থেসালোনিকীয় ১ 5 : 1 (IRVBN)
কিন্তু ভাইয়েরা বিশেষ বিশেষ কালের ও দিনের র বিষয়ে তোমাদেরকে কিছু লেখা অপ্রয়োজনীয়।
থেসালোনিকীয় ১ 5 : 2 (IRVBN)
কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাতে যেমন চোর আসে তেমনি প্রভুর দিন ও আসছে।
থেসালোনিকীয় ১ 5 : 3 (IRVBN)
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তক্ষুনি তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হয়ে থাকে, তেমনই আকষ্মিক বিনাশ উপস্থিত হয়; আর তারা কোনোও ভাবে এড়াতে পারবে না।
থেসালোনিকীয় ১ 5 : 4 (IRVBN)
কিন্তু ভাইয়েরা, তোমরা অন্ধকারে নও যে, সেই দিন চোরের মত তোমাদের উপরে এসে পড়বে।
থেসালোনিকীয় ১ 5 : 5 (IRVBN)
তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান; আমরা রাতের নয়, অন্ধকারেরও নয়।
থেসালোনিকীয় ১ 5 : 6 (IRVBN)
অতএব এস, আমরা অন্য সবার মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও আত্ম নিয়ন্ত্রিত হই।
থেসালোনিকীয় ১ 5 : 7 (IRVBN)
কারণ যারা ঘুমিয়ে পড়ে, তারা রাতেই ঘুমিয়ে পড়ে এবং যারা মদ্যপায়ী, তারা রাতেই মত্ত হয়।
থেসালোনিকীয় ১ 5 : 8 (IRVBN)
কিন্তু আমরা দিবসের বলে এস, আত্ম নিয়ন্ত্রিত হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি এবং পরিত্রানের আশারূপ শিরস্ত্র মাথায় দিই;
থেসালোনিকীয় ১ 5 : 9 (IRVBN)
কারণ ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেননি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রান লাভের জন্য;
থেসালোনিকীয় ১ 5 : 10 (IRVBN)
তিনি আমাদের জন্য মরলেন, যেন আমরা জেগে থাকি বা ঘুমিয়ে পড়ি, তাঁর সাথেই বেঁচে থাকি।
থেসালোনিকীয় ১ 5 : 11 (IRVBN)
অতএব যেমন তোমরা করে থাক, তেমন তোমরা একে অন্যকে ভরসা দাও এবং একজন অন্যকে গেঁথে তোলো।
থেসালোনিকীয় ১ 5 : 12 (IRVBN)
{শেষ নির্দেশাবলী। } কিন্তু, হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে নিবেদন করছি; যাঁরা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদেরকে চেতনা দেন, তাঁদেরকে সম্মান দাও,
থেসালোনিকীয় ১ 5 : 13 (IRVBN)
আর তাঁদের কাজের জন্য তাঁদেরকে প্রেমে অতিশয় সমাদর কর। নিজেদের মধ্যে শান্তি রাখো।
থেসালোনিকীয় ১ 5 : 14 (IRVBN)
আর, হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে বিনয় করছি যারা অলস ব্যক্তি, তাদেরকে চেতনা দাও, ভিরুতাদের স্বান্তনা দাও, দুর্বলদের সাহায্য কর, সবার জন্য ধৈর্য্যশীল হও।
থেসালোনিকীয় ১ 5 : 15 (IRVBN)
দেখ, যেন অপকারের প্রতিশোধে কেউ কারোরও অপকার না কর, কিন্তু একে অপরের এবং সবার প্রতি সবদিন ভালো ব্যবহার করার চেষ্টা কর।
থেসালোনিকীয় ১ 5 : 16 (IRVBN)
(16-17)সবদিন আনন্দ কর; সবদিন প্রার্থনা কর;
থেসালোনিকীয় ১ 5 : 17 (IRVBN)
থেসালোনিকীয় ১ 5 : 18 (IRVBN)
সব বিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা।
থেসালোনিকীয় ১ 5 : 19 (IRVBN)
পবিত্র আত্মাকে নিভিয়ে দিও না।
থেসালোনিকীয় ১ 5 : 20 (IRVBN)
(20-21)ভাববাণী তুচ্ছ করো না। সব বিষয়ে পরীক্ষা কর; যা ভালো, তা ধরে রাখো।
থেসালোনিকীয় ১ 5 : 21 (IRVBN)
থেসালোনিকীয় ১ 5 : 22 (IRVBN)
সব রকম মন্দ বিষয় থেকে দূরে থাকো।
থেসালোনিকীয় ১ 5 : 23 (IRVBN)
শান্তির ঈশ্বর নিজেই তোমাদেরকে সব রকম ভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আসার দিন অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।
থেসালোনিকীয় ১ 5 : 24 (IRVBN)
যিনি তোমাদেরকে ডাকেন, তিনি বিশ্বস্ত, তিনিই তা করবেন।
থেসালোনিকীয় ১ 5 : 25 (IRVBN)
ভাইয়েরা, আমাদের জন্য প্রার্থনা কর।
থেসালোনিকীয় ১ 5 : 26 (IRVBN)
সব ভাইকে পবিত্র চুম্বনে শুভেচ্ছা জানাও।
থেসালোনিকীয় ১ 5 : 27 (IRVBN)
আমি তোমাদেরকে প্রভুর নামে বলছি, সব ভাইয়ের কাছে যেন এই চিঠি পড়ে শোনানো হয়।
থেসালোনিকীয় ১ 5 : 28 (IRVBN)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।
❮
❯