লুক 10 : 1 (OCVBN)
যীশু বাহাত্তর জন শিষ্যকে পাঠালেন এরপর প্রভু আরও বাহাত্তর জনকে[* কোনো কোনো পাণ্ডুলিপিতে, সত্তরজন। 17 পদেও। ] নিযুক্ত করলেন এবং যে সমস্ত নগরে ও স্থানে নিজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তার আগেই তিনি দুজন দুজন করে তাঁদের সেইসব স্থানে পাঠিয়ে দিলেন।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42