফ, অনাথোৎ, নবয়, মগ্‌পীয়শ,
20. মশুল্লম, হেষীর,
21. মশেষবেল, সাদোক,
22. যদ্দুয়, পলটিয়,
23. হানন, অনায়,
24. হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ,
25. পিল্‌হ, শোবেক, রহূম, হশব্‌না, মাসেয়,
26. এবং অহিয়, হানন,
27. অনান, মল্লূক, হারীম, বানা।
28. আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহারা সকলে, তাহাদের স্ত্রী পুত্র কন্যাগণ, জ্ঞানবান্‌ বুদ্ধিমান্‌ সকলে, আপনাদের ভ্রাতৃগণের,
29. আপনাদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকিল, এবং শপথপূর্ব্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থা-পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন বিধি সকল যত্নপূর্ব্বক পালন করিব;
30. এবং দেশীয় লোকদের সহিত আপনাদের কন্যাগণের বিবাহ দিব না, আমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিব না;
31. আর দেশীয় লোকেরা বিশ্রামবারে বিক্রেয় দ্রব্য কিম্বা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতে আনিলে আমরা বিশ্রামবারে কিম্বা অন্য পবিত্র দিনে তাহাদের কাছে তাহা ক্রয় করিব না, এবং সপ্তম বৎসর ছাড়িয়া দিব, সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করিব।
32. অধিকন্তু আমরা আপনাদের ঈশ্বরের গৃহের সেবাকার্য্যের জন্য, প্রতিবৎসর এক এক শেকলের তৃতীয়াংশ দানের ভার আপনাদের উপরে লইবার বিধান করিলাম,
33. দর্শন-রুটীর, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব্ব সকলের, পবিত্র বস্তুর ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্ম্মের নিমিত্ত তাহা করিলাম।
34. আর কাষ্ঠদানের বিষয়ে, অর্থাৎ ব্যবস্থার লিখনানুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবীয় প্রজাগণ গুলিবাঁট করিলাম;
35. আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ সমস্ত বৃক্ষোৎপন্ন ফলের অগ্রিমাংশ বৎসর বৎসর সদাপ্রভুর গৃহে আনিবার;
36. এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র পশুদিগকে, আমাদের গোপাল মেষপাল সকলের প্রথমজাতদিগকে ঈশ্বরের গৃহে আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্য্যাকারী যাজকদের কাছে আনিবার;
37. এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সমূহে যাজকদের নিকটে আনিবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশমাংশ আদায় করে।
38. আর লেবীয়দের দশমাংশ আদায় কালে হারোণের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে; পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে, কুঠরী-সমূহে, ভাণ্ডারগৃহে আনিবে।
39. কারণ পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্য্যাকারী যাজকেরা, দ্বারপালেরা গায়কেরা যে স্থানে থাকে, সেই সকল কুঠরীতে ইস্রায়েল-সন্তানগণ লেবি-সন্তানগণ শস্য, দ্রাক্ষারস তৈলের উত্তোলনীয় উপহার আনিবে; এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না।
Total 13 Chapters, Current Chapter 10 of Total Chapters 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

bengali Letters Keypad References