নেহেমিয়া 10 : 1 (IRVBN)
যাঁরা তার উপর সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন হখলিয়ের ছেলে শাসনকর্ত্তা নহিমিয় ও সিদিকিয়,
নেহেমিয়া 10 : 6 (IRVBN)
ওবদিয়, দানিয়েল, গিন্নথোন, বারূক,
নেহেমিয়া 10 : 7 (IRVBN)
মশুল্লম, অবিয়, মিয়ামীন,
নেহেমিয়া 10 : 8 (IRVBN)
মাসিয়, বিল্গয় ও শময়িয়। এঁরা সবাই যাজক ছিলেন।
নেহেমিয়া 10 : 9 (IRVBN)
লেবীয়দের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন অসনিয়ের ছেলে যেশূয়, হেনাদদের বংশধর বিন্নূয়ী ও কদ্মীয়েল
নেহেমিয়া 10 : 10 (IRVBN)
এবং তাঁদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,
নেহেমিয়া 10 : 11 (IRVBN)
নেহেমিয়া 10 : 12 (IRVBN)
সক্কূর, শেরেবিয়, শবনিয়,
নেহেমিয়া 10 : 13 (IRVBN)
নেহেমিয়া 10 : 14 (IRVBN)
লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ মোয়াব, এলম, সত্তূ, বানি,
নেহেমিয়া 10 : 15 (IRVBN)
নেহেমিয়া 10 : 16 (IRVBN)
নেহেমিয়া 10 : 17 (IRVBN)
নেহেমিয়া 10 : 18 (IRVBN)
নেহেমিয়া 10 : 19 (IRVBN)
বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়,
নেহেমিয়া 10 : 20 (IRVBN)
নেহেমিয়া 10 : 21 (IRVBN)
নেহেমিয়া 10 : 22 (IRVBN)
সাদোক, যদ্দুয়, পলটিয়, হানন, অনায়,
নেহেমিয়া 10 : 23 (IRVBN)
নেহেমিয়া 10 : 24 (IRVBN)
নেহেমিয়া 10 : 25 (IRVBN)
শোবেক, রহূম, হশব্না, মাসেয়,
নেহেমিয়া 10 : 26 (IRVBN)
নেহেমিয়া 10 : 27 (IRVBN)
নেহেমিয়া 10 : 28 (IRVBN)
প্রজাদের বাকি লোকেরা, অর্থাৎ যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, নথীনীয়েরা এবং ঈশ্বরের ব্যবস্থা পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, তাদের স্ত্রী ও ছেলেমেয়ে, জ্ঞানী ও বুদ্ধিমান সবাই
নেহেমিয়া 10 : 29 (IRVBN)
নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকল এবং শপথের মাধ্যমে এই প্রতিজ্ঞা করল, আমরা ঈশ্বরের দাস মোশির দেওয়া ঈশ্বরের ব্যবস্থা পালন করব। আমরা ঈশ্বরের দাস মোশির মধ্য দিয়ে দেওয়া ঈশ্বরের আইন কানুন অনুসারে চলব এবং আমাদের প্রভু সদাপ্রভুর সমস্ত আদেশ, নির্দেশ ও নিয়ম যত্নের সঙ্গে পালন করব।
নেহেমিয়া 10 : 30 (IRVBN)
এবং আমরা আমাদের আশেপাশের জাতিদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না কিম্বা আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না।
নেহেমিয়া 10 : 31 (IRVBN)
আর বিশ্রামবারে কিম্বা অন্য কোন পবিত্র দিনের যদি আশেপাশের জাতির লোকেরা কোনো জিনিসপত্র কিম্বা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না এবং সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।
নেহেমিয়া 10 : 32 (IRVBN)
আমরা ঈশ্বরের গৃহের সেবা কাজের জন্য প্রতি বছর এক শেক* প্রায় চার গ্রাম লের তিন ভাগের এক ভাগ দেবার দায়িত্ব আমরা গ্রহণ করলাম।
নেহেমিয়া 10 : 33 (IRVBN)
দর্শন রুটির, নিয়মিত ভক্ষ্য নৈবেদ্যের, নিয়মিত হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব সব কিছুর, পবিত্র জিনিসের ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তের পাপবলির জন্য তা করলাম।
নেহেমিয়া 10 : 34 (IRVBN)
আমাদের ব্যবস্থায় যেমন লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদীর উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট দিনের আমাদের ঈশ্বরের ঘরে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করবার জন্য আমরা, যাজকেরা, লেবীয়েরা ও লোকেরা গুলিবাঁট করলাম।
নেহেমিয়া 10 : 35 (IRVBN)
আমরা জমি থেকে উত্পন্ন প্রতি বছর প্রথমে কাটা ফসল ও প্রত্যেকটি গাছের প্রথম ফল সদাপ্রভুর গৃহে আনবার
নেহেমিয়া 10 : 36 (IRVBN)
এবং ব্যবস্থার যেমন লেখা আছে সেইমত আমরা আমাদের প্রথম জন্মানো ছেলে ও পশুর পালের গরু ও ভেড়ার প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের ঘরের সেবাকারী যাজকদের কাছে নিয়ে আনবার
নেহেমিয়া 10 : 37 (IRVBN)
এবং আমাদের ময়দার ও শস্য উৎসর্গের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন আঙ্গুর রস ও তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের ঘরের ভান্ডার ঘরে যাজকদের কাছে আনবার এবং আমাদের ফসলের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে নিয়ে আনবার বিষয় স্থির করলাম, কারণ আমাদের সব শহরে লেবীয়েরাই দশমাংশ গ্রহণ করেন।
নেহেমিয়া 10 : 38 (IRVBN)
লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সঙ্গে থাকবেন হারোণের বংশের একজন যাজক। পরে লেবীয়েরা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের ঈশ্বরের ঘরের ধনভান্ডারের ঘরেতে নিয়ে যাবেন।
নেহেমিয়া 10 : 39 (IRVBN)
কারণ ধনভান্ডারের যে সব কামরায় পবিত্র স্থানের জিনিসপত্র রাখা হয় এবং সেবাকারী যাজকেরা, রক্ষীরা ও গায়কেরা যেখানে থাকেন সেখানে ইস্রায়েলীয়েরা ও লেবীয়েরা তাদের শস্য, নতুন আঙ্গুর রস ও তেল নিয়ে আসবে এবং আমরা নিজেদের ঈশ্বরের গৃহ ত্যাগ করব না।
❮
❯