প্রবচন 7 : 1 (BNV)
বৎস, আমার কথা সকল পালন কর, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর।
প্রবচন 7 : 2 (BNV)
আমার আজ্ঞা সকল পালন কর, জীবন পাইবে, নয়ন-তারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা কর;
প্রবচন 7 : 3 (BNV)
তোমার অঙ্গুলি-কলাপে সেগুলি বাঁধিয়া রাখ, তোমার হৃদয়-ফলকে তাহা লিখিয়া রাখ।
প্রবচন 7 : 4 (BNV)
প্রজ্ঞাকে বল, তুমি আমার ভগিনী, সুবিবেচনাকে তোমার সখী বল;
প্রবচন 7 : 5 (BNV)
তাহাতে তুমি পরকীয়া স্ত্রী হইতে রক্ষা পাইবে, চাটুভাষিণী বিজাতীয়া হইতে রক্ষা পাইবে।
প্রবচন 7 : 6 (BNV)
আমি আপন গৃহের বাতায়ন হইতে খড়খড়ি দিয়া নিরীক্ষণ করিতেছিলাম;
প্রবচন 7 : 7 (BNV)
অবোধদের মধ্যে আমার দৃষ্টি পড়িল, আমি যুবকগণের মধ্যে এক জনকে দেখিলাম, সে বুদ্ধিবিহীন যুবক।
প্রবচন 7 : 8 (BNV)
সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের নিকটে আসিল, তাহার বাটীর পথে চলিল।
প্রবচন 7 : 9 (BNV)
তখন সন্ধ্যাকাল, দিবাবসান হইয়াছিল, রাত্রিও অন্ধকার হইয়াছিল।
প্রবচন 7 : 10 (BNV)
তখন দেখ, এক স্ত্রী তাহার সম্মুখে আসিল, সে বেশ্যা-বেশধারিণী ও চতুর-চিত্তা;
প্রবচন 7 : 11 (BNV)
সে কলহকারিণী ও অবাধ্যা, তাহার চরণ ঘরে থাকে না;
প্রবচন 7 : 12 (BNV)
সে কখনও সড়কে, কখনও চকে, কোণে কোণে অপেক্ষাতে থাকে।
প্রবচন 7 : 13 (BNV)
সে তাহাকে ধরিয়া চুম্বন করিল, নির্লজ্জ মুখে তাহাকে কহিল,
প্রবচন 7 : 14 (BNV)
‘আমাকে মঙ্গলার্থক বলিদান করিতে হইয়াছে, আজ আমি আপন মানত পূর্ণ করিয়াছি;
প্রবচন 7 : 15 (BNV)
তাই তোমার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়াছি, সযত্নে তোমার মুখ দেখিতে আসিয়াছি, তোমাকে পাইয়াছি।
প্রবচন 7 : 16 (BNV)
আমি খাটে বুটাদার চাদর পাড়িয়াছি, মিস্রীয় সূত্রের চিত্রবিচিত্র বস্ত্র পাড়িয়াছি।
প্রবচন 7 : 17 (BNV)
আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা আমোদিত করিয়াছি।
প্রবচন 7 : 18 (BNV)
চল, আমরা প্রভাত পর্য্যন্ত কামরসে মত্ত হই, আমরা প্রেম বাহুল্যে বিলাস করি।
প্রবচন 7 : 19 (BNV)
কেননা কর্ত্তা ঘরে নাই, তিনি দূরে যাত্রা করিয়াছেন;
প্রবচন 7 : 20 (BNV)
টাকার তোড়া সঙ্গে লইয়া গিয়াছেন, পূর্ণিমার দিন ঘরে আসিবেন।’
প্রবচন 7 : 21 (BNV)
অনেক মধুর বাক্যে সে তাহার চিত্ত হরণ করিল, ওষ্ঠাধরের চাটুবাদে তাহাকে আকর্ষণ করিল।
প্রবচন 7 : 22 (BNV)
অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গোরু হত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্ব্বোধের শাস্তি পাইতে যায়;
প্রবচন 7 : 23 (BNV)
শেষে তাহার যকৃৎ বাণে বিদ্ধ হইল; যেমন পক্ষী ফাঁদে পড়িতে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তাহা প্রাণনাশক।
প্রবচন 7 : 24 (BNV)
এখন বৎসগণ, আমার বাক্য শুন, আমার মুখের কথায় অবধান কর।
প্রবচন 7 : 25 (BNV)
তোমার চিত্ত উহার পথে না যাউক, তুমি উহার মার্গে ভ্রমণ করিও না।
প্রবচন 7 : 26 (BNV)
কেননা সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে, তাহার নিহত লোকেরা বৃহৎ দল।
প্রবচন 7 : 27 (BNV)
তাহার গৃহ পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তঃপুরে নামিয়া যায়।
❮
❯