দ্বিতীয় বিবরণ 14 : 1 (BNV)
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান; তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না, এবং ভ্রূমধ্যস্থল ক্ষৌরি করিবে না।
দ্বিতীয় বিবরণ 14 : 2 (BNV)
কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা; ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন।
দ্বিতীয় বিবরণ 14 : 3 (BNV)
তুমি কোন ঘৃণার্হ দ্রব্য ভোজন করিবে না।
দ্বিতীয় বিবরণ 14 : 4 (BNV)
এই সকল পশু ভোজন করিতে পার; গোরু, মেষ এবং ছাগল, হরিণ,
দ্বিতীয় বিবরণ 14 : 5 (BNV)
কৃষ্ণসার এবং বনগোরু, বনছাগল, বাতপ্রমী, পৃষত এবং সম্বর।
দ্বিতীয় বিবরণ 14 : 6 (BNV)
আর পশুগণের মধ্যে যত পশু সম্পূর্ণ দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাওর কাটে, সেই সকল তোমরা ভোজন করিতে পার।
দ্বিতীয় বিবরণ 14 : 7 (BNV)
কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে এইগুলি ভোজন করিবে না; উষ্ট্র, শশক ও শাফন; কেননা তাহারা জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি;
দ্বিতীয় বিবরণ 14 : 8 (BNV)
আর শূকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না, তাহাদের শব স্পর্শও করিবে না।
দ্বিতীয় বিবরণ 14 : 9 (BNV)
জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য; যাহাদের ডেনা ও আঁইস আছে, তাহাদিগকে ভোজন করিতে পার।
দ্বিতীয় বিবরণ 14 : 10 (BNV)
কিন্তু যাহাদের ডেনা ও আঁইস নাই, তাহাদিগকে ভোজন করিবে না, তাহারা তোমাদের পক্ষে অশুচি।
দ্বিতীয় বিবরণ 14 : 11 (BNV)
তোমরা সকল প্রকার শুচি পক্ষী ভোজন করিতে পার।
দ্বিতীয় বিবরণ 14 : 12 (BNV)
কিন্তু এইগুলি ভোজন করিবে না; ঈগল, হাড়গিলা ও কূরল, গৃধ্র,
দ্বিতীয় বিবরণ 14 : 13 (BNV)
চিল ও আপন আপন জাতি অনুসারে শঙ্করচিল,
দ্বিতীয় বিবরণ 14 : 14 (BNV)
আর আপন আপন জাতি অনুসারে সকল প্রকার কাক,
দ্বিতীয় বিবরণ 14 : 15 (BNV)
আর উষ্ট্রপক্ষী, রাত্রিশ্যেন, গাংচিল ও আপন আপন জাতি অনুসারে শ্যেন,
দ্বিতীয় বিবরণ 14 : 16 (BNV)
এবং পেচক মহাপেচক ও দীর্ঘগল হংস;
দ্বিতীয় বিবরণ 14 : 17 (BNV)
ক্ষুদ্র পানিভেলা, শকুনী ও মাছরাঙ্গা,
দ্বিতীয় বিবরণ 14 : 18 (BNV)
এবং সারস ও আপন আপন জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।
দ্বিতীয় বিবরণ 14 : 19 (BNV)
আর পক্ষবিশিষ্ট যাবতীয় পোকাও তোমাদের পক্ষে অশুচি;
দ্বিতীয় বিবরণ 14 : 20 (BNV)
এ সকল অখাদ্য। তোমরা সমস্ত শুচি পক্ষী ভোজন করিতে পার।
দ্বিতীয় বিবরণ 14 : 21 (BNV)
তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর মাংস ভোজন করিবে না; তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী কোন বিদেশীকে ভোজনার্থে তাহা দিতে পার, কিম্বা বিজাতীয় লোকের কাছে বিক্রয় করিতে পার; কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিবে না।
দ্বিতীয় বিবরণ 14 : 22 (BNV)
তুমি তোমার বীজ হইতে উৎপন্ন যাবতীয় শস্যের, বৎসর বৎসর যাহা ক্ষেত্রে উৎপন্ন হয়, তাহার দশমাংশ পৃথক্‌ করিবে।
দ্বিতীয় বিবরণ 14 : 23 (BNV)
আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সে স্থানে তুমি আপন শস্যের, দ্রাক্ষারসের, ও তৈলের দশমাংশ, এবং গোমেষাদি পালের প্রথমজাতদিগকে তাঁহার সম্মুখে ভোজন করিবে; এইরূপে আপন ঈশ্বর সদাপ্রভুকে সর্ব্বদা ভয় করিতে শিক্ষা করিবে।
দ্বিতীয় বিবরণ 14 : 24 (BNV)
সেই যাত্রা যদি তোমার পক্ষে বড় দীর্ঘ হয় তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন, তাহার দূরত্ব প্রযুক্ত যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আশীর্ব্বাদে প্রাপ্ত দ্রব্য তথায় লইয়া যাইতে না পার,
দ্বিতীয় বিবরণ 14 : 25 (BNV)
তবে সেই দ্রব্যে টাকা করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে।
দ্বিতীয় বিবরণ 14 : 26 (BNV)
পরে সেই টাকা দিয়া তোমার প্রাণের অভিলষিত গোরু কি মেষ কি দ্রাক্ষারস কি মদ্য, বা যে কোন দ্রব্যে তোমার প্রাণের বাঞ্ছা হয়, তাহা ক্রয় করিয়া সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবে।
দ্বিতীয় বিবরণ 14 : 27 (BNV)
আর তোমার নগরদ্বারের মধ্যবর্ত্তী লেবীয়কে ত্যাগ করিবে না, কেননা তোমার সহিত তাহার কোন অংশ কি অধিকার নাই।
দ্বিতীয় বিবরণ 14 : 28 (BNV)
তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে;
দ্বিতীয় বিবরণ 14 : 29 (BNV)
তাহাতে তোমার সহিত যাহার কোন অংশ কি অধিকার নাই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে; এইরূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্ম্মে তোমাকে আশীর্ব্বাদ করেন।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: