পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
লেবীয় পুস্তক

লেবীয় পুস্তক অধ্যায় 12

সন্তান জন্মের পরে শুদ্ধকরণ 1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “তুমি ইস্রায়েলীদের বলো: ‘সন্তান গর্ভধারণ করার পর কোনো মহিলা যখন একটি ছেলের জন্ম দেয় তবে সে আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য অশুচি থাকবে, যেমন তার মাসিক ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। 3 অষ্টম দিনে বালকটিকে সুন্নত করতে হবে। 4 পরে মহিলাটি তার রক্তস্রাব থেকে শুদ্ধ হওয়ার জন্য তেত্রিশ দিন অপেক্ষা করবে। তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত না হওয়া পর্যন্ত সে কোনোভাবে পবিত্র বস্তু স্পর্শ করবে না অথবা পবিত্রস্থানে যাবে না। 5 যদি সে একটি মেয়ের জন্ম দেয়, তাহলে দুই সপ্তাহের জন্য তার অশুদ্ধতা থাকবে, যেমন ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। তারপর তার রক্তস্রাব থেকে শুচিশুদ্ধ হওয়ার জন্য তাকে ছেষট্টি দিন অবশ্যই প্রতীক্ষা করতে হবে। 6 “ ‘যখন একটি ছেলে অথবা মেয়ের জন্য তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত হয়, হোমবলির জন্য এক বর্ষীয় মেষশাবক ও পাপার্থক বলির জন্য একটি কপোতশাবক অথবা একটি ঘুঘু সে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে যাজকের কাছে আনবে। 7 তার জন্য প্রায়শ্চিত্ত সাধনার্থে সদাপ্রভুর যাজক সেগুলি উৎসর্গ করবে এবং পরে ওই মহিলা তার রক্তস্রাব থেকে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ হবে। “ ‘এই নিয়মাবলি ওই মহিলার জন্য, যে একটি ছেলে অথবা একটি মেয়ের জন্ম দেবে। 8 যদি সে একটি মেষশাবক জোগান দিতে না পারে, তাহলে দুটি ঘুঘু কিংবা দুটি কপোতশাবক আনবে; প্রথমটি হোমবলিদানার্থে ও দ্বিতীয়টি পাপার্থক বলিদানার্থে তার নিবেদন। এইভাবে তার জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং সে শুচিশুদ্ধ হবে।’ ”
1. {#1সন্তান জন্মের পরে শুদ্ধকরণ } সদাপ্রভু মোশিকে বললেন, 2. “তুমি ইস্রায়েলীদের বলো: ‘সন্তান গর্ভধারণ করার পর কোনো মহিলা যখন একটি ছেলের জন্ম দেয় তবে সে আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য অশুচি থাকবে, যেমন তার মাসিক ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। 3. অষ্টম দিনে বালকটিকে সুন্নত করতে হবে। 4. পরে মহিলাটি তার রক্তস্রাব থেকে শুদ্ধ হওয়ার জন্য তেত্রিশ দিন অপেক্ষা করবে। তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত না হওয়া পর্যন্ত সে কোনোভাবে পবিত্র বস্তু স্পর্শ করবে না অথবা পবিত্রস্থানে যাবে না। 5. যদি সে একটি মেয়ের জন্ম দেয়, তাহলে দুই সপ্তাহের জন্য তার অশুদ্ধতা থাকবে, যেমন ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। তারপর তার রক্তস্রাব থেকে শুচিশুদ্ধ হওয়ার জন্য তাকে ছেষট্টি দিন অবশ্যই প্রতীক্ষা করতে হবে। 6. “ ‘যখন একটি ছেলে অথবা মেয়ের জন্য তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত হয়, হোমবলির জন্য এক বর্ষীয় মেষশাবক ও পাপার্থক বলির জন্য একটি কপোতশাবক অথবা একটি ঘুঘু সে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে যাজকের কাছে আনবে। 7. তার জন্য প্রায়শ্চিত্ত সাধনার্থে সদাপ্রভুর যাজক সেগুলি উৎসর্গ করবে এবং পরে ওই মহিলা তার রক্তস্রাব থেকে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ হবে। “ ‘এই নিয়মাবলি ওই মহিলার জন্য, যে একটি ছেলে অথবা একটি মেয়ের জন্ম দেবে। 8. যদি সে একটি মেষশাবক জোগান দিতে না পারে, তাহলে দুটি ঘুঘু কিংবা দুটি কপোতশাবক আনবে; প্রথমটি হোমবলিদানার্থে ও দ্বিতীয়টি পাপার্থক বলিদানার্থে তার নিবেদন। এইভাবে তার জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং সে শুচিশুদ্ধ হবে।’ ”
  • লেবীয় পুস্তক অধ্যায় 1  
  • লেবীয় পুস্তক অধ্যায় 2  
  • লেবীয় পুস্তক অধ্যায় 3  
  • লেবীয় পুস্তক অধ্যায় 4  
  • লেবীয় পুস্তক অধ্যায় 5  
  • লেবীয় পুস্তক অধ্যায় 6  
  • লেবীয় পুস্তক অধ্যায় 7  
  • লেবীয় পুস্তক অধ্যায় 8  
  • লেবীয় পুস্তক অধ্যায় 9  
  • লেবীয় পুস্তক অধ্যায় 10  
  • লেবীয় পুস্তক অধ্যায় 11  
  • লেবীয় পুস্তক অধ্যায় 12  
  • লেবীয় পুস্তক অধ্যায় 13  
  • লেবীয় পুস্তক অধ্যায় 14  
  • লেবীয় পুস্তক অধ্যায় 15  
  • লেবীয় পুস্তক অধ্যায় 16  
  • লেবীয় পুস্তক অধ্যায় 17  
  • লেবীয় পুস্তক অধ্যায় 18  
  • লেবীয় পুস্তক অধ্যায় 19  
  • লেবীয় পুস্তক অধ্যায় 20  
  • লেবীয় পুস্তক অধ্যায় 21  
  • লেবীয় পুস্তক অধ্যায় 22  
  • লেবীয় পুস্তক অধ্যায় 23  
  • লেবীয় পুস্তক অধ্যায় 24  
  • লেবীয় পুস্তক অধ্যায় 25  
  • লেবীয় পুস্তক অধ্যায় 26  
  • লেবীয় পুস্তক অধ্যায় 27  
×

Alert

×

Bengali Letters Keypad References