সামসঙ্গীত 120 : 1 (IRVBN)
*আরোহনের গীত। *আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন।
সামসঙ্গীত 120 : 2 (IRVBN)
আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।
সামসঙ্গীত 120 : 3 (IRVBN)
প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন?
সামসঙ্গীত 120 : 4 (IRVBN)
তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের* শক্তিশালী মানুষ র ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে।
সামসঙ্গীত 120 : 5 (IRVBN)
ব্যাখ্যাকারী মন্তব্য মেইল রেফারেন্স দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে ‡ মেইল রেফারেন্স এই এলাকার লোকগুলো ভয়ঙ্কর হিংস্র ছিল § মেশক ব্ল্যাক সমুদ্র এবং কাস্পিযান সমুদ্রের মধ্যস্থ অঞ্চলে অবস্থিত ছিলম এবং এটা কেদার থেকে অনেক দুরে ছিল, কেদার উপজাতি অধুষ্যিত অঞ্চল ছিল যারা সিরিয়ার দামাস্কাসের বাসিন্দা ছিল থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।
সামসঙ্গীত 120 : 6 (IRVBN)
অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।
সামসঙ্গীত 120 : 7 (IRVBN)
আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়।

1 2 3 4 5 6 7