পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
হিব্রুদের কাছে পত্র
1. {#1খ্রীষ্ট: ঐশ-মহিমার বিচ্ছুরণ } [PS]অতীতে ঈশ্বর ভাববাদীদের[* ভাববাদী—এর সমার্থক শব্দগুলি হল, নবী, ভবিষ্যৎ বক্তা, ক্রান্তদর্শী। ] মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন,
2. কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন।
3. সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন। [PE]
4. {#1খ্রীষ্ট স্বর্গদূতদের থেকে মহান }
5. [PS]তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন। [PE][PS]কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, [PE][QS]“তুমি আমার পুত্র, [QE][QS2]আজ আমি তোমার পিতা হয়েছি?”[† গীত 2:7 ] [QE][MS]অথবা আবার, [ME][QS]“আমি তার পিতা হব, [QE][QS2]আর সে হবে আমার পুত্র?” [‡ 2 শমূয়েল 7:14; 1 বংশাবলি 17:13 ] [QE]
6. [MS] আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন, [ME][QS]“ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুক।”[§ দ্বিতীয় বিবরণ 32:43 ] [QE]
7. [MS] আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন, [ME][QS]“তিনি তাঁর দূতদের করেন বায়ুসদৃশ, [QE][QS2]তাঁর সেবকদের করেন আগুনের শিখার মতো।”[* গীত 104:4 ] [QE]
8. [MS] কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, [ME][QS]“হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; [QE][QS2]ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড। [QE]
9. [QS]তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ, [QE][QS2]আর দুষ্টতাকে ঘৃণা করেছ; [QE][QS]সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, [QE][QS2]আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, [QE][QS2]তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।”[† গীত 45:6,7 ] [QE]
10. [MS] তিনি আরও বলেন, [ME][QS]“হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, [QE][QS2]আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা। [QE]
11. [QS]সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; [QE][QS2]সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে। [QE]
12. [QS]পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে, [QE][QS2]পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে। [QE][QS]কিন্তু তুমি থাকবে সেই একইরকম, [QE][QS2]তোমার আয়ুর কখনও শেষ হবে না।”[‡ গীত 102:25-27 ] [QE]
13. [MS] স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, [ME][QS]“তুমি আমার ডানদিকে বসো, [QE][QS2]যতক্ষণ না আমি তোমার শত্রুদের [QE][QS2]তোমার পাদপীঠে পরিণত করি?”[§ গীত 110:1 ] [QE]
14. [MS] স্বর্গদূতেরা সবাই কি পরিচর্যাকারী আত্মা নন? যারা পরিত্রাণের অধিকারী হবে, তাদের সেবা করার জন্যই কি তারা প্রেরিত হননি? [ME]
Total 13 অধ্যায়গুলির, Selected অধ্যায় 1 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
খ্রীষ্ট: ঐশ-মহিমার বিচ্ছুরণ 1 অতীতে ঈশ্বর ভাববাদীদের[* ভাববাদী—এর সমার্থক শব্দগুলি হল, নবী, ভবিষ্যৎ বক্তা, ক্রান্তদর্শী। ] মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন, 2 কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। 3 সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন। খ্রীষ্ট স্বর্গদূতদের থেকে মহান 4 5 তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন। কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, “তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি?” গীত 2:7 অথবা আবার, “আমি তার পিতা হব, আর সে হবে আমার পুত্র?” 2 শমূয়েল 7:14; 1 বংশাবলি 17:13 6 আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন, “ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুক।”§ দ্বিতীয় বিবরণ 32:43 7 আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন, “তিনি তাঁর দূতদের করেন বায়ুসদৃশ, তাঁর সেবকদের করেন আগুনের শিখার মতো।”* গীত 104:4 8 কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড। 9 তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ, আর দুষ্টতাকে ঘৃণা করেছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।” গীত 45:6,7 10 তিনি আরও বলেন, “হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা। 11 সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে। 12 পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে, পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে। কিন্তু তুমি থাকবে সেই একইরকম, তোমার আয়ুর কখনও শেষ হবে না।” গীত 102:25-27 13 স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, “তুমি আমার ডানদিকে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি?”§ গীত 110:1 14 স্বর্গদূতেরা সবাই কি পরিচর্যাকারী আত্মা নন? যারা পরিত্রাণের অধিকারী হবে, তাদের সেবা করার জন্যই কি তারা প্রেরিত হননি?
Total 13 অধ্যায়গুলির, Selected অধ্যায় 1 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Bengali Letters Keypad References