আদিপুস্তক 5 : 1 (BNV)
আদমের বংশাবলি-পত্র এই। যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাঁহাকে নির্ম্মাণ করিলেন;
আদিপুস্তক 5 : 2 (BNV)
পুরুষ ও স্ত্রী করিয়া তাঁহাদিগের সৃষ্টি করিলেন; এবং সেই সৃষ্টিদিনে তাঁহাদিগকে আশীর্ব্বাদ করিয়া আদম, এই নাম দিলেন।
আদিপুস্তক 5 : 3 (BNV)
পরে আদম এক শত ত্রিশ বৎসর বয়সে আপনার সাদৃশ্যে ও প্রতিমূর্ত্তিতে পুত্রের জন্ম দিয়া তাহার নাম শেথ রাখিলেন।
আদিপুস্তক 5 : 4 (BNV)
শেথের জন্ম দিলে পর আদম আট শত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 5 (BNV)
সর্ব্বশুদ্ধ আদমের নয় শত ত্রিশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 6 (BNV)
শেথ এক শত পাঁচ বৎসর বয়সে ইনোশের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 7 (BNV)
ইনোশের জন্ম দিলে পর শেথ আট শত সাত বৎসর জীবৎ থাকিয়া অারও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 8 (BNV)
সর্ব্বশুদ্ধ শেথের নয় শত বারো বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 9 (BNV)
ইনোশ নব্বই বৎসর বয়সে কৈননের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 10 (BNV)
কৈননের জন্ম দিলে পর ইনোশ আট শত পনের বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 11 (BNV)
সর্ব্বশুদ্ধ ইনোশের নয় শত পাঁচ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 12 (BNV)
কৈনন সত্তর বৎসর বয়সে মহললেলের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 13 (BNV)
মহললেলের জন্ম দিলে পর কৈনন আট শত চল্লিশ বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 14 (BNV)
সর্ব্বশুদ্ধ কৈননের নয় শত দশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 15 (BNV)
মহললেল পঁয়ষট্টি বৎসর বয়সে যেরদের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 16 (BNV)
যেরদের জন্ম দিলে পর মহললেল আট শত ত্রিশ বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 17 (BNV)
সর্ব্বশুদ্ধ মহললেলের আট শত পঁচানব্বই বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 18 (BNV)
যেরদ এক শত বাষট্টি বৎসর বয়সে হনোকের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 19 (BNV)
হনোকের জন্ম দিলে পর যেরদ আট শত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 20 (BNV)
সর্ব্বশুদ্ধ যেরদের নয় শত বাষট্টি বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 21 (BNV)
হনোক পঁয়ষট্টি বৎসর বয়সে মথূশেলহের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 22 (BNV)
মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিন শত বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন, এবং আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 23 (BNV)
সর্ব্বশুদ্ধ হনোক তিন শত পঁয়ষট্টি বৎসর রহিলেন।
আদিপুস্তক 5 : 24 (BNV)
হনোক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাঁহাকে গ্রহণ করিলেন।
আদিপুস্তক 5 : 25 (BNV)
মথূশেলহ এক শত সাতাশী বৎসর বয়সে লেমকের জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 26 (BNV)
লেমকের জন্ম দিলে পর মথূশেলহ সাত শত বিরাশী বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 27 (BNV)
সর্ব্বশুদ্ধ মথূশেলহের নয় শত ঊনসত্তর বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 28 (BNV)
লেমক এক শত বিরাশী বৎসর বয়সে পুত্রের জন্ম দিয়া তাহার নাম নোহ *বিশ্রাম রাখিলেন;
আদিপুস্তক 5 : 29 (BNV)
কেননা তিনি কহিলেন, সদাপ্রভু কর্ত্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয়, তদ্বিষয়ে এ আমাদিগকে সাত্ত্বনা করিবে।
আদিপুস্তক 5 : 30 (BNV)
নোহের জন্ম দিলে পর লেমক পাঁচ শত পঁচানব্বই বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
আদিপুস্তক 5 : 31 (BNV)
সর্ব্বশুদ্ধ লেমকের সাত শত সাতাত্তর বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
আদিপুস্তক 5 : 32 (BNV)
পরে নোহ পাঁচ শত বৎসর বয়সে শেম, হাম ও যেফতের জন্ম দিলেন।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32