পবিত্র বাইবেল

বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া (BSI)
বংশাবলি ১

বংশাবলি ১ অধ্যায় 8

1 বিন্যামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্‌বেল, 2 ও তৃতীয় অহর্হ, চতুর্থ নোহা, ও পঞ্চম রাফা। 3 আর বেলার সন্তান অদ্দর, গেরা, 4 অবীহূদ, অবীশূয়, নামান, 5 আহোহ, গেরা, শফূফন ও হূরম। 6 এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল। 7 আর তিনি নামান, অহিয় ও গেরা, ইহাঁদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ। 8 আর তিনি তাঁহাদিগকে বিদায় করিলে পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাঁহার ভার্য্যা হূশীম ও বারা। 9 আর তাঁহার হোদশ নামিকা স্ত্রীর গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় ও মির্ম; 10 তাঁহার এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন। 11 আর হূশীমের গর্ভজাত তাঁহার পুত্র অহীটূব ও ইল্পাল। 12 আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ, 13 এবং বরীয় ও শেমা; ইহাঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইহাঁরা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন। 14 আর বরীয়ের সন্তান অহিয়ো, শাশক, 15 যিরেমোৎ, সবদিয়, অরাদ, 16 এদর, মীখায়েল, যিশ্‌পা ও যোহ। 17 আর ইল্পালের সন্তান সবদিয়, মশুল্লম, 18 হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব। 19 আর শিমিয়ির সন্তান যাকীম, 20 সিখ্রি, সব্দি, 21 ইলীয়ৈনয়, সিল্লথয়, 22 ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ। 23 আর শাশকের সন্তান যিশ্‌পন, এবর, 24 ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, 25 এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল। 26 আর যিরোহমের সন্তান শিম্‌শরয়, 27 শহরিয়, অথলিয়, যারিশিয়, এলিয় ও সিখ্রি। 28 ইহাঁরা পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন, ইহাঁরা যিরূশালেমে বাস করিতেন। 29 আর গিবিয়োনের পিতা *যিয়ীয়েল গিবিয়োনে বাস করিতেন, তাঁহার স্ত্রীর নাম মাখা। 30 তাঁহার জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, 31 কীশ, বাল, নাদব, গদোর, অহিয়ো ও সখর। 32 আর মিক্লোতের পুত্র শিমিয়। ইহাঁরাও আপন ভাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতাদের কাছে বাস করিতেন। 33 নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল। 34 আর যোনাথনের পুত্র মরীব্‌-বাল, ও মরীব্‌-বালের পুত্র মীখা। 35 আর মীখার সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস। 36 আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা। 37 মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলীয়াসা, তাহার পুত্র আৎসেল। 38 আৎসেলের ছয় পুত্র; তাহাদের নাম এই এই; অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান; ইহারা সকলে আৎসেলের সন্তান। 39 আর তাহার ভ্রাতা এশকের সন্তান—জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট। 40 আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
1. বিন্যামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্‌বেল, 2. ও তৃতীয় অহর্হ, চতুর্থ নোহা, ও পঞ্চম রাফা। 3. আর বেলার সন্তান অদ্দর, গেরা, 4. অবীহূদ, অবীশূয়, নামান, 5. আহোহ, গেরা, শফূফন ও হূরম। 6. এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল। 7. আর তিনি নামান, অহিয় ও গেরা, ইহাঁদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ। 8. আর তিনি তাঁহাদিগকে বিদায় করিলে পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাঁহার ভার্য্যা হূশীম ও বারা। 9. আর তাঁহার হোদশ নামিকা স্ত্রীর গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় ও মির্ম; 10. তাঁহার এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন। 11. আর হূশীমের গর্ভজাত তাঁহার পুত্র অহীটূব ও ইল্পাল। 12. আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ, 13. এবং বরীয় ও শেমা; ইহাঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইহাঁরা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন। 14. আর বরীয়ের সন্তান অহিয়ো, শাশক, 15. যিরেমোৎ, সবদিয়, অরাদ, 16. এদর, মীখায়েল, যিশ্‌পা ও যোহ। 17. আর ইল্পালের সন্তান সবদিয়, মশুল্লম, 18. হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব। 19. আর শিমিয়ির সন্তান যাকীম, 20. সিখ্রি, সব্দি, 21. ইলীয়ৈনয়, সিল্লথয়, 22. ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ। 23. আর শাশকের সন্তান যিশ্‌পন, এবর, 24. ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, 25. এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল। 26. আর যিরোহমের সন্তান শিম্‌শরয়, 27. শহরিয়, অথলিয়, যারিশিয়, এলিয় ও সিখ্রি। 28. ইহাঁরা পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন, ইহাঁরা যিরূশালেমে বাস করিতেন। 29. আর গিবিয়োনের পিতা [যিয়ীয়েল] গিবিয়োনে বাস করিতেন, তাঁহার স্ত্রীর নাম মাখা। 30. তাঁহার জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, 31. কীশ, বাল, নাদব, গদোর, অহিয়ো ও সখর। 32. আর মিক্লোতের পুত্র শিমিয়। ইহাঁরাও আপন ভাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতাদের কাছে বাস করিতেন। 33. নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল। 34. আর যোনাথনের পুত্র মরীব্‌-বাল, ও মরীব্‌-বালের পুত্র মীখা। 35. আর মীখার সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস। 36. আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা। 37. মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলীয়াসা, তাহার পুত্র আৎসেল। 38. আৎসেলের ছয় পুত্র; তাহাদের নাম এই এই; অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান; ইহারা সকলে আৎসেলের সন্তান। 39. আর তাহার ভ্রাতা এশকের সন্তান—জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট। 40. আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
  • বংশাবলি ১ অধ্যায় 1  
  • বংশাবলি ১ অধ্যায় 2  
  • বংশাবলি ১ অধ্যায় 3  
  • বংশাবলি ১ অধ্যায় 4  
  • বংশাবলি ১ অধ্যায় 5  
  • বংশাবলি ১ অধ্যায় 6  
  • বংশাবলি ১ অধ্যায় 7  
  • বংশাবলি ১ অধ্যায় 8  
  • বংশাবলি ১ অধ্যায় 9  
  • বংশাবলি ১ অধ্যায় 10  
  • বংশাবলি ১ অধ্যায় 11  
  • বংশাবলি ১ অধ্যায় 12  
  • বংশাবলি ১ অধ্যায় 13  
  • বংশাবলি ১ অধ্যায় 14  
  • বংশাবলি ১ অধ্যায় 15  
  • বংশাবলি ১ অধ্যায় 16  
  • বংশাবলি ১ অধ্যায় 17  
  • বংশাবলি ১ অধ্যায় 18  
  • বংশাবলি ১ অধ্যায় 19  
  • বংশাবলি ১ অধ্যায় 20  
  • বংশাবলি ১ অধ্যায় 21  
  • বংশাবলি ১ অধ্যায় 22  
  • বংশাবলি ১ অধ্যায় 23  
  • বংশাবলি ১ অধ্যায় 24  
  • বংশাবলি ১ অধ্যায় 25  
  • বংশাবলি ১ অধ্যায় 26  
  • বংশাবলি ১ অধ্যায় 27  
  • বংশাবলি ১ অধ্যায় 28  
  • বংশাবলি ১ অধ্যায় 29  
×

Alert

×

Bengali Letters Keypad References