পবিত্র বাইবেল

গডস গ্রেইস গিফট
বংশাবলি ১
1. দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;
2. তৃতীয় অবশালোম, সে গশূরের তল্‌ময় রাজার কন্যা মাখার গর্ভজাত;
3. চতুর্থ আদোনিয়, সে হগীতের গর্ভজাত; পঞ্চম শফটিয়, সে অবীটলের গর্ভজাত; ষষ্ঠ যিত্রিয়ম, সে তাঁহার ভার্য্যা ইগ্লার গর্ভজাত।
4. হিব্রোণে তাঁহার ছয় পুত্র জন্মে, এবং দায়ূদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন।
5. আর তাঁহার এই সকল পুত্র যিরূশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন ও শলোমন, এই চারি জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান।
6. আর যিভর, ইলীশামা, ইলীফেলট,
7. নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা,
8. ইলীয়াদা ও ইলীফেলট, এই নয় জন।
9. ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।
10. শলোমনের পুত্র রহবিয়াম; তাঁহার পুত্র অবিয়;
11. তাঁহার পুত্র আসা; তাঁহার পুত্র যিহোশাফট; তাঁহার পুত্র যোরাম; তাঁহার পুত্র অহসিয়; তাঁহার পুত্র যোয়াশ;
12. তাঁহার পুত্র অমৎসিয়; তাঁহার পুত্র অসরিয়;
13. তাঁহার পুত্র যোথম;
14. তাঁহার পুত্র আহস; তাঁহার পুত্র হিষ্কিয়; তাঁহার পুত্র মনঃশি; তাঁহার পুত্র আমোন; তাঁহার পুত্র যোশিয়।
15. যোশিয়ের সন্তান—জ্যেষ্ঠ যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম;
16. এবং যিহোয়াকীমের পুত্র যিকনিয়, অপর পুত্র সিদিকিয়।
17. বন্দি যিকনিয়ের সন্তান—তাঁহার পুত্র শল্টীয়েল,
18. আর মল্‌কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা ও নদবিয়।
19. পদায়ের সন্তান সরুব্বাবিল ও শিমিয়ি; এবং সরুব্বাবিলের সন্তান—মশুল্লম ও হনানিয়, আর শলোমীৎ তাহাদের ভগিনী।
20. আর হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুবশ-হেষদ, এই পাঁচ জন।
21. আর হনানিয়ের সন্তান—পলটিয় ও যিশায়াহ; রফায়ের পুত্রগণ, অর্ণনের পুত্রগণ, ওবদিয়ের পুত্রগণ, শখনিয়ের পুত্রগণ।
22. শখনিয়ের সন্তান—শময়িয়; আর শময়িয়ের সন্তান—হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, ছয় জন।
23. আর নিয়রিয়ের সন্তান—ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম; তিন জন।
24. আর ইলীয়ৈনয়ের সন্তান—হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ অক্কুব, যোহানন, দলায় ও অনানি, সাত জন।

Notes

No Verse Added

Total 29 Chapters, Current Chapter 3 of Total Chapters 29
বংশাবলি ১ 3
1. দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;
2. তৃতীয় অবশালোম, সে গশূরের তল্‌ময় রাজার কন্যা মাখার গর্ভজাত;
3. চতুর্থ আদোনিয়, সে হগীতের গর্ভজাত; পঞ্চম শফটিয়, সে অবীটলের গর্ভজাত; ষষ্ঠ যিত্রিয়ম, সে তাঁহার ভার্য্যা ইগ্লার গর্ভজাত।
4. হিব্রোণে তাঁহার ছয় পুত্র জন্মে, এবং দায়ূদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন।
5. আর তাঁহার এই সকল পুত্র যিরূশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন শলোমন, এই চারি জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান।
6. আর যিভর, ইলীশামা, ইলীফেলট,
7. নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা,
8. ইলীয়াদা ইলীফেলট, এই নয় জন।
9. ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।
10. শলোমনের পুত্র রহবিয়াম; তাঁহার পুত্র অবিয়;
11. তাঁহার পুত্র আসা; তাঁহার পুত্র যিহোশাফট; তাঁহার পুত্র যোরাম; তাঁহার পুত্র অহসিয়; তাঁহার পুত্র যোয়াশ;
12. তাঁহার পুত্র অমৎসিয়; তাঁহার পুত্র অসরিয়;
13. তাঁহার পুত্র যোথম;
14. তাঁহার পুত্র আহস; তাঁহার পুত্র হিষ্কিয়; তাঁহার পুত্র মনঃশি; তাঁহার পুত্র আমোন; তাঁহার পুত্র যোশিয়।
15. যোশিয়ের সন্তান—জ্যেষ্ঠ যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম;
16. এবং যিহোয়াকীমের পুত্র যিকনিয়, অপর পুত্র সিদিকিয়।
17. বন্দি যিকনিয়ের সন্তান—তাঁহার পুত্র শল্টীয়েল,
18. আর মল্‌কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা নদবিয়।
19. পদায়ের সন্তান সরুব্বাবিল শিমিয়ি; এবং সরুব্বাবিলের সন্তান—মশুল্লম হনানিয়, আর শলোমীৎ তাহাদের ভগিনী।
20. আর হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় যুবশ-হেষদ, এই পাঁচ জন।
21. আর হনানিয়ের সন্তান—পলটিয় যিশায়াহ; রফায়ের পুত্রগণ, অর্ণনের পুত্রগণ, ওবদিয়ের পুত্রগণ, শখনিয়ের পুত্রগণ।
22. শখনিয়ের সন্তান—শময়িয়; আর শময়িয়ের সন্তান—হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, ছয় জন।
23. আর নিয়রিয়ের সন্তান—ইলীয়ৈনয়, হিষ্কিয় অস্রীকাম; তিন জন।
24. আর ইলীয়ৈনয়ের সন্তান—হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ অক্কুব, যোহানন, দলায় অনানি, সাত জন।
Total 29 Chapters, Current Chapter 3 of Total Chapters 29
×

Alert

×

bengali Letters Keypad References