নেহেমিয়া 2 : 1 (IRVBN)
অর্তক্ষস্ত রাজার রাজত্বের কুড়ি বছরের নীসন মা* মার্চ মাসের মধ্য থেকে এপ্রিলের মধ্য চার মাস পরে এই ঘটনা ঘটল সে রাজার সামনে আঙ্গুর রস থাকাতে আমি সেই আঙ্গুর রস নিয়ে রাজাকে দিলাম। তার আগে আমি তাঁর সামনে কখনও দুঃখিত হইনি।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20