পবিত্র বাইবেল

গডস গ্রেইস গিফট
যোশুয়া
1. পরে গুলিবাঁটক্রমে আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের বংশের অংশ নিরূপিত হইল; ইদোমের সীমা পর্য্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, সর্ব্ব দক্ষিণ প্রান্তে সিন প্রান্তর পর্য্যন্ত।
2. আর তাহাদের দক্ষিণ সীমা লবণসমুদ্রের প্রান্ত হইতে অর্থাৎ দক্ষিণাভিমুখ বঙ্ক হইতে আরম্ভ হইল;
3. আর তাহা দক্ষিণদিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়া সিন পর্য্যন্ত গেল, এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হইয়া ঊর্দ্ধগামী হইল; পরে হিষ্রোণে গিয়া অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হইয়া কর্ক্কা পর্য্যন্ত ঘুরিয়া গেল।
4. পরে অস্‌মোন হইয়া মিসরের স্রোত পর্য্যন্ত বাহির হইয়া গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হইবে।
5. আর পূর্ব্ব সীমা যর্দ্দনের মুহানা পর্য্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মুহানায় সমুদ্রের বঙ্ক হইতে বৈৎ-হগ্লায় ঊর্দ্ধগমন করিয়া
6. বৈৎঅরাবায় উত্তর দিক্‌ হইয়া গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্য্যন্ত উঠিয়া গেল।
7. পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্‌গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।
8. সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের দক্ষিণ পার্শ্বে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম তলভূমির উত্তরপ্রান্তে স্থিত পর্ব্বত-শৃঙ্গ পর্য্যন্ত গেল।
9. পরে ঐ সীমা সেই পর্ব্বত-শৃঙ্গ অবধি নিপ্তোহের জলের উনুই পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং ইফ্রোণ পর্ব্বতস্থ নগরগুলি পর্য্যন্ত বাহির হইয়া গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম পর্য্যন্ত গেল;
10. পরে সে সীমা বালা হইতে সেয়ীর পর্ব্বত পর্য্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্ব্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্য্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল।
11. আর সে সীমা ইক্রোণের উত্তর পার্শ্ব পর্য্যন্ত গমন করিল; পরে সে সীমা শিক্করোণ পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্ব্বত হইয়া যব্‌নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
12. আর পশ্চিম সীমা মহা সমুদ্র ও তাহার অঞ্চল পর্য্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের চতুর্দ্দিক্‌স্থিত সীমা এই।
13. আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের পিতা।
14. আর কালেব তথা হইতে অনাকের সন্তানগণকে, শেশয়, অহীমান ও তল্‌ময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করিলেন।
15. তথা হইতে তিনি দবীরনিবাসীদের বিরুদ্ধে গমন করিলেন; পূর্ব্বে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল।
16. আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্‌ষার বিবাহ দিব।
17. আর কালেবের ভ্রাতা কনষের পুত্র অৎনীয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।
18. আর ঐ কন্যা আসিয়া তাহার পিতার কাছে একটী ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং সে আপন গর্দ্দভ হইতে নামিল; কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও?
19. সে বলিল, আপনি আমাকে এক উপহার দিউন, দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাহাতে তিনি তাহাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।
20. আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের এই অধিকার।
21. দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার নিকটে যিহূদা-সন্তানদের বংশের প্রান্তস্থিত নগর কব্‌সেল,
22. এদর, যাগুর, কীনা, দীমোনা,
23. অদাদা কেদশ, হাৎসোর, যিৎনন, সীফ,
24. টেলম, বালোৎ,
25. হাৎসোর-হদত্তা,
26. করিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ-হাৎসোর, অমাম,
27. শমা, মোলদা, হৎসর-গদ্দা, হিষ্‌মোন,
28. বৈৎ-পেলট,
29. হৎসর-শূয়াল, বের্‌-শেবা,
30. বিষিয়োথিয়া, বালা ইয়ীম, এৎসম,
31. ইল্‌তোলদ, কসীল, হর্মা, সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না, লবায়োৎ, শিল্‌হীম, ঐন ও রিম্মোণ;
32. স্ব স্ব গ্রামের সহিত সর্ব্বশুদ্ধ ঊনত্রিশটী নগর।
33. নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না,
34. সানোহ, ঐন্‌-গন্নীম, তপূহ, ঐনম, যর্মুৎ,
35. অদুল্লম, সোখো, অসেকা, শারয়িম, অদীথয়িম,
36. গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গ্রামের সহিত চৌদ্দটী নগর।
37. সনান, হদাশা,
38. মিগ্দল্‌-গাদ, দিলিয়ন,
39. মিস্‌পী, যক্তেল, লাখীশ, বস্কৎ, ইগ্লোন, কব্বোন, লহমম, কিৎলীশ,
40. গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা;
41. স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।
42. লিব্‌না, এথর, আশন, যিপ্তহ, অশ্‌না,
43. নৎসীব, কিয়িলা, অক্‌ষীব ও মারেশা;
44. স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর।
45. ইক্রোণ, এবং তথাকার উপনগর ও গ্রাম সকল;
46. ইক্রোণ অবধি সমুদ্র পর্য্যন্ত অস্‌দোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম।
47. অস্‌দোদ, তাহার উপনগর ও গ্রাম সকল; ঘসা, তাহার উপনগর ও গ্রাম সকল; মিসরের স্রোত ও মহাসমুদ্র ও তাহার সীমা পর্য্যন্ত।
48. আর পর্ব্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো,
49. দন্না, কিরিয়ৎ-সন্না অর্থাৎ দবীর,
50. অনাব, ইষ্টিমোয়, আনীম, গোশন,
51. হোলোন ও গীলো; স্ব স্ব গ্রামের সহিত এগারটী নগর।
52. অরাব, দূমা, ইশিয়ন, যানীম, বৈৎতপূহ।
53. অফেকা, হুমটা, কিরিয়ৎ-অর্ব
54. অর্থাৎ হিব্রোণ ও সীয়োর; স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর।
55. মায়োন, কর্মিল, সীফ, যুটা যিষ্রিয়েল,
56. যক্‌দিয়াম, সানোহ, কয়িন, গিবিয়া ও তিম্না;
57. স্ব স্ব গ্রামের সহিত দশটী নগর।
58. হল্‌হূল, বৈৎ-সূর, গদোর, মারৎ, বৈৎ-অনোৎ ও ইল্‌তকোন;
59. স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।
60. কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম, ও রব্বা; স্ব স্ব গ্রামের সহিত দুইটী নগর।
61. প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,
62. নিব্‌শন লবণ-নগর ও ঐন্‌-গদী; স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।
63. পরন্তু যিহূদা-সন্তানগণ যিরূশালেম-নিবাসী যিবূষীয়দিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; যিবূষীয়েরা অদ্যাপি যিহূদা-সন্তানগণের সহিত যিরূশালেমে বাস করিতেছে।

Notes

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 15 of Total Chapters 24
যোশুয়া 15:57
1. পরে গুলিবাঁটক্রমে আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের বংশের অংশ নিরূপিত হইল; ইদোমের সীমা পর্য্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, সর্ব্ব দক্ষিণ প্রান্তে সিন প্রান্তর পর্য্যন্ত।
2. আর তাহাদের দক্ষিণ সীমা লবণসমুদ্রের প্রান্ত হইতে অর্থাৎ দক্ষিণাভিমুখ বঙ্ক হইতে আরম্ভ হইল;
3. আর তাহা দক্ষিণদিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়া সিন পর্য্যন্ত গেল, এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হইয়া ঊর্দ্ধগামী হইল; পরে হিষ্রোণে গিয়া অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হইয়া কর্ক্কা পর্য্যন্ত ঘুরিয়া গেল।
4. পরে অস্‌মোন হইয়া মিসরের স্রোত পর্য্যন্ত বাহির হইয়া গেল; আর সীমার অন্তভাগ সমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হইবে।
5. আর পূর্ব্ব সীমা যর্দ্দনের মুহানা পর্য্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মুহানায় সমুদ্রের বঙ্ক হইতে বৈৎ-হগ্লায় ঊর্দ্ধগমন করিয়া
6. বৈৎঅরাবায় উত্তর দিক্‌ হইয়া গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্য্যন্ত উঠিয়া গেল।
7. পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্‌গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।
8. সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের দক্ষিণ পার্শ্বে গেল; পরে সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম তলভূমির উত্তরপ্রান্তে স্থিত পর্ব্বত-শৃঙ্গ পর্য্যন্ত গেল।
9. পরে সীমা সেই পর্ব্বত-শৃঙ্গ অবধি নিপ্তোহের জলের উনুই পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং ইফ্রোণ পর্ব্বতস্থ নগরগুলি পর্য্যন্ত বাহির হইয়া গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম পর্য্যন্ত গেল;
10. পরে সে সীমা বালা হইতে সেয়ীর পর্ব্বত পর্য্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্ব্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্য্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল।
11. আর সে সীমা ইক্রোণের উত্তর পার্শ্ব পর্য্যন্ত গমন করিল; পরে সে সীমা শিক্করোণ পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্ব্বত হইয়া যব্‌নিয়েলে গেল; সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
12. আর পশ্চিম সীমা মহা সমুদ্র তাহার অঞ্চল পর্য্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের চতুর্দ্দিক্‌স্থিত সীমা এই।
13. আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব অর্বপুর অর্থাৎ হিব্রোণ দিলেন, অর্ব অনাকের পিতা।
14. আর কালেব তথা হইতে অনাকের সন্তানগণকে, শেশয়, অহীমান তল্‌ময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করিলেন।
15. তথা হইতে তিনি দবীরনিবাসীদের বিরুদ্ধে গমন করিলেন; পূর্ব্বে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল।
16. আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্‌ষার বিবাহ দিব।
17. আর কালেবের ভ্রাতা কনষের পুত্র অৎনীয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।
18. আর কন্যা আসিয়া তাহার পিতার কাছে একটী ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং সে আপন গর্দ্দভ হইতে নামিল; কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও?
19. সে বলিল, আপনি আমাকে এক উপহার দিউন, দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাহাতে তিনি তাহাকে উচ্চতর উনুইগুলি নিম্নতর উনুইগুলি দিলেন।
20. আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের এই অধিকার।
21. দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার নিকটে যিহূদা-সন্তানদের বংশের প্রান্তস্থিত নগর কব্‌সেল,
22. এদর, যাগুর, কীনা, দীমোনা,
23. অদাদা কেদশ, হাৎসোর, যিৎনন, সীফ,
24. টেলম, বালোৎ,
25. হাৎসোর-হদত্তা,
26. করিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ-হাৎসোর, অমাম,
27. শমা, মোলদা, হৎসর-গদ্দা, হিষ্‌মোন,
28. বৈৎ-পেলট,
29. হৎসর-শূয়াল, বের্‌-শেবা,
30. বিষিয়োথিয়া, বালা ইয়ীম, এৎসম,
31. ইল্‌তোলদ, কসীল, হর্মা, সিক্লগ, মদ্‌মন্না সন্‌সন্না, লবায়োৎ, শিল্‌হীম, ঐন রিম্মোণ;
32. স্ব স্ব গ্রামের সহিত সর্ব্বশুদ্ধ ঊনত্রিশটী নগর।
33. নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না,
34. সানোহ, ঐন্‌-গন্নীম, তপূহ, ঐনম, যর্মুৎ,
35. অদুল্লম, সোখো, অসেকা, শারয়িম, অদীথয়িম,
36. গদেরা গদেরোথয়িম; স্ব স্ব গ্রামের সহিত চৌদ্দটী নগর।
37. সনান, হদাশা,
38. মিগ্দল্‌-গাদ, দিলিয়ন,
39. মিস্‌পী, যক্তেল, লাখীশ, বস্কৎ, ইগ্লোন, কব্বোন, লহমম, কিৎলীশ,
40. গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা মক্কেদা;
41. স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।
42. লিব্‌না, এথর, আশন, যিপ্তহ, অশ্‌না,
43. নৎসীব, কিয়িলা, অক্‌ষীব মারেশা;
44. স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর।
45. ইক্রোণ, এবং তথাকার উপনগর গ্রাম সকল;
46. ইক্রোণ অবধি সমুদ্র পর্য্যন্ত অস্‌দোদের নিকটস্থ সমস্ত স্থান গ্রাম।
47. অস্‌দোদ, তাহার উপনগর গ্রাম সকল; ঘসা, তাহার উপনগর গ্রাম সকল; মিসরের স্রোত মহাসমুদ্র তাহার সীমা পর্য্যন্ত।
48. আর পর্ব্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো,
49. দন্না, কিরিয়ৎ-সন্না অর্থাৎ দবীর,
50. অনাব, ইষ্টিমোয়, আনীম, গোশন,
51. হোলোন গীলো; স্ব স্ব গ্রামের সহিত এগারটী নগর।
52. অরাব, দূমা, ইশিয়ন, যানীম, বৈৎতপূহ।
53. অফেকা, হুমটা, কিরিয়ৎ-অর্ব
54. অর্থাৎ হিব্রোণ সীয়োর; স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর।
55. মায়োন, কর্মিল, সীফ, যুটা যিষ্রিয়েল,
56. যক্‌দিয়াম, সানোহ, কয়িন, গিবিয়া তিম্না;
57. স্ব স্ব গ্রামের সহিত দশটী নগর।
58. হল্‌হূল, বৈৎ-সূর, গদোর, মারৎ, বৈৎ-অনোৎ ইল্‌তকোন;
59. স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।
60. কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম, রব্বা; স্ব স্ব গ্রামের সহিত দুইটী নগর।
61. প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,
62. নিব্‌শন লবণ-নগর ঐন্‌-গদী; স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।
63. পরন্তু যিহূদা-সন্তানগণ যিরূশালেম-নিবাসী যিবূষীয়দিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; যিবূষীয়েরা অদ্যাপি যিহূদা-সন্তানগণের সহিত যিরূশালেমে বাস করিতেছে।
Total 24 Chapters, Current Chapter 15 of Total Chapters 24
×

Alert

×

bengali Letters Keypad References