যাত্রাপুস্তক 11 : 1 (OCVBN)
প্রথমজাতদের উপর নেমে আসা আঘাত এদিকে সদাপ্রভু মোশিকে বললেন, “আমি ফরৌণের ও মিশরের উপর আরও একটি আঘাত নিয়ে আসব। পরে, সে তোমাদের এখান থেকে যেতে দেবে, এবং যখন সে তা করবে, তখন সম্পূর্ণরূপে সে তোমাদের তাড়িয়ে দেবে।

1 2 3 4 5 6 7 8 9 10