সামসঙ্গীত 61 : 1 (BNV)
হে ঈশ্বর, আমার কাকূক্তি শ্রবণ কর, আমার প্রার্থনায় অবধান কর।
সামসঙ্গীত 61 : 2 (BNV)
চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব; আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও।
সামসঙ্গীত 61 : 3 (BNV)
কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়, শত্রু হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ।
সামসঙ্গীত 61 : 4 (BNV)
আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব। সেলা।
সামসঙ্গীত 61 : 5 (BNV)
কেননা, হে ঈশ্বর, তুমিই আমার মানত সকল শুনিয়াছ, যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ।
সামসঙ্গীত 61 : 6 (BNV)
তুমি রাজার আয়ু বৃদ্ধি করিবে, তাঁহার বৎসর পুরুষে পুরুষে থাকিবে।
সামসঙ্গীত 61 : 7 (BNV)
তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন; দয়া ও সত্যকে তাঁহার রক্ষার্থে নিযুক্ত কর।
সামসঙ্গীত 61 : 8 (BNV)
তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আপন মানত পূর্ণ করিব।

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: