সামসঙ্গীত 92 : 1 (BNV)
সদাপ্রভুর স্তব করা; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;
সামসঙ্গীত 92 : 2 (BNV)
প্রাতঃকালে তোমার দয়া, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম,
সামসঙ্গীত 92 : 3 (BNV)
দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে, গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।
সামসঙ্গীত 92 : 4 (BNV)
কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কার্য্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ; আমি তোমার হস্তকৃত কার্য্য সকলে জয়ধ্বনি করিব।
সামসঙ্গীত 92 : 5 (BNV)
সদাপ্রভু, তোমার কার্য্য সকল কেমন মহৎ। তোমার সঙ্কল্প সকল অতি গভীর।
সামসঙ্গীত 92 : 6 (BNV)
নরপশু জানে না, নির্ব্বোধ ইহা বুঝে না।
সামসঙ্গীত 92 : 7 (BNV)
দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্ম্মাচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির-বিনাশের জন্য সেইরূপ হয়।
সামসঙ্গীত 92 : 8 (BNV)
কিন্তু, সদাপ্রভু, তুমি অনন্তকাল ঊর্দ্ধবাসী।
সামসঙ্গীত 92 : 9 (BNV)
কেননা, দেখ, তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখ, তোমার শত্রুগণ বিনষ্ট হইবে; অধর্ম্মাচারীরা সকলে ছিন্নভিন্ন হইবে।
সামসঙ্গীত 92 : 10 (BNV)
কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ; আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি।
সামসঙ্গীত 92 : 11 (BNV)
আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে; আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইয়াছে।
সামসঙ্গীত 92 : 12 (BNV)
ধার্ম্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবানোনের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে।
সামসঙ্গীত 92 : 13 (BNV)
যাহারা সদাপ্রভুর বাটীতে রোপিত, তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে।
সামসঙ্গীত 92 : 14 (BNV)
তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে;
সামসঙ্গীত 92 : 15 (BNV)
তদ্দ্বারা প্রচারিত হইবে যে, সদাপ্রভু সরল; তিনি আমার শৈল, এবং তাঁহাতে অন্যায় নাই।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15