আদিপুস্তক 36 : 1 (IRVBN)
এষৌর বংশ-বৃত্তান্ত এষৌর অর্থাৎ ইদোমের বংশ-বৃত্তান্ত এই।
আদিপুস্তক 36 : 2 (IRVBN)
এষৌ কনানীয়দের দুটি মেয়েকে, অর্থাৎ হিত্তীয় এলোনের মেয়ে আদাকে ও হিব্বীয় সিবিয়োনের নাতনি অনার মেয়ে অহলীবামাকে,
আদিপুস্তক 36 : 3 (IRVBN)
তাছাড়াও নবায়োতের বোনকে, অর্থাৎ ইশ্মায়েলের বাসমৎ নামে মেয়েকে বিয়ে করলেন।
আদিপুস্তক 36 : 4 (IRVBN)
আর এষৌর জন্য আদা ইলীফসকে ও বাসমৎ রুয়েলকে প্রসব করে।
আদিপুস্তক 36 : 5 (IRVBN)
এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; এরা এষৌর ছেলে, কনান দেশে জন্মে।
আদিপুস্তক 36 : 6 (IRVBN)
পরে এষৌ নিজের স্ত্রী ছেলে মেয়েরা ও ঘরের অন্য সব প্রাণীকে এবং নিজের সমস্ত পশুধন ও কনান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি নিয়ে যাকোব ভাইয়ের সামনে থেকে আর এক দেশে চলে গেলেন।
আদিপুস্তক 36 : 7 (IRVBN)
কারণ তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে একসঙ্গে বসবাস করা সম্ভব হল না এবং পশুধনের জন্য তাঁদের সেই প্রবাস-দেশে জায়গা কুলাল না।
আদিপুস্তক 36 : 8 (IRVBN)
এই ভাবে এষৌ সেয়ীর পর্বতে বাস করলেন; তিনিই ইদোম।
আদিপুস্তক 36 : 9 (IRVBN)
সেয়ীর পর্বতে অবস্থিত ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।
আদিপুস্তক 36 : 10 (IRVBN)
এষৌর ছেলেদের নাম এই। এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস ও এষৌর স্ত্রী বাসমতের ছেলে রুয়েল।
আদিপুস্তক 36 : 11 (IRVBN)
আর ইলীফসের ছেলে তৈমন ও ওমার, সফো, গয়িতম ও কনস।
আদিপুস্তক 36 : 12 (IRVBN)
আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।
আদিপুস্তক 36 : 13 (IRVBN)
আর রুয়েলের ছেলে নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।
আদিপুস্তক 36 : 14 (IRVBN)
আর সিবিয়োনের নাতনি অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তার ছেলে যিয়ূশ, যালম ও কোরহ।
আদিপুস্তক 36 : 15 (IRVBN)
এষৌর বংশধরদের দলপতিরা এই। এষৌর বড় ছেলে যে ইলীফস, তার ছেলে দলপতি তৈমন, দলপতি ওমার,
আদিপুস্তক 36 : 16 (IRVBN)
দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার বংশধর।
আদিপুস্তক 36 : 17 (IRVBN)
এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।
আদিপুস্তক 36 : 18 (IRVBN)
আর এষৌর স্ত্রী অহলীবামার ছেলে দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তার বংশধর।
আদিপুস্তক 36 : 19 (IRVBN)
এরা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।
আদিপুস্তক 36 : 20 (IRVBN)
সেই দেশনিবাসী হোরীয় সেয়ীরের ছেলে লোটন, শোবল, শিবিয়োন, অনা,
আদিপুস্তক 36 : 21 (IRVBN)
দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই ছেলেরা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।
আদিপুস্তক 36 : 22 (IRVBN)
লোটনের ছেলে হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।
আদিপুস্তক 36 : 23 (IRVBN)
আর শোবলের অলবন, মানহৎ, এবল, শফো ও ওনম।
আদিপুস্তক 36 : 24 (IRVBN)
আর সিবিয়োনের ছেলে অয়া ও অনা; এই অনা তার বাবা সিবিয়োনের গাধা চরাবার দিনের মরুপ্রান্তে গর* বন্য গর্দভ ম জলের উনুই খুঁজে পেয়েছিল।
আদিপুস্তক 36 : 25 (IRVBN)
অনার ছেলে দিশোন ও অনার মেয়ে অহলীবামা।
আদিপুস্তক 36 : 26 (IRVBN)
আর দিশোনের ছেলে হিমদন, ইশবন, যিত্রন ও করান।
আদিপুস্তক 36 : 27 (IRVBN)
আর এৎসরের ছেলে বিলহন, সাবন ও আকন।
আদিপুস্তক 36 : 28 (IRVBN)
আর দিশোনের ছেলে উষ ও অরান।
আদিপুস্তক 36 : 29 (IRVBN)
হোরীয় বংশোদ্ভব দলপতিরা এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, দলপতি অনা,
আদিপুস্তক 36 : 30 (IRVBN)
দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।
আদিপুস্তক 36 : 31 (IRVBN)
ইদোমের শাসকগণ ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।
আদিপুস্তক 36 : 32 (IRVBN)
বিয়োরের ছেলে বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন হাবা।
আদিপুস্তক 36 : 33 (IRVBN)
আর বেলা মারা গেলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।
আদিপুস্তক 36 : 34 (IRVBN)
আর যোবব মারা গেলে পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।
আদিপুস্তক 36 : 35 (IRVBN)
আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।
আদিপুস্তক 36 : 36 (IRVBN)
আর হদদ মারা যাবার পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।
আদিপুস্তক 36 : 37 (IRVBN)
আর সম্ল মারা গেলে পর *ফরাৎ নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।
আদিপুস্তক 36 : 38 (IRVBN)
আর শৌল মারা গেলে পর অকবোরের ছেলে বাল্‌হানন তাঁর পদে রাজত্ব করেন।
আদিপুস্তক 36 : 39 (IRVBN)
আর অকবোরের পুত্র বাল্‌হানন মারা গেলে পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ু ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের মেয়ে ও মেষাহবের নাতনী।
আদিপুস্তক 36 : 40 (IRVBN)
গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ,
আদিপুস্তক 36 : 41 (IRVBN)
দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,
আদিপুস্তক 36 : 42 (IRVBN)
দলপতি কনস্‌, দলপতি তৈমন, দলপতি মিবসর,
আদিপুস্তক 36 : 43 (IRVBN)
দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43