নেহেমিয়া 1 : 1 (IRVBN)
{নহিমিয়ের প্রার্থনা। } কুড়ি বছরের কিশ্‌লেব মাসে* কিশলেব অথবা কিষলেব বাবিলীয় ক্যালেন্ডার অনুসারে নবম মাস ছিল, হিব্রু ক্যালেন্ডার অনুসারে এটা নভেম্বরের মধ্যিখান থেকে ডিসেম্বরের মধ্যিখান পর্যন্ত ছিল আমি শূশন † 465 থেকে 425 খ্রীষ্টপূর্বাব্দের বছর গুলোতে পারস্যের রাজা প্রথম অর্তক্ষস্ত্রর রাজত্বে নহিমিয় শুশনের রাজপ্রাসাদে বাস করছিল যা ইলোম দেশের রাজধানী শহর ছিল রাজধানীতে ছিলাম।

1 2 3 4 5 6 7 8 9 10 11