এজরা 2 : 1 (OCVBN)
নির্বাসন প্রত্যাগতদের তালিকা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দি করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এইসব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুশালেম ও যিহূদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল।
এজরা 2 : 2 (OCVBN)
তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্বয়, রহূম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ইস্রায়েলী পুরুষদের তালিকা:
এজরা 2 : 6 (OCVBN)
(যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে) পহৎ-মোয়াবের বংশধর, 2,812 জন;
এজরা 2 : 12 (OCVBN)
অস্গদের বংশধর, 1,222 জন;
এজরা 2 : 13 (OCVBN)
অদোনীকামের বংশধর, 666 জন;
এজরা 2 : 14 (OCVBN)
বিগ্বয়ের বংশধর, 2,056 জন;
এজরা 2 : 16 (OCVBN)
(হিষ্কিয়ের বংশজাত) আটেরের বংশধর, 98 জন;
এজরা 2 : 21 (OCVBN)
বেথলেহেমের লোকেরা, 123 জন;
এজরা 2 : 24 (OCVBN)
অস্মাবতের লোকেরা, 42 জন;
এজরা 2 : 25 (OCVBN)
কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোকেরা, 743 জন;
এজরা 2 : 26 (OCVBN)
রামার ও গেবার লোকেরা, 621 জন;
এজরা 2 : 27 (OCVBN)
মিক্মসের লোকেরা, 122 জন;
এজরা 2 : 28 (OCVBN)
বেথেল ও অয়ের লোকেরা, 223 জন;
এজরা 2 : 30 (OCVBN)
মগ্বীশের লোকেরা, 156 জন;
এজরা 2 : 31 (OCVBN)
অন্য এলমের লোকেরা, 1,254 জন;
এজরা 2 : 33 (OCVBN)
লোদ, হাদীদ ও ওনোর লোকেরা, 725 জন;
এজরা 2 : 35 (OCVBN)
সনায়ার লোকেরা, 3,630 জন।
এজরা 2 : 36 (OCVBN)
যাজকবর্গ: (যেশূয়ের বংশের মধ্যে) যিদয়িয়ের বংশধর, 973 জন;
এজরা 2 : 37 (OCVBN)
ইম্মেরের বংশধর, 1,052 জন;
এজরা 2 : 38 (OCVBN)
পশ্হূরের বংশধর, 1,247 জন;
এজরা 2 : 40 (OCVBN)
লেবীয়বর্গ: (হোদবিয়ের বংশজাত) যেশূয় ও কদ্মীয়েলের বংশধর, 74 জন।
এজরা 2 : 41 (OCVBN)
গায়কবৃন্দ: আসফের বংশধর, 128 জন।
এজরা 2 : 42 (OCVBN)
মন্দিরের দ্বাররক্ষীবর্গ: শল্লুম, আটের, টল্মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশধর, 139 জন।
এজরা 2 : 43 (OCVBN)
মন্দিরের পরিচারকবৃন্দ: সীহ, হসূফা, টব্বায়োত,
এজরা 2 : 55 (OCVBN)
শলোমনের দাসদের বংশধর: সোটয়, হস্সোফেরত, পরূদা,
এজরা 2 : 57 (OCVBN)
শফটিয়, হটীল, পোখেরৎ-হৎসবায়ীম ও আমীর বংশধর।
এজরা 2 : 58 (OCVBN)
মন্দিরের দাসেরা এবং শলোমনের দাসদের বংশধর 392 জন।
এজরা 2 : 59 (OCVBN)
তেল্-মেলহ, তেল্-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইস্রায়েলী লোক কি না, এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না:
এজরা 2 : 60 (OCVBN)
দলায়, টোবিয় ও নকোদের বংশধর, 652 জন।
এজরা 2 : 61 (OCVBN)
আর যাজকদের মধ্যে: হবায়ের, হক্কোষের ও বর্সিল্লয়ের বংশধর (এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হত)।
এজরা 2 : 62 (OCVBN)
বংশতালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি এবং সেই কারণে তারা অশুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল।
এজরা 2 : 63 (OCVBN)
শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
এজরা 2 : 64 (OCVBN)
সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন।
এজরা 2 : 65 (OCVBN)
এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল।
এজরা 2 : 66 (OCVBN)
তাদের 736-টি ঘোড়া, 245-টি খচ্চর,
এজরা 2 : 67 (OCVBN)
435-টি উট এবং 6,720-টি গাধা ছিল।
এজরা 2 : 68 (OCVBN)
যখন তারা জেরুশালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হল, তখন পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাদের স্বেচ্ছাদান নিবেদন করলেন।
এজরা 2 : 69 (OCVBN)
তাদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তারা দান দিলেন। তাদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদর্কোন* অথবা, প্রায় 500 কিলোগ্রাম সোনা, 5,000 মানি † অর্থাৎ, প্রায় 3 টন, বা 2.8 মেট্রিক টন রুপো, এবং 100-টি যাজকীয় পরিধেয় বস্ত্র।
এজরা 2 : 70 (OCVBN)
যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের, এবং অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল।
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70