যাত্রাপুস্তক 25 : 1 (IRVBN)
ঈশ্বরীয় তাঁবু অথবা পবিত্র স্থানের জন্য উত্সর্গ দান (যাত্রা পুস্তক 35:4-9) পরে সদাপ্রভু মোশিকে বললেন,
যাত্রাপুস্তক 25 : 2 (IRVBN)
তুমি ইস্রায়েলদেরকে আমার জন্য উপহার সংগ্রহ করতে বল; হৃদয়ের ইচ্ছা থেকে যে নিবেদন করে, তার থেকে তোমরা আমার জন্য সেই উপহার গ্রহণ কোরো।
যাত্রাপুস্তক 25 : 3 (IRVBN)
এই সব উপহার তাদের থেকে গ্রহণ করবে; সোনা, রূপা, ব্রোঞ্জ; নীল,
যাত্রাপুস্তক 25 : 4 (IRVBN)
বেগুনে ও লাল এবং সাদা মসীনা সূত্র ও ছাগলের লোম
যাত্রাপুস্তক 25 : 5 (IRVBN)
ও রক্তের রঙের ভেড়া* অসুস্থ গরুর চামড়া র চামড়া, শুশুকের চামড়া ও শিটীম কাঠ;
যাত্রাপুস্তক 25 : 6 (IRVBN)
দীপের জন্য তেল এবং অভিষেকের জন্য তেলের ও সুগন্ধ ধূপের জন্য গন্ধদ্রব্য;
যাত্রাপুস্তক 25 : 7 (IRVBN)
এবং এফোদের ও বুকপাটার জন্য গোমে ইমেইল রেফারেন্স দ মণি এবং প্রভৃতি মূল্যবান পাথর লাগানো হবে।
যাত্রাপুস্তক 25 : 8 (IRVBN)
আর তারা আমার জন্য এক ধর্ম্মধাম তৈরী করুক, তাতে আমি তাদের মধ্যে বাস করব।
যাত্রাপুস্তক 25 : 9 (IRVBN)
আবাসের ও তার সব জিনিসের যে আদর্শ আমি তোমাকে দেখাই, সেই অনুসারে তোমরা সবই করবে।
যাত্রাপুস্তক 25 : 10 (IRVBN)
সাক্ষ্য সিন্দুক (যাত্রা পুস্তক 37:1-9) তারা শিটীম কাঠের এক সিন্দুক তৈরী করবে; তা আড়াই হাত দৈর্ঘ্য, দেড় হাত প্রস্থ ও দেড় হাত উঁচু হবে।
যাত্রাপুস্তক 25 : 11 (IRVBN)
পরে তুমি খাঁটি সোনা দিয়ে তা মুড়ে দেবে; তার ভিতর ও বাইরে সোনা দিয়ে মুড়বে এবং তার উপরে চারদিকে সোনার পাত দিয়ে কিনারা গড়ে দেবে।
যাত্রাপুস্তক 25 : 12 (IRVBN)
আর তার জন্য সোনার চারটি কড়া ছাঁচে ঢেলে তার চার পায়াতে লাগাবে; তার এক পাশে দুটি কড়া ও অন্য পাশে দুই কড়া থাকবে।
যাত্রাপুস্তক 25 : 13 (IRVBN)
আর তুমি শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে সোনা দিয়ে মুড়বে।
যাত্রাপুস্তক 25 : 14 (IRVBN)
আর সিন্দুক বয়ে নিয়ে যাবার জন্য ঐ বহন দণ্ড সিন্দুকের দুই পাশে কড়াতে লাগবে।
যাত্রাপুস্তক 25 : 15 (IRVBN)
সেই বহন দণ্ড সিন্দুকের কড়াতে থাকবে, তা থেকে বের করা হবে না।
যাত্রাপুস্তক 25 : 16 (IRVBN)
আর আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দেব, তা ঐ সিন্দুকে রাখবে।
যাত্রাপুস্তক 25 : 17 (IRVBN)
পরে তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত দৈর্ঘ্য ও দেড় হাত প্রস্থ পাপাব ঢক্কন রণ তৈরী করবে।
যাত্রাপুস্তক 25 : 18 (IRVBN)
আর তুমি সোনার দুটি করূব তৈরী করবে; পাপাবরণের দুটি মুড়াতে পিটান কাজ দিয়ে তাদের তৈরী করবে।
যাত্রাপুস্তক 25 : 19 (IRVBN)
এক মুড়াতে একটি করূব ও অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুটি মুড়াতে তার সঙ্গে অখণ্ড দুই করূব করবে।
যাত্রাপুস্তক 25 : 20 (IRVBN)
আর সেই দুটি করূব উর্ধে পাখনা বিস্তার করে ঐ পাখনা দিয়ে পাপাবরণকে আচ্ছাদন করবে এবং তাদের মুখ একে অপরের দিকে থাকবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকবে।
যাত্রাপুস্তক 25 : 21 (IRVBN)
তুমি অবশ্যই এই পাপাবরণ সেই সিন্দুকের উপরে রাখবে এবং আমি যে সাক্ষ্যপত্র তোমাকে দেব তা তুমি অবশ্যই ঐ সিন্দুকের মধ্যে রাখবে।
যাত্রাপুস্তক 25 : 22 (IRVBN)
আর আমি সেই জায়গায় তোমার সঙ্গে দেখা করব এবং পাপাবরণের উপরের অংশ থেকে, সাক্ষ্য সিন্দুকের উপরে স্থিত দুই করূবের মধ্য থেকে তোমার সঙ্গে কথা বলে ইস্রায়েল সন্তানদের প্রতি আমার সব আজ্ঞা তোমাকে জানাব।
যাত্রাপুস্তক 25 : 23 (IRVBN)
পবিত্র স্থানের জন্য টেবিল (যাত্রা পুস্তক 37:10-16) আর তুমি শিটীম কাঠের এক মেজ তৈরী করবে; তা দুই হাত লম্বা, এক হাত প্রস্থ ও দেড় হাত উঁচু হবে।
যাত্রাপুস্তক 25 : 24 (IRVBN)
আর খাঁটি সোনায় তা মুড়ে দেবে এবং তার চারদিকে সোনার পাত দিয়ে তৈরী করে দেবে।
যাত্রাপুস্তক 25 : 25 (IRVBN)
আর তার চারদিকে চার আঙ্গুল পরিমাণে একটি কাঠের কাঠামো করবে এবং পাশের কাঠামোর চারদিকে সোনার পাত দিয়ে তৈরী করে দেবে।
যাত্রাপুস্তক 25 : 26 (IRVBN)
আর সোনার চারটি কড়া করে চারটি পায়ার চার কোণে রাখবে।
যাত্রাপুস্তক 25 : 27 (IRVBN)
টেবিল বয়ে নিয়ে যাবার জন্য বহন দণ্ডের ঘর হবার জন্য ঐ কড়া পাশের কাঠামোর কাছে থাকবে।
যাত্রাপুস্তক 25 : 28 (IRVBN)
আর ঐ টেবিল বহন করার জন্য শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে তা সোনা দিয়ে মুড়ে দেবে।
যাত্রাপুস্তক 25 : 29 (IRVBN)
আর টেবিলের থালা, চামচ, কলসী ও ঢালার জন্য বাটি তৈরী করবে; এই সব খাঁটি সোনা দিয়ে তৈরী করবে।
যাত্রাপুস্তক 25 : 30 (IRVBN)
আর তুমি সেই টেবিলের উপরে আমার সামনে নিয়মিতভাবে দর্শন রুটি রাখবে।
যাত্রাপুস্তক 25 : 31 (IRVBN)
বাতিস্তম্ভ (যাত্রা পুস্তক 37:17-24) আর তুমি খাঁটি সোনার একটি বাতিস্তম্ভ তৈরী করবে; পেটান কাজের সেই বাতিস্তম্ভ তৈরী করা হবে; তার গুড়ি, শাখা, গোলাধার, কলকা ও ফুল তার সঙ্গে অখণ্ড হবে।
যাত্রাপুস্তক 25 : 32 (IRVBN)
বাতিস্তম্ভের এক পাশ থেকে তিনটি শাখা ও বাতিস্তম্ভের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে নির্গত হবে।
যাত্রাপুস্তক 25 : 33 (IRVBN)
একটি শাখায় বাদামফুলের মতো তিনটি গোলাধার, এক কলকা ও একটি ফুল থাকবে এবং অন্য শাখায় বাদামফুলের মতো তিন গোলাধার, এক কলকা ও একটি ফুল থাকবে; বাতিস্তম্ভ থেকে নির্গত ছয়টি শাখায় এইরকম হবে।
যাত্রাপুস্তক 25 : 34 (IRVBN)
বাতিস্তম্ভে বাদামফুলের মতো চার গোলাধার, ও তাদের কলকা ও ফুল থাকবে।
যাত্রাপুস্তক 25 : 35 (IRVBN)
আর বাতিস্তম্ভের যে ছয়টি শাখা নির্গত হবে, তাদের একটি শাখা দুটির নীচে তার সঙ্গে অখণ্ড এক কলকা ও অপর শাখা দুটির নীচে তার সঙ্গে অখণ্ড এক কলকা থাকবে।
যাত্রাপুস্তক 25 : 36 (IRVBN)
কলকা ও শাখা সবই তার সঙ্গে অখণ্ড হবে; সবই পেটানো খাঁটি সোনার একই জিনিস হবে।
যাত্রাপুস্তক 25 : 37 (IRVBN)
আর তুমি বাতিস্তম্ভ এবং সাতটি প্রদীপ তৈরী করবে এবং লোকেরা সেই সব প্রদীপ জ্বালালে তার সামনে আলো হবে।
যাত্রাপুস্তক 25 : 38 (IRVBN)
আর তার চিমটি ও ট্রে গুলি খাঁটি সোনা দিয়ে তৈরী করতে হবে।
যাত্রাপুস্তক 25 : 39 (IRVBN)
এই বাতিস্তম্ভ এবং ঐ সব জিনিসপত্র এক তাল§ 35 কিলো গ্রাম ন্ত (35 কিলোগ্রাম) পরিমাণে খাঁটি সোনা দিয়ে তৈরী করা হবে।
যাত্রাপুস্তক 25 : 40 (IRVBN)
দেখো, পর্বতে তোমাকে এই সবের যেরকম আদর্শ দেখান হয়েছিল, সেই রকম সবই কোরো।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40