পবিত্র বাইবেল

সমসাময়িক সংস্করণ খুলুন (OCV)
আদিপুস্তক
1. {#1এষৌর বংশধরেরা } [PS]এই হল এষৌর (অথবা, ইদোমের) বংশপরম্পরার বৃত্তান্ত। [PE][PBR]
2. [PS]এষৌ কনানীয় মহিলাদের মধ্যে থেকেই তাঁর স্ত্রীদের গ্রহণ করলেন: হিত্তীয় এলোনের মেয়ে আদা এবং হিব্বীয় সিবিয়োনের নাতনি তথা অনার মেয়ে অহলীবামা—
3. এছাড়াও ইশ্মায়েলের মেয়ে ও নবায়োতের বোন বাসমৎ। [PE]
4. [PS]এষৌর জন্য আদা ইলীফসের, বাসমৎ রূয়েলের,
5. এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। এরাই হল এষৌর সেই ছেলেরা, যাদের জন্ম কনান দেশে হয়েছিল। [PE]
6. [PS]এষৌ তাঁর স্ত্রীদের ও ছেলেমেয়েদের এবং তাঁর পরিবারের সব সদস্যকে, এছাড়াও তাঁর গবাদি পশুপাল ও অন্যান্য পশুপাল তথা কনান দেশে তিনি যেসব জিনিসপত্র অর্জন করেছিলেন, সেসবকিছু নিয়ে তাঁর ভাই যাকোবের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এগিয়ে গেলেন।
7. তাঁদের বিষয়সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে একত্রে বসবাস করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না; যে দেশে তাঁরা বসবাস করছিলেন, তা তাঁদের গবাদি পশুপালের জন্য তাঁদের ভারবহন করতে পারছিল না।
8. অতএব এষৌ (অথবা, ইদোম) সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করলেন। [PE][PBR]
9. [LS4] সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম: [LE][PBR]
10. [LS] এষৌর ছেলেদের নাম এইরকম: [LE][LS2]এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস, এবং এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েল। [LE]
11. [LS] ইলীফসের ছেলেরা: [LE][LS2]তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।
12. এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি। [LE]
13. [LS] রূয়েলের ছেলেরা: [LE][LS2]নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরাই হল এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি। [LE]
14. [LS] এষৌর স্ত্রী তথা সিবিয়োনের নাতনি ও অনার মেয়ে অহলীবামা এষৌর জন্য যেসব ছেলের জন্ম দিলেন তারা হল: [LE][LS2]যিয়ূশ, যালম ও কোরহ। [LE][PBR]
15. [LS4] এষৌর বংশধরদের মধ্যে এরাই হলেন বিভাগীয় প্রধান: [LE][LS]এষৌর বড়ো ছেলে ইলীফসের ছেলেরা: [LE][LS2]দল প্রধান তৈমন, ওমার, সফো, কনস,
16. কোরহ[* কিছু কিছু প্রাচীন অনুলিপিতে কোরহ শব্দটি অনুপস্থিত ], গয়িতম ও অমালেক। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই ইলীফসের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা আদার সব নাতিপুতি। [LE]
17. [LS] এষৌর ছেলে রূয়েলের ছেলেরা: [LE][LS2]বিভাগীয় প্রধান নহৎ, সেরহ, শম্ম ও মিসা। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই রূয়েলের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি। [LE]
18. [LS] এষৌর স্ত্রী অহলীবামার ছেলেরা: [LE][LS2]বিভাগীয় প্রধান যিয়ূশ, যালম ও কোরহ। এই বিভাগীয় প্রধানেরাই এষৌর স্ত্রী তথা অনার মেয়ে অহলীবামার গর্ভজাত হলেন। [LE]
19. [LS2] এরাই হলেন এষৌর (অথবা, ইদোমের) সব ছেলে, এবং এরাই হলেন তাদের বিভাগীয় প্রধান। [LE][PBR]
20. [LS] এরাই হলেন হোরীয় সেয়ীরের সেইসব ছেলে, যারা সেই অঞ্চলে বসবাস করতেন: [LE][LS2]লোটন, শোবল, শিবিয়োন, অনা,
21. দিশোন, এৎসর ও দীশন। ইদোমে সেয়ীরের এই ছেলেরা ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান। [LE]
22. [LS] লোটনের ছেলেরা: [LE][LS2]হোরি ও হোমম।[† অথবা হেমম, 1 বংশাবলি 1:39 পদও দেখুন ] তিম্না ছিলেন লোটনের বোন। [LE]
23. [LS] শোবলের ছেলেরা: [LE][LS2]অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। [LE]
24. [LS] সিবিয়োনের ছেলেরা: [LE][LS2]অয়া ও অনা। (এই অনাই মরুভূমিতে তাঁর বাবা সিবিয়োনের গাধাগুলি চরানোর সময় উষ্ণ জলের উৎসগুলি[‡ অথবা, জল ] খুঁজে পেয়েছিলেন) [LE]
25. [LS] অনার সন্তানেরা: [LE][LS2]অনার মেয়ে দিশোন ও অহলীবামা। [LE]
26. [LS] দিশোনের[§ হিব্রু ভাষায় বিকল্প বানান অনুসারে দিশান ] ছেলেরা: [LE][LS2]হিমদন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। [LE]
27. [LS] এৎসরের ছেলেরা: [LE][LS2]বিলহন, সাবন ও আকন। [LE]
28. [LS] দীশনের ছেলেরা: [LE][LS2]ঊষ ও অরাণ। [LE]
29. [LS] এরাই ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান: [LE][LS2]লোটন, শোবল, শিবিয়োন, অনা,
30. দিশোন, এৎসর ও দীশন। [LE][LS2]সেয়ীর দেশে তাদের বিভাগ অনুসারে এরাই হলেন হোরীয় বিভাগীয় প্রধান। [LE]
31. {#1ইদোমের শাসনকর্তারা } [LS4] কোনো ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে এরাই ইদোমে রাজা হয়ে রাজত্ব করলেন: [LE]
32. বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হলেন। তাঁর রাজধানীর নাম দেওয়া হল দিনহাবা। [LE]
33. বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। [LE]
34. যোবব যখন মারা যান, তৈমন দেশ থেকে আগত হূশম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। [LE]
35. হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ। [LE]
36. হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। [LE]
37. সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। [LE]
38. শৌল যখন মারা যান, অকবোরের ছেলে বায়াল-হানন তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। [LE]
39. অকবোরের ছেলে বায়াল-হানন যখন মারা যান, হদদ[* বেশ কিছু প্রাচীন অনুলিপি অনুসারে হদর, 1 বংশাবলি 1:50 পদও দেখুন ] রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন। [LE][PBR]
40. [LS4] নামানুসারে, এবং তাদের বংশ ও অঞ্চল অনুসারে এরাই হলেন এষৌর বংশে জন্মানো বিভাগীয় প্রধান: [LE][LS]তিম্ন, অলবা, যিথেৎ, [LE]
41. [LS] অহলীবামা, এলা, পীনোন, [LE]
42. [LS] কনস, তৈমন, মিবসর, [LE]
43. মগ্‌দীয়েল ও ঈরম। [LE][LS2]তাদের অধিকৃত দেশে তাঁরা যে বসতি স্থাপন করলেন, তা অনুসারে এরাই ইদোমের দলপতি ছিলেন। [LE][PBR] [LS2]এই হল ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা। [LE]
Total 50 অধ্যায়গুলির, Selected অধ্যায় 36 / 50
এষৌর বংশধরেরা 1 এই হল এষৌর (অথবা, ইদোমের) বংশপরম্পরার বৃত্তান্ত। 2 এষৌ কনানীয় মহিলাদের মধ্যে থেকেই তাঁর স্ত্রীদের গ্রহণ করলেন: হিত্তীয় এলোনের মেয়ে আদা এবং হিব্বীয় সিবিয়োনের নাতনি তথা অনার মেয়ে অহলীবামা— 3 এছাড়াও ইশ্মায়েলের মেয়ে ও নবায়োতের বোন বাসমৎ। 4 এষৌর জন্য আদা ইলীফসের, বাসমৎ রূয়েলের, 5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। এরাই হল এষৌর সেই ছেলেরা, যাদের জন্ম কনান দেশে হয়েছিল। 6 এষৌ তাঁর স্ত্রীদের ও ছেলেমেয়েদের এবং তাঁর পরিবারের সব সদস্যকে, এছাড়াও তাঁর গবাদি পশুপাল ও অন্যান্য পশুপাল তথা কনান দেশে তিনি যেসব জিনিসপত্র অর্জন করেছিলেন, সেসবকিছু নিয়ে তাঁর ভাই যাকোবের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এগিয়ে গেলেন। 7 তাঁদের বিষয়সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে একত্রে বসবাস করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না; যে দেশে তাঁরা বসবাস করছিলেন, তা তাঁদের গবাদি পশুপালের জন্য তাঁদের ভারবহন করতে পারছিল না। 8 অতএব এষৌ (অথবা, ইদোম) সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করলেন। 9 সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম: 10 এষৌর ছেলেদের নাম এইরকম: এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস, এবং এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েল। 11 ইলীফসের ছেলেরা: তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস। 12 এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি। 13 রূয়েলের ছেলেরা: নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরাই হল এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি। 14 এষৌর স্ত্রী তথা সিবিয়োনের নাতনি ও অনার মেয়ে অহলীবামা এষৌর জন্য যেসব ছেলের জন্ম দিলেন তারা হল: যিয়ূশ, যালম ও কোরহ। 15 এষৌর বংশধরদের মধ্যে এরাই হলেন বিভাগীয় প্রধান: এষৌর বড়ো ছেলে ইলীফসের ছেলেরা: দল প্রধান তৈমন, ওমার, সফো, কনস, 16 কোরহ* কিছু কিছু প্রাচীন অনুলিপিতে কোরহ শব্দটি অনুপস্থিত , গয়িতম ও অমালেক। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই ইলীফসের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা আদার সব নাতিপুতি। 17 এষৌর ছেলে রূয়েলের ছেলেরা: বিভাগীয় প্রধান নহৎ, সেরহ, শম্ম ও মিসা। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই রূয়েলের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি। 18 এষৌর স্ত্রী অহলীবামার ছেলেরা: বিভাগীয় প্রধান যিয়ূশ, যালম ও কোরহ। এই বিভাগীয় প্রধানেরাই এষৌর স্ত্রী তথা অনার মেয়ে অহলীবামার গর্ভজাত হলেন। 19 এরাই হলেন এষৌর (অথবা, ইদোমের) সব ছেলে, এবং এরাই হলেন তাদের বিভাগীয় প্রধান। 20 এরাই হলেন হোরীয় সেয়ীরের সেইসব ছেলে, যারা সেই অঞ্চলে বসবাস করতেন: লোটন, শোবল, শিবিয়োন, অনা, 21 দিশোন, এৎসর ও দীশন। ইদোমে সেয়ীরের এই ছেলেরা ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান। 22 লোটনের ছেলেরা: হোরি ও হোমম। অথবা হেমম, 1 বংশাবলি 1:39 পদও দেখুন তিম্না ছিলেন লোটনের বোন। 23 শোবলের ছেলেরা: অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। 24 সিবিয়োনের ছেলেরা: অয়া ও অনা। (এই অনাই মরুভূমিতে তাঁর বাবা সিবিয়োনের গাধাগুলি চরানোর সময় উষ্ণ জলের উৎসগুলি অথবা, জল খুঁজে পেয়েছিলেন) 25 অনার সন্তানেরা: অনার মেয়ে দিশোন ও অহলীবামা। 26 দিশোনের§ হিব্রু ভাষায় বিকল্প বানান অনুসারে দিশান ছেলেরা: হিমদন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। 27 এৎসরের ছেলেরা: বিলহন, সাবন ও আকন। 28 দীশনের ছেলেরা: ঊষ ও অরাণ। 29 এরাই ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান: লোটন, শোবল, শিবিয়োন, অনা, 30 দিশোন, এৎসর ও দীশন। সেয়ীর দেশে তাদের বিভাগ অনুসারে এরাই হলেন হোরীয় বিভাগীয় প্রধান। ইদোমের শাসনকর্তারা 31 কোনো ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে এরাই ইদোমে রাজা হয়ে রাজত্ব করলেন: 32 বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হলেন। তাঁর রাজধানীর নাম দেওয়া হল দিনহাবা। 33 বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 34 যোবব যখন মারা যান, তৈমন দেশ থেকে আগত হূশম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 35 হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ। 36 হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 37 সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 38 শৌল যখন মারা যান, অকবোরের ছেলে বায়াল-হানন তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 39 অকবোরের ছেলে বায়াল-হানন যখন মারা যান, হদদ* বেশ কিছু প্রাচীন অনুলিপি অনুসারে হদর, 1 বংশাবলি 1:50 পদও দেখুন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন। 40 নামানুসারে, এবং তাদের বংশ ও অঞ্চল অনুসারে এরাই হলেন এষৌর বংশে জন্মানো বিভাগীয় প্রধান: তিম্ন, অলবা, যিথেৎ, 41 অহলীবামা, এলা, পীনোন, 42 কনস, তৈমন, মিবসর, 43 মগ্‌দীয়েল ও ঈরম। তাদের অধিকৃত দেশে তাঁরা যে বসতি স্থাপন করলেন, তা অনুসারে এরাই ইদোমের দলপতি ছিলেন। এই হল ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা।
Total 50 অধ্যায়গুলির, Selected অধ্যায় 36 / 50
×

Alert

×

Bengali Letters Keypad References