গালাতীয় 2 : 9 (OCVBN)
যাকোব, পিতর[‡ গ্রিক: কৈফা; 11 ও 14 পদেও। ] ও যোহন—যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন—তাঁরা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্ণবার হাতে হাত মিলিয়ে সহকর্মীরূপে আমাদের গ্রহণ করলেন। [§ আক্ষরিক: সহভাগিতার ডান হাত দিলেন। ] তাঁরা সম্মত হলেন যে, অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাঁদের উচিত ইহুদিদের কাছে যাওয়া।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21