পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
যোয়েল
1. [PS]সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল। [PE][PBR]
2. {#1পঙ্গপালের আক্রমণ } [QS]আপনারা যারা প্রাচীন, একথা শুনুন; [QE][QS2]দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো। [QE][QS]তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে, [QE][QS2]এরকম ঘটনা কখনও কি ঘটেছে? [QE]
3. [QS]তোমাদের সন্তানদের কাছে একথা বলো, [QE][QS2]তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক, [QE][QS2]আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে। [QE]
4. [QS]পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, [QE][QS2]তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; [QE][QS]বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, [QE][QS2]তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; [QE][QS]আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, [QE][QS2]তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে। [QE][PBR]
5. [QS]ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! [QE][QS2]যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; [QE][QS]নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, [QE][QS2]কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। [QE]
6. [QS]এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, [QE][QS2]তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; [QE][QS]তার আছে সিংহের মতো দাঁত, [QE][QS2]আছে সিংহীর মতো কশের দাঁত। [QE]
7. [QS]সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে, [QE][QS2]আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে। [QE][QS]সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে, [QE][QS2]তাদের শাখাপ্রশাখা ত্বকশূন্য সাদা দেখা যায়। [QE][PBR]
8. [QS]তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, [QE][QS2]যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে। [QE]
9. [QS]শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল [QE][QS2]সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। [QE][QS]যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, [QE][QS2]সেই যাজকেরা সবাই শোক করছেন। [QE]
10. [QS]মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে, [QE][QS2]জমি শুকিয়ে গেছে; [QE][QS]শস্যরাশি ধ্বংস করা হয়েছে, [QE][QS2]নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, [QE][QS2]তেল সব শেষ হতে চলেছে। [QE][PBR]
11. [QS]ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, [QE][QS2]দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; [QE][QS]তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, [QE][QS2]কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে। [QE]
12. [QS]দ্রাক্ষালতা শুকিয়ে গেছে [QE][QS2]ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে; [QE][QS]ডালিম, খেজুর ও আপেল গাছ— [QE][QS2]মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে। [QE][QS]সত্যিই মানবজাতির সব আনন্দ [QE][QS2]ফুরিয়ে গেছে। [QE]
13. {#1মনপরিবর্তনের জন্য আহ্বান } [QS]ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; [QE][QS2]যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। [QE][QS]তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, [QE][QS2]তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; [QE][QS]কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য [QE][QS2]তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি। [QE]
14. [QS]এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, [QE][QS2]এক পবিত্র সভার আহ্বান করো। [QE][QS]প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, [QE][QS2]তাদের সবাইকে তলব করো, [QE][QS]তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে [QE][QS2]ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। [QE][PBR]
15. [QS]হায় হায়, সে কেমন দিন! [QE][QS2]কারণ সদাপ্রভুর দিন সন্নিকট; [QE][QS2]এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে। [QE][PBR]
16. [QS]আমাদের চোখের সামনে থেকেই কি খাবার, [QE][QS2]আনন্দ ও উল্লাস আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি? [QE]
17. [QS]যত শস্যবীজ মাটির ঢেলার নিচে [QE][QS2]পচে গেছে। [QE][QS]শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে, [QE][QS2]গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে, [QE][QS2]কারণ শস্য সব শুকিয়ে গেছে। [QE]
18. [QS]পশুপাল কেমন আর্তস্বর করছে! [QE][QS2]বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে, [QE][QS]কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই। [QE][PBR]
19. [QS]হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি, [QE][QS2]কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে [QE][QS2]আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে। [QE]
20. [QS]এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে; [QE][QS2]জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে [QE][QS2]আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে। [QE]
Total 3 অধ্যায়গুলির, Selected অধ্যায় 1 / 3
1 2 3
1 সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল। পঙ্গপালের আক্রমণ 2 আপনারা যারা প্রাচীন, একথা শুনুন; দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো। তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে, এরকম ঘটনা কখনও কি ঘটেছে? 3 তোমাদের সন্তানদের কাছে একথা বলো, তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক, আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে। 4 পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে। 5 ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। 6 এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; তার আছে সিংহের মতো দাঁত, আছে সিংহীর মতো কশের দাঁত। 7 সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে, আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে। সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে, তাদের শাখাপ্রশাখা ত্বকশূন্য সাদা দেখা যায়। 8 তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে। 9 শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, সেই যাজকেরা সবাই শোক করছেন। 10 মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে, জমি শুকিয়ে গেছে; শস্যরাশি ধ্বংস করা হয়েছে, নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, তেল সব শেষ হতে চলেছে। 11 ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে। 12 দ্রাক্ষালতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে; ডালিম, খেজুর ও আপেল গাছ— মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে। সত্যিই মানবজাতির সব আনন্দ ফুরিয়ে গেছে। মনপরিবর্তনের জন্য আহ্বান 13 ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি। 14 এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার আহ্বান করো। প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, তাদের সবাইকে তলব করো, তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। 15 হায় হায়, সে কেমন দিন! কারণ সদাপ্রভুর দিন সন্নিকট; এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে। 16 আমাদের চোখের সামনে থেকেই কি খাবার, আনন্দ ও উল্লাস আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি? 17 যত শস্যবীজ মাটির ঢেলার নিচে পচে গেছে। শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে, গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে, কারণ শস্য সব শুকিয়ে গেছে। 18 পশুপাল কেমন আর্তস্বর করছে! বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে, কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই। 19 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি, কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে। 20 এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে; জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে।
Total 3 অধ্যায়গুলির, Selected অধ্যায় 1 / 3
1 2 3
×

Alert

×

Bengali Letters Keypad References